Advertisement
WB SSC Court Case news today
Advertisement

SSC Court Case – তৎকালীন শিক্ষামন্ত্রীকে হাজিরার নির্দেশ।

শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় যুগান্তকারী এবং কার্যত নজিরবিহীন নির্দেশ কলকাতা হাইকোর্টের (SSC Court Case)। নবম ও দশম শ্রেণির সহকারী শিক্ষক নিয়োগে দুর্নীতি সংক্রান্ত মামলায় তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) সিবিআই দপ্তরে হাজির হওয়ার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)।

Advertisement

আজই অর্থাৎ মঙ্গলবারই বিকেল সাড়ে পাঁচটার মধ্যে কলকাতার CBI দপ্তর নিজাম প্যালেসে হাজিরা দিতে হবে তাঁকে। শুধু তাই নয়, অসুস্ততা কিম্বা অন্য কারনে হাজিরা এড়ানো যাবেনা, সেই কথাও উল্লেখ করা হয়েছে বলে জানা গেছে (SSC Court Case)।

Advertisement

এদিন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন, কোনওভাবেই সিবিআই (CBI) হাজিরা এড়াতে পারবেন না তৎকালীন শিক্ষামন্ত্রী। অসুস্থতার কারণ দেখিয়ে SSKM হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তিও হতে পারবেন না তিনি (SSC Court Case)।

Advertisement

একইসঙ্গে এদিন বিচারপতি স্পষ্ট করে দিয়েছেন, প্রয়োজনে পরবর্তী পদক্ষেপ করতে পারবে সিবিআই। পালটা বিচারপতি নির্দেশের উপর স্থগিতাদেশ চেয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন পার্থ বাবুর আইনজীবীরা। SSC Court Case

প্রসঙ্গত উল্লেখ্য যে, নবম ও দশম শ্রেণির গণিত বিষয়ের শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে আবদুল গণি আনসারি সহ বেশ কয়েকজন শিক্ষক পদে চাকরিপ্রার্থীর দায়ের করা মামলায় এসএসসির (WBSSC) প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহার স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব তলব করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। SSC Court Case

EK24 News

সেই মামলা চ্যালেঞ্জ হয়ে এরপর ডিভিশন বেঞ্চে যায়। বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ হিসাবের পেশের নির্দেশ বহাল রাখলেও তাতে উল্লেখ করেন, আদালতে মুখ বন্ধ খামে ওই হিসেব পেশ করতে হবে। তবে সিঙ্গেল বেঞ্চ এখনই সেই খুলতে পারবে না জানিয়ে দেয় কোলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

Advertisement

প্রসঙ্গত, এই দুর্নীতি মামলায় নজিরবিহীন ঘটনার সাক্ষী থেকেছে কলকাতা হাই কোর্ট। ভরা এজলাসে বসে ডিভিশন বেঞ্চের নির্দেশের বিরুদ্ধে ক্ষোভ উগরে বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। SSC Court Case

একইসঙ্গে, দেশের প্রধান বিচারপতির হস্তক্ষেপ চেয়ে এই সংক্রান্ত যাবতীয় নথি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে পাঠাতে কলকাতা হাই কোর্টের রেজিষ্টার জেনারেলকে নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুন, পশ্চিমবঙ্গে সরকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করতে ক্লিক করুন

এর পাশাপাশি, ওই নথির প্রতিলিপি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকেও দেওয়ার নির্দেশ দিয়েছিলেন তিনি। এবার সেই মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রীকে সিবিআই হাজিরার নির্দেশ দিলেন বিচারপতি। SSC Court Case

Advertisement

অন্যদিকে এই শিক্ষক নিয়োগ মামলা নিয়ে হাল ছাড়তে রাজী নয় বিরোধীরা। তবে সব কিছু মিলিয়ে নিয়োগে বিলম্ব হচ্ছে, আর চাকরীপ্রার্থীদের বয়স ও চলে যাবে। বছর বছর শিক্ষক নিয়োগ হবে, এই কথাটি যেন, অনরেকর্ডই থেকে যাবে, বাস্তবে কবে পূরন হবে সেটাই এখন দেখার। আপনার কি মনে হয়? নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন।

ব্যাংক থেকে একবারে ৫ হাজারের বেশী টাকা তুলতে পারবেন না, নির্দেশ RBI

প্যান নম্বর দিলেই একাউন্ট ফাঁকা, প্রতারণার নতুন ফাঁদ, সতর্ক করলো ব্যাংক,

Advertisement
Advertisement
One thought on “SSC Court Case – নজিরবিহীন! পার্থ চট্টোপাধ্যায়কে CBI দপ্তরে হাজিরার নির্দেশ হাই কোর্টের, উডবার্নে ভর্তিতেও নিষেধাজ্ঞা Breaking News।”
  1. Special recruitment drive through relaxation of age must be taken into consideration.

    Also not only incase of school all such recruitment must be investigated. Recently there was a recruitment conducted in Jadavpur University BEd department. That must be specially investigated.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement