Advertisement
Senior Citizen Scheme - Atal Pension Yojana (অটল পেনশন যোজনা)
Advertisement

কাজ করার ক্ষমতা যতদিন থাকে, ততদিন খুব একটা চিন্তার কারণ না থাকলেও বয়স বাড়তে (Senior Citizen Scheme) থাকলেই চিন্তাভাবনা বাড়তে থাকে। কারণ বার্ধক্যে পৌঁছে টাকার প্রয়োজন মেটানোর জন্য সেই সময়ে কর্মক্ষমতা না থাকার কারণে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। আর বয়স বাড়লেই স্বাভাবিকভাবে শারীরিক কারণে ওষুধপত্র থেকে শুরু করে বিভিন্ন সময়ে টাকার দরকার হয়ে পড়ে। আর তাই বার্ধক্যের সেই টাকার চাহিদা মেটাতেই সময় থাকতে থাকতেই পরিকল্পনা করে নেওয়া প্রয়োজন।

Advertisement

যাতে মানুষ বয়স বাড়লে সমস্যায় না পড়েন, টাকার অভাব তৈরি না হয়, অন্ততপক্ষে জীবনধারণের জন্য প্রয়োজনীয় রসদটুকু জোগাড় করে নিতে পারেন। সেই লক্ষ্যে কেন্দ্রীয় সরকার প্রকল্প চালু করেছে। এই প্রকল্পের অধীনে প্রতিমাসে ৫ হাজার টাকা পর্যন্ত পেনশন (Senior Citizen Scheme Pension) পেতে পারেন আপনি। দেশের সর্বস্তরের মানুষের জন্যই বিভিন্ন ধরনের প্রকল্প রচনা করে বাস্তবায়িত করেছে কেন্দ্রীয় সরকার। তবে এই প্রকল্পটি যথেষ্ট গুরুত্বপূর্ণ।

Advertisement

তার কারণ মানুষ বার্ধক্যে পৌঁছে যখন টাকার প্রয়োজন হবে, তখন এই প্রকল্পের মাধ্যমে প্রতিমাসে প্রায় ৫ হাজার টাকা পর্যন্ত সরাসরি তার ব্যাংক অ্যাকাউন্টে (Bank Account) পৌঁছে যাবে। যার ফলে তিনি উপকৃত হবেন। এই সরকারী পেনশন প্রকল্পের নাম ও কি কি সুবিধা পাবেন, জেনে নিন।

Advertisement

Senior Citizen Scheme – Atal Pension Yojana.

কেন্দ্রীয় সরকারের অটল পেনশন যোজনার (Atal Pension Yojana) মাধ্যমে যে কোনো মানুষ কর্মক্ষমতা থাকাকালীন একটু একটু করে সঞ্চয় করে অবসরকালীন জীবনের আর্থিক প্রয়োজনীয়তার পথ সুগম করতে পারেন। কেন্দ্রের এই অটল পেনশন যোজনা দেশের সকল মানুষের জন্যই তৈরি করা হয়েছে। যে কোনো মানুষ এই যোজনায় নিজের নাম নথিভুক্ত করে সুবিধা পেতে পারেন। এবার দেখে নেওয়া যাক অটল পেনশন যোজনা (Senior Citizen Scheme Atal Pension Yojana) সম্পর্কে বিস্তারিত:

যেকোনো ব্যক্তি ১৮ থেকে ৪০ বছর বয়সের মধ্যে হলে অটল পেনশন যোজনায় নাম নথিভুক্ত করতে পারবেন। সে ক্ষেত্রে ব্যাংক বা স্থানীয় পোস্ট অফিসে গিয়ে একটি সেভিংস অ্যাকাউন্ট খুলতে হবে। তারপরে অটল পেনশন যোজনায় নিজের নাম নথিভুক্ত করতে হবে। এই Senior Citizen Scheme প্রকল্পে কত টাকা জমালে কত টাকা পাবেন জেনে নিন।

EK24 News

Senior Citizen Scheme যোজনায় প্রতিমাসে ১৪৫৪ টাকা করে প্রিমিয়াম জমা দিলে ৬০ বছর বয়সের পর ১ হাজার টাকা থেকে শুরু করে ৫০০৯ টাকা পর্যন্ত পেনশন পেতে পারেন। তবে সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে, ১৪৫৪ টাকা প্রতি মাসে নিয়মিত জমা দিয়ে যেতে হবে। তবে নির্দিষ্ট পরিমাণ টাকা নিয়মিত জমা না করলে এবং কোনো সময়ে টাকার পরিমান কম হলে সে ক্ষেত্রে এই যোজনার অন্তর্ভুক্ত সুবিধায় কিন্তু সমস্যা হতে পারে।

Advertisement

রেশন তোলার নিয়মে বড় পরিবর্তন, আর লাগবে না আঙুলের ছাপ, বিশদে জানুন।

অটল পেনশন যোজনায় ন্যূনতম ২০ বছরের জন্য বিনিয়োগ করতে হবে।
যাতে কোনো মানুষ বৃদ্ধ বয়সে গিয়ে প্রতি মাসে একটা ন্যূনতম আর্থিক সহায়তা পেতে পারেন, সেই লক্ষ্যেই কেন্দ্রীয় সরকার এই প্রকল্প তৈরি করেছে। ভারত সরকারের এই স্কিমে নিয়মিত টাকা জমা করতে পারলেই বার্ধক্যের সময়ে টাকার চিন্তার সমস্যা অনেকটাই দূর হয়ে যাবে।
Written by Rajib Ghosh.

যা বিনিয়োগ করবেন তার 10 গুন ফেরত পাবেন, LIC এর বাম্পার পলিসি, জানলেই করতে মন চাইবে।

Advertisement
Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement