ঘোষণা হয়েছে এবারের কেন্দ্রীয় বাজেটে, আর এবার চাকরিজীবীদের জন্য রয়েছে একাধিক ঘোষণা। সেখানে Service Rules বা চাকরীর নিয়মে কয়েকটি বদল ও হয়েছে। সরকারী কর্মীদের পাশাপাশি এবার বিরাট সুবিধা পাচ্ছেন বেসরকারি সংস্থার কর্মীরাও।
সংসদে বাজেট (Union Budget 2023) পেশের সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবার বেসরকারি সংস্থায় কর্মরত চাকরিজীবীদের Private Sector Employees Service Rules নিয়ে নয়া পদক্ষেপের কথা ঘোষণা করেছেন। যার ফলে উপকৃত হবেন বেসরকারি সেক্টরে কর্মরত ব্যক্তিরা। এবারের বাজেটে কেন্দ্রীয় সরকার কর কাঠামোয় পরিবর্তন নিয়ে এসেছে। এর আগে কর কাঠামোয়ে মোট ৬টি ধাপ ছিল। সেখান থেকে কমিয়ে এবার ৫টি ধাপে করা হয়েছে।
নয়া কর কাঠামোয় (New Income Tax Rules) বার্ষিক ৭ লক্ষ টাকা আয় পর্যন্ত ছাড়ের সীমা বাড়ানো হয়েছে। এর আগে বার্ষিক ৫ লক্ষ টাকা আয় পর্যন্ত কোনো কর দিতে লাগতো না বা কর ছাড় দেওয়া হতো। কিন্তু এবারের বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী সীতারামন বার্ষিক আয়ের নির্ধারিত সীমা বাড়িয়ে করছাড়ের কথা ঘোষণা করেছেন।
এছাড়া এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে, বেসরকারি সেক্টরে কর্মরত চাকরিজীবীদের উদ্দেশ্যে।
Private Sector Employees Service Rules:
এবারের বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী সীতারামন জানিয়েছেন, বেসরকারি সংস্থায় যারা কর্মরত রয়েছেন, তারা অবসরের সময় ছুটির বদলে নগদকরনের ক্ষেত্রে কর ছাড়ের উর্ধ্বসীমা ৩ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ২৫ লক্ষ টাকা পর্যন্ত করা হয়েছে। সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রেও ছুটির বদলে (Earn Leave) টাকার উপরে যে করছাড় দেওয়ার সীমা ছিল ৩ লক্ষ টাকা, সেখানেও একইভাবে বাড়িয়ে সেটা ২৫ লক্ষ টাকায় নিয়ে যাওয়া হয়েছে।
ছুটির বদলে নগদ করনের প্রক্রিয়া হলো, কোনো সংস্থায় একজন কর্মী কর্মজীবনে কোনো ছুটি না নিয়ে তার বদলে যদি নগদ টাকা (Service Rules) গ্রহণ করেন, তাহলে তার উপরে কর বসানো হয়। এতদিন পর্যন্ত ছুটির বদলে নগদ টাকা কোনো কর্মী অবসরের সময় নিলে সে ক্ষেত্রে ৩ লক্ষ টাকা পর্যন্ত করছাড় দেওয়া হতো। এবারের বাজেটে কেন্দ্রীয় সরকার সেই করছাড়ের উর্ধ্বসীমা বাড়িয়ে ২৫ লক্ষ টাকা পর্যন্ত করে দিয়েছে। যার ফলে সরকারী ও বেসরকারি সেক্টরে কর্মরত ব্যক্তিরা এবার থেকে অবসরের সময় কর্মজীবনের ছুটির (Service Rules) বদলে নগদ টাকা গ্রহণ করলে ২৫ লক্ষ টাকা পর্যন্ত করছাড় পাবেন। ফলে অনেকটাই উপকৃত হতে চলেছেন তারা।
বর্তমানে সবচেয়ে বেশি সস্তার মোবাইল রিচার্জ প্ল্যান কে দিচ্ছে, দেখুন তালিকা।
যদিও এবারের বাজেট নিয়ে বিরোধী রাজনৈতিক দলের তরফে একাধিক মন্তব্য (Service Rules) করা হয়েছে। বিশেষ করে ২০২৪ সালে লোকসভা নির্বাচনের আগে মোদি সরকারের পূর্ণাঙ্গ শেষ বাজেট এটি। ফলে ২০২৪ এর নির্বাচনে ফের যাতে কেন্দ্রের গদি দখলে রাখা যায়, সেই লক্ষ্যে বাজেটে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে আগেই অনুমান করা হয়েছিল। এবারের বাজেট নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাজেটে মানুষের কর্মসংস্থান এবং আর্থিক উন্নতি নিয়ে কোনো সঠিক দিশা খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন।
Reserve Bank এর নয়া সিদ্ধান্তে বড় ঝটকা, খরচ বাড়বে ব্যাংকের গ্রাহকদের, জেনে নিন বিস্তারিত।
ফলে এবারের কেন্দ্রের বাজেট আগামী দিনে দেশের আর্থিক ক্ষেত্রে কতখানি প্রভাব ফেলতে পারে, সেটাই এখন দেখার বিষয়। তবে চলতি বছরে অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) বসলে বেতন অনেকটাই বেড়ে যাবে।
Written by Rajib Ghosh.
গুরত্বপূর্ন খবর দিলে আরও ভালো hbe