Advertisement
WB School Reopen
Advertisement

WB School Reopen : স্কুল ড্রেস এবং লোগো নিয়ে জনস্বার্থ মামলা, রাজ্যের বক্তব্য চাইল হাইকোর্ট।

কয়েকদিন আগে একটি সরকারি নির্দেশিকা অনুযায়ী বলা হয়েছিল, রাজ্যের প্রি-প্রাথমিক থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত (WB School Reopen) ছাত্ররা পরবে সাদা জামা ও নেভি-ব্লু প্যান্ট। ছাত্রীরা পরবে নেভি ব্লু ফ্রক, এছাড়াও স্যালোয়ার কামিজের সঙ্গে সাদা শার্ট। পড়ুয়াদের পোশাকের পকেটে বিশ্ব বাংলা লোগো দেখা দেখা যাবে। তবে এবার এই সিদ্ধান্তের বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিচারপতি শ্রীবাস্তবের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চের তরফ থেকে কি আদেশ দেওয়া হলো?

Advertisement

প্রসঙ্গত, গত ১৬ মার্চ পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি, আধা সরকারি বা সরকারি অনুদানপ্রাপ্ত স্কুলের পড়ুয়াদের একই রকম স্কুল ড্রেস থাকবে। সংবাদ মাধ্যম সূত্রে খবর, এর প্রেক্ষিতে মামলাকারী সৌমেন হালদার বিজ্ঞপ্তির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ চেয়েছেন। WB School Reopen

Advertisement

তিনি এও বলেন, স্কুল ইউনিফর্ম দিয়ে স্কুলের পড়ুয়াদের স্কুল চিহ্নিত করা সম্ভব। সকলের ইউনিফর্ম একই রকম হলে, সেই সুযোগ আর থাকবে না। একই রংয়ের স্কুল ইউনিফর্ম ও লোগো লাগানোর উদ্যোগ একপ্রকার রাজনৈতিক চমক। আজ (মঙ্গলবার) এর ভিত্তিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ রাজ্যের জবাব চাইল। WB School Reopen

Advertisement

উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশের সময় বদলে গেল

কি বলা হয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফে?
মামলাকারীর বয়ানের পরিপ্রেক্ষিতে রাজ্যকে চার সপ্তাহের মধ্যে বক্তব্য পেশ করতে বলেছে বেঞ্চ। তাছাড়া মামলাকারীকে নির্দেশ দেওয়া হয়েছে দু’ সপ্তাহের মধ্যে রাজ্যের বক্তব্যের প্রেক্ষিতে পাল্টা বক্তব্য পেশ করতে। মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১ আগস্ট। WB School Reopen

স্কুল ইউনিফর্ম সরবরাহের দায়িত্ব কাকে দেওয়া হয়েছে?
সংবাদ মাধ্যম সূত্রে খবর, স্কুল ইউনিফর্ম সরবরাহের বিষয়টি জেলাশাসকদের দেখতে বলা হয়েছে। এমএসএমই ও বস্ত্র দপ্তরকে ইউনিফর্ম সরবরাহের দায়িত্ব দেওয়া হয়েছে। তবে সরাসরি এই ইউনিফর্ম বানাবে না এই দপ্তর। এই কাজের জন্য তাদের তরফে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাকে ইউনিফর্ম বানানোর দায়িত্ব দেওয়া হবে। WB School Reopen

EK24 News

বিজ্ঞপ্তি অনুসারে, স্কুল পড়ুয়াদের ব্যাগ ও জুতোও এইসব সংস্থার দাঁড়াই তৈরি হবে। এমনকি রাজ্য সরকারের তরফ থেকে পড়ুয়াদের যে স্কুল ব্যাগ দেওয়া হবে তাতেও থাকবে এই লোগো।
এই সংক্রান্ত অন্যান্য খবরের আপডেট পেতে হলে এই ওয়েবসাইটটি ফলো করতে ভুলবেন না। WB School Reopen
Written by Manika Basak

Advertisement

তবে কি মার্কিন যুক্তরাষ্ট্রে নোটের আদলে ছাপা হবে ভারতীয় নোট? বিশদে জানুন

Advertisement
Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement