Nusrat-র প্রাক্তন Nikhil Jain-র সঙ্গে নতুন রসায়ন Srabanti-র! ব্যাপারটা কী?

টলিপাড়ায় সম্পর্কের রসায়ন বোঝা বড়ই দায়। নুসরত জাহানের (Nusrat Jahan) সঙ্গে নিখিলের সম্পর্ক ভেঙেছে অনেকদিনই হল। অন্যদিকে রোশন সিংয়ের সঙ্গে শ্রাবন্তীর সংসারও ভেঙেছে। তারই মাঝে বন্ধু নুসরতের প্রাক্তন নিখিলের সঙ্গে সম্পর্কের নতুন রসায়ন তৈরি হল শ্রাবন্তী(Srabanti Chatterjee)র। হ্যাঁ, ঠিকই শুনছেন, তবে যেমনটা ভাবছেন তেমনটা নয়। এখানে নতুন প্রেমের গল্প নেই। এ সম্পর্ক সম্পূর্ণ পেশাগত। নিখিল জৈনের (Nikhil Jain) বস্ত্র বিপণনী সংস্থার নতুন মডেল হয়ে উঠেছেন শ্রাবন্তী (Srabanti Chatterjee)। খোলা চুল, কানে ছোট্ট দুল, আর ঠোঁটে লাল লিপস্টিক পরনে কালো ও বেগুনি রঙের লেহেঙ্গা। বুধবার ইনস্টাগ্রামে ফটোশ্যুটের ছবি পোস্ট করেছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। পোশাক ব্র্যান্ড হিসাবে নিখিল জৈনের YouveIndia-র নাম উল্লেখ করেছেন শ্রাবন্তী। বৃহস্পতিবার সেই ছবিই নিজের ইনস্টাস্টোরিতে শেয়ার করতে দেখা গেল নুসরতের প্রাক্তন নিখিলকে।

Advertisement
শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment