Advertisement
Science arts commerce which is better take the right decision
Advertisement

Science Arts Commerce – সিদ্ধান্ত নিতে পারছনা? কি নিয়ে পড়লে উজ্জ্বল হবে ভবিষ্যৎ, জানুন বিস্তারিত

মাধ্যমিক পরীক্ষা শেষ। রেজাল্ট বেরোবে কিছুদিনের মধ্যেই। পরীক্ষার চিন্তা যদিও বা মিটলো, কিন্তু ফল প্রকাশের পর কে কোন বিষয় (Science Arts Commerce) নিয়ে পড়বে সেটা নিয়ে চলছে পরিবার এবং বোনের সঙ্গে টানাটানি। বাবা বলছেন সায়েন্স নিয়ে পড়তে, মা বলছেন আর্টস।

Advertisement

বন্ধুরা কেউ কেউ মাঝামাঝি মানে তারা কমার্স নিয়ে পড়ার সিদ্ধান্ত নিয়েছে। কি হল! সিদ্ধান্ত নিতে পারছ না? ঘাবড়াবার কোন প্রয়োজন নেই। আমরা সব সময় আছি তোমাদের পাশে তোমাদেরকে সাহায্য করবার জন্য। সিদ্ধান্ত তোমার নিজের কিন্তু তার আগে আমাদের এই আর্টিকেলটিতে একটিবার কষ্ট করে চোখ বুলিয়ে নাও।

Advertisement

মনের কথা শোনো       

 আচ্ছা তোমার কি সাহিত্য বা বই পড়তে ভালো লাগে? চোখ বন্ধ করলেই বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র , রবি ঠাকুরের ছোটগল্প, উপন্যাসের কাহিনী চোখের সামনে ভেসে ওঠে? নাকি বাড়িতে হঠাৎ করে বিদ্যুৎ চলে গেলে, ইলেকট্রিশিয়ানের অপেক্ষা না করে নিজেই তদন্ত করে এর কারণ খুঁজে বের করে যতক্ষণ না তার নিরসন হয় ততক্ষণ চেষ্টা চালিয়ে যাওয়া। নাকি দোকান বাজার, ব্যাবসা পত্র হিসাব নিকাস এইসব ভালো লাগে? সেই জন্যেই বলি নিজেকে চেনো আগে। তোমার আগ্রহ, ঝোঁকটা বুঝে নাও। তারপর দেখবে বিভাগ নির্বাচন (Science Arts Commerce) করতে খুব একটা অসুবিধা হচ্ছে না।

 কারো দ্বারা প্রভাবিত হয়ো না

এই তুই কি নিয়ে পড়বি ভাবলি? আর্টস নিয়ে পড়বি? ভবিষ্যৎ অন্ধকার। যাঃ ! মনে মনে যাও বা সিদ্ধান্ত নিলে প্রতিবেশীর কথায় ভাটা পড়ল সিদ্ধান্তে। পাড়ার আরেক কাকু বলল, অমুক কমার্স নিয়ে পড়ে বাঙ্গালোরে মোটা টাকা মাইনের চাকরি করছে। তাহলে কি—-কমার্স নিয়ে ভর্তি হব? রোজগারের বন্দোবস্তটা তাহলে একটু পাকাপোক্ত হবে। আজকাল সরকারি চাকরির অকাল বাজার! কারো দ্বারা প্রভাবিত না হয়ে, নিজের সিদ্ধান্তে অনড় থাকো। মনে রেখো যে বিষয় (Science Arts Commerce) নিয়েই পড়না কেন, নিয়মিত অধ্যায়ন এবং পরিশ্রমই তোমাকে সাহায্য করবে সাফল্যের শিখরে পৌঁছতে।

EK24 News

 ভালোভাবে খোঁজ নাও

এখন ইন্টারনেটের যুগ। প্রায় প্রত্যেকেই তোমরা এই সুবিধা নিয়ে থাকো। তাই আগে ভালো করে জেনে বুঝে নাও কোন সম্ভাবনা (Science Arts Commerce) কোন পথে তোমার জন্য অপেক্ষা করছে। আমরা একটা সার্বিক আলোচনা করছি মাত্র।

Advertisement

 সায়েন্স নিয়ে পড়তে চাইলেঃ                 

সাইন্স নিয়ে পড়লে আমাদের প্রথম ইচ্ছে থাকে হয় ডাক্তার হব নইলে ইঞ্জিনিয়ার হব। কিন্তু এর বাইরেও যে অনেক বিভাগ আছে যেমন—গণিত, পদার্থবিদ্যা, রসায়ন শাস্ত্র ইত্যাদি নিয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে উচ্চ শিক্ষার দিকে (Science Arts Commerce) অগ্রসর হওয়া যায়, সেটা আমাদের মাথায় আসেনা।

এছাড়াও জীববিদ্যা ও উদ্ভিদবিদ্যার মতো বিষয় যা আজকের দিনে খুবই কাজে লাগার মতো বিষয়। এটিকে কেন্দ্র করেও তোমরা উচ্চ শিক্ষার পথে অগ্রসর হতে পারো। উদ্ভিদবিদ্যা বা Botany কিন্তু Indian Forest Service বা West Bengal Forest Service এর জন্য আবশ্যিক। এই পরীক্ষাগুলোতে তোমরা পরবর্তীতে এই বিষয়ে থাকলে বসতে পারবে। Science Arts Commerce

আর Botany এর পাশাপাশি যদি পরিবেশবিদ্যা থাকে তাহলে Hydrologist হিসাবে কাজ করা যায়। Hydrology মূলত জল ও তার সংরক্ষণ বিষয়ক গবেষণা। জীববিদ্যা বা biology নিয়ে পড়লে Biochemist হিসাবে কাজ করা যেতে পারে। Biology থাকলে Conservationist হিসাবে কাজ করা যেতে পারে, যেখানে মাটি, জল ইত্যাদির মতো প্রাকৃতিক উৎস নিয়ে কাজ করা যায়। ফরেন্সিক সাইন্টিস্ট এর মতো গুরুত্বপূর্ণ কাজ করার সুযোগ থাকে।

Advertisement

Food Technology এর নাম নিশ্চয়ই অনেকেই শুনেছো। উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিষয় পড়াশোনা করলে Food Technology নিয়ে সরাসরি স্নাতক স্তরে ভর্তি হওয়া যায়। তারপর যেকোন বড় খাদ্য প্রস্তুত সংস্থায় সুযোগ পাওয়া যায়। Science Arts Commerce

আরও পড়ুন,  ব্যাংকের প্রতিষ্ঠা দিবসে PNB গ্রাহকদের জন্য বিরাট সুবিধা ঘোষণা করলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক কতৃপক্ষ।

 আর্টস নিয়ে পড়তে চাইলেঃ

যারা মেধাবী নয় অর্থাৎ যারা বিদ্যালয়ের পেছনের সারির ছেলে মেয়ে শুধুমাত্র তারাই আর্টস পড়ে এমনটি ভাবার কোনো কারণ নেই। যুগ পাল্টেছে, চিন্তা ধারায়ও বদল এসেছে অনেক। আর আর্টস পড়লেই শুধু শিক্ষকতা বা অধ্যাপনার কাজই করতে হবে কোন মানে নেই। Science Arts Commerce

 ইতিহাস নিয়ে পড়লে পরবর্তীতে Archaeology বা প্রত্নতত্ত্ব এবং  Anthropology বা নৃতত্ত্ব নিয়ে পড়া যায়।  Archaeological Survey of India তে কাজ করার সুযোগ থাকে। এছাড়াও IAS এবং WBCS পরীক্ষায় ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞানের যথেষ্ট ভূমিকা রয়েছে। অনেকের ধারণা রাষ্ট্রবিজ্ঞান শুধুমাত্র রাজনীতিবিদদেরই পড়ার বিষয় কিন্তু তা ঠিক নয়। রাষ্ট্রবিজ্ঞান পড়লে ভবিষ্যতে আইন বিষয়ে পড়াশোনা তে অনেক সুবিধা হয়। Science Arts Commerce

Advertisement

এছাড়াও ভূগোল অর্থনীতির মতো বিষয় নিয়েও অনেক কাজ করা যায়। ভূগোলে স্নাতক হতে চাইলে অনেক কলেজ বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি ও গণিত প্রয়োজন হয়। তাই উচ্চ মাধ্যমিক স্তরে গণিত ও অর্থনীতি এই দুটো বিষয় রাখা খুবই জরুরি। ভূগোল নিয়ে স্নাতক হবার পরেই তুমি Cartographer হিসেবে কাজ শুরু করতে পারো। স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করার দরকার হয় না। Cartographer হলেন তারাই যারা মানচিত্র তৈরির কাজে যুক্ত থাকেন। এছাড়া স্নাতকোত্তর ডিগ্রীর পর Geographic Information System বা GIF অফিসার পদের জন্য আবেদন করা যায়।

এছাড়া আবহাওয়া দপ্তরেও কিন্তু কাজের সুযোগ আছে। অর্থনীতির ক্ষেত্রেও একই বিষয়, অর্থনীতি নিয়ে যে শুধু পড়াতেই হবে তার কোনো মানে নেই। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া(RBI) থেকে শুরু করে বড় বড় সরকারি ও বেসরকারি ব্যাঙ্কের উচ্চপদে অর্থনীতির পড়া মানুষের কদর বেশি। Science Arts Commerce

উচ্চ মাধ্যমিক স্তরে কলা বিভাগ নিয়ে পড়াশোনা করার পরবর্তীতে আইনবিদ্যা নিয়ে পড়াশোনার সুযোগ রয়েছে। আইন নিয়ে পড়ে যে শুধু ওকালতি করতে হবে তার কোনো মানে নেই। বড় Law Farm এ যোগ দিয়ে কাজ শিখে বড় বড় কোম্পানির আইনগত দিকগুলোর দেখভাল করা যায়। আর এতে করে অনেক বেশি অর্থ উপার্জনের সুযোগ থাকে।

Advertisement

 কমার্স নিয়ে পড়তে চাইলেঃ

পারিবারিক ব্যবসা সামলাতে চাও নাকি কোন বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে উচ্চপদস্থ কর্মচারী হিসেবে যোগ দিতে চাও? এইসব ক্ষেত্রে বিশেষতঃ ব্যবসা এবং বাণিজ্যিক ক্ষেত্রে পড়াশোনার জন্য তোমাকে কমার্স বিষয়টি পছন্দ করতে হবে। হোটেল ম্যানেজমেন্ট, বিজনেস ম্যানেজমেন্ট, ব্যাঙ্কিং সেক্টর, ইন্সুরেন্স সেক্টর , মার্কেটিং প্রভৃতি ক্ষেত্রে কাজ করতে চাইলে পছন্দ করতে হবে কমার্স।

Chartered accountant অথবা Cost Accountant  হতে চাইলে তোমাকে কমার্স বিষয়টি পছন্দ করতে হবে। ফিনান্স সঙ্গে থাকলে যে কোন কোম্পানির ফিনান্স অ্যানালিস্ট, সার্টিফাইড ফিনান্স প্লানার,  ফিনান্স ম্যানেজার, ফিন্যান্স কন্ট্রোলার এইসব পদে অগ্রাধিকার পাওয়া যায়। Science Arts Commerce

বি.কম করার পর যদি তুমি কোনোরকম পেশাভিত্তিক পথে এখনই যেতে না চাও তাহলে তোমার জন্য খোলা আছে এম.কম করার পথ। সিদ্ধান্ত নেওয়ার আগে সুধুমাত্র নিজের ইচ্ছে থাকলেই ছল্বে না। বড় ক্লাসের বই গুলো একটু ঘেটে দেখ, সেগুলো পারবে কিনা, কারন যে বিষয়ে তুমি দুর্বল সেই বিষয়ে না এগোনোই ভালো, প্রতিজোগিতার বাজারে Science Arts Commerce ফ্যাক্টর নয়, দক্ষতাই মূল ফ্যাক্টর।

Advertisement

মাধ্যমিকের রেজাল্ট নিয়ে বড় খবর

তাহলে আর চিন্তা কি? কিছুটা তো বলেই দিলাম (Science Arts Commerce) আর বাকি রইল তোমার সিদ্ধান্ত। শুভেচ্ছা রইল পরবর্তীতে অনেক ভালো মেধাসম্পন্ন ছাত্র-ছাত্রী  হয়ে ওঠা এবং সমাজকে আরো সুন্দর করে তোলা। এই বিষয়ে তমাদের কোনও প্রস্ন থাকলে নিচে কমেন্ট করে জানাবে। এবং এই আর্টিকেলটি বন্ধুদের শেয়ার করতে অনুরোধ রইলো।

আরও পড়ুন, মাধ্যামিকের খাতা পড়ে মাথায় হাত শিক্ষকের।

Advertisement
Advertisement
3 thoughts on “Science Arts Commerce – মাধ্যমিকের পর গ্রুপ নির্বাচন নিয়ে দ্বন্দ্ব? কোনটি তোমার জন্য উপযুক্ত জেনে নাও – most valuable decision.”
    1. Commerce বানান আগে ঠিক করে লেখ তারপর commerce নিয়ে পড়িস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement