Advertisement
Scholarship 2022West Bengal
Advertisement

Scholarship 2022 – শুরু হয়ে গেল এ বছরের স্কলারশিপ প্রোগ্রাম

উচ্চশিক্ষায় পড়ুয়াদের উৎসাহ দিতে চালু হয়েছে স্কলারশিপ প্রোগ্রাম। বিশেষ করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পড়ুয়ারা এই স্কলারশিপের মাধ্যমে বড় অংকের টাকা পেতে পারেন। অনেকেই এই স্কলারশীপ সম্পর্কে জানে না। তাই এক নজরে দেখে নেওয়া যাক।

Advertisement

স্কলারশিপ বা বৃত্তি (Scholarship 2022) হল ছাত্রজীবনে পাওয়া একটি শ্রেষ্ঠ উপহারের মতো। আমাদের দেশ হল একটি উন্নয়নশীল দেশ। যেখানে অনেক পরিবারের সন্তানরা অনেক সময় যেমন পরিবারের সদস্যদের পাশে দাঁড়াতে কখনও স্কুলছুট বা স্কুল পাশ করার পরেও আর পড়ার সুযোগ পান না।

Advertisement

তেমনই অনেকে আছেন যারা অর্থের অভাবে নিজের পছন্দ মতো বিষয় নিয়ে বা নির্দিষ্ট কোনো লাইন নিয়ে পড়াশোনা করতে পারেন না। তাদের কাছে স্কলারশিপ নিঃসন্দেহে একটি আশীর্বাদের চেয়ে কম কিছু নয়। আসুন তাহলে জেনে নেওয়া যাক এবছরে কবে থেকে শুরু হচ্ছে স্কলারশিপের ফর্ম ফিলাপ।

Advertisement

১) স্বামী বিবেকানন্দ মেরিট-কাম মিন্স স্কলারশিপ (Scholarship 2022)-
পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এই রাজ্যে বসবাসকারী পিছিয়ে পড়া অথচ মেরিটোরিয়াস ছাত্র-ছাত্রীরা যাতে এই রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করতে পারে তাই এই স্কলারশিপ প্রোগ্রাম চালু করা হয়েছে। স্কুল ছাত্রদের জন্য এই স্কলারশিপ সবচেয়ে উপযোগী।

শিক্ষাগত যোগ্যতা-
মাধ্যমিক পাশের পর ছাত্র-ছাত্রীরা এতে আবেদন করা শুরু করতে পারবেন। তবে থাকতে হবে ৬০ শতাংশ নম্বর। এরপর ডিপ্লোমা, স্নাতক এবং স্নাতকোত্তর (দুটি ক্ষেত্রেই ইঞ্জিনিয়ারিং, মেডিকেলে), এমফিল, পিএইচডি কোর্সে আবেদন করা যাবে। এছাড়া প্রতি বছর নির্দিষ্ট পরিমাণ প্রাপ্ত নম্বর থাকলে করা যাবে রিনিউয়াল আবেদনও।

EK24 News

স্কলারশিপে প্রাপ্ত অর্থের পরিমাণ-
আবেদনের পর যোগ্য প্রার্থীরা প্রতিমাসে নূন্যতম ১০০০ টাকা থেকে ৮০০০ টাকা পর্যন্ত পেতে পারেন।
আবেদন পদ্ধতি (Scholarship 2022)
ইচ্ছুক আবেদনকারীরা শুধুমাত্র অনলাইনের মাধ্যমেই এই স্কলারশিপটির জন্য আবেদন করতে পারবেন।
অফিসিয়াল ওয়েবসাইট-
https://svmcm.wbhed.gov.in/page/about.php

Advertisement

২) জওহরলাল নেহরু মেমোরিয়াল ফান্ড স্কলারশিপ ২০২২ (Scholarship 2022)-
জওহরলাল নেহরু মেমোরিয়াল ফান্ডের একটি উদ্যোগে জওহরলাল নেহরু মেমোরিয়াল ফান্ড স্কলারশিপ ২০২২ এর আয়োজন করা হয়। যার দ্বারা ভারতীয় নাগরিকদের পাশাপাশি অন্যান্য এশিয়া মহাদেশের অন্তর্গত দেশগুলির নাগরিকরাও ভারতে পিএইচডি (Ph.D) লেভেলে লেখাপড়ার ক্ষেত্রে সাহায্য পেতে পারেন।

আবেদনকারীর বয়সসীমা-
স্কলারশিপে আবেদনের জন্য আবেদনকারীদের অবশ্যই ৩৫ বছরের কম বয়সী হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা-
স্নাতক এবং স্নাতকোত্তর দুটি ক্ষেত্রেই ন্যূনতম ৬০ শতাংশ নম্বর সহ পাশ করা থাকতে হবে এবং স্নাতকোত্তরে ফার্স্ট ক্লাস ডিগ্রি থাকতে হবে। ইতিমধ্যেই দেশের একটি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে পিএইচডি এর জন্য রেজিস্টার বা ভর্তি করা শুরু হয়েছে। পূর্ণ-সময়ের পিএইচডি স্কলার প্রার্থীরাও এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন।

স্কলারশিপে প্রাপ্ত অর্থের পরিমাণ (Scholarship 2022)
যোগ্য প্রার্থীরা প্রতি মাসে ১৮ হাজার টাকা পর্যন্ত পেতে পারেন। আরও থাকছে অন্যান্য সুবিধা।
আবেদনের শেষ তারিখ-
আবেদনকারীরা ৩১ মে, ২০২২ তারিখ পর্যন্ত এটিতে আবেদন করতে পারবেন।

Advertisement

আবেদন পদ্ধতি-
স্কলারশিপটির জন্য অফলাইনে আবেদন করতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা-
প্রশাসনিক সচিব, জওহরলাল নেহরু মেমোরিয়াল ফান্ড, তিন মূর্তি হাউস, নিউ দিল্লি -110011.
অফিসিয়াল ওয়েবসাইট-
http://www.jnmf.in/sform.html

৩) অধ্যাপক জয় কৃষ্ণ এবং অধ্যাপক এসএন মিত্র মেমোরিয়াল অ্যাওয়ার্ডস ২০২২ (Scholarship 2022)-
ইন্ডিয়ান ন্যাশনাল একাডেমি অফ ইঞ্জিনিয়ারিং (INAE) এর একটি উদ্যোগে প্রফেসর জয় কৃষ্ণ এবং প্রফেসর এস এন মিত্র মেমোরিয়াল অ্যাওয়ার্ডস ২০২২ এর আয়োজন করা হয়েছে বিশিষ্ট ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী এবং প্রযুক্তিবিদদের উদ্দেশ্যে।

শিক্ষাগত যোগ্যতা-
সমস্ত ভারতীয় নাগরিক যারা বিশিষ্ট প্রকৌশলী, প্রকৌশলী বিজ্ঞানী বা উচ্চ কৃতিত্বের এবং অবস্থানের প্রযুক্তিবিদ এবং ভারতীয় প্রকৌশল ও প্রযুক্তিতে অনেক অবদান রেখেছেন এবং প্রকৌশল সম্প্রদায়ে উচ্চ স্তরের বিশিষ্টতা এবং সম্মান অর্জন করেছেন তারা সকলেই এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আবেদনকারীদের INAE গভর্নিং কাউন্সিলের সদস্য হওয়ার প্রয়োজন হবে না।

Advertisement

স্কলারশিপে প্রাপ্ত অর্থের পরিমাণ-
যোগ্য প্রার্থীরা ভারতীয় কারেন্সি অনুযায়ী নগদ ২ লক্ষ টাকার সঙ্গে একটি প্রশংসাপত্র পাবেন।
আবেদনের শেষ তারিখ (Scholarship 2022)
আবেদনকারীরা ১৫ মে, ২০২২ তারিখ পর্যন্ত এটিতে আবেদন করতে পারবেন।

আবেদন পদ্ধতি-
ইচ্ছুক আবেদনকারীরা শুধুমাত্র অনলাইনের মাধ্যমেই এই স্কলারশিপটির জন্য আবেদন করতে পারবেন।
অফিসিয়াল ওয়েবসাইট-
https://www.inae.in/professor-jai-krishna-and-professor-sn-mitra-memorial-awards/

৪) নার্সিং স্কলারশিপ, সাসাকাওয়া ইন্ডিয়া লেপ্রসি ফাউন্ডেশন ২০২২-২৩ (Scholarship 2022)-
সাসাকাওয়া-ইন্ডিয়া লেপ্রসি ফাউন্ডেশন (S-ILF) দ্বারা একটি উদ্যোগে নার্সিং স্কলারশিপ, সাসাকাওয়া ইন্ডিয়া লেপ্রসি ফাউন্ডেশন ২০২২-২৩ হয়েছে। কুষ্ঠরোগী থাকে এমন জায়গায় থাকে বা এমন প্রার্থী বা তাঁর মা-বাবার কেউ একজন কুষ্ঠরোগে আক্রান্ত হয়েছেন, সেই সমস্ত ছাত্র-ছাত্রীদের জন্য যারা উচ্চ শিক্ষা গ্রহণ করতে চায়, তাদের আর্থিক সাহায্য করে থাকে।

Advertisement

মাসে মাসে রিচার্জ না করে এই প্লানে রিচার্জ করুন, অর্ধেক দামে ডবল সুবিধা পাবেন।

আবেদনকারীর বয়সসীমা-
এই স্কলারশিপে আবেদনের জন্য প্রার্থীদের অবশ্যই ১৭ বছরের কম বয়সী হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা-
বিএসসি নার্সিং (বেসিক) এবং জিএনএম ডিগ্রি অর্জন করতে চান এমন প্রার্থীরা এতে আবেদন করতে পারবেন।
স্কলারশিপে পাওয়া যাবে-
বিভিন্ন রকমের সহায়তা (Scholarship 2022)

আবেদনের শেষ তারিখ-
আবেদনকারীরা ১৫ জুন, ২০২২ তারিখ পর্যন্ত এটিতে আবেদন করতে পারবেন।
আবেদন পদ্ধতি-
ইচ্ছুক আবেদনকারীরা শুধুমাত্র অনলাইনের মাধ্যমেই এই স্কলারশিপটির জন্য আবেদন করতে পারবেন।
অফিসিয়াল ওয়েবসাইট-
http://scholarship.silf.in/

শিক্ষা সংক্রান্ত আরও নতুন আপডেট পেতে ফলো করতে ভুলবেন না এই ওয়েব পোর্টালটি।
Written by Manisha Basak.

Advertisement

আরও পড়ুন, মে মাসে 11 দিন ছুটি থাকছে ব্যাংক, ব্যাঙ্কে যাওয়ায় আগে দেখে নিন।

Advertisement
Advertisement
3 thoughts on “Scholarship 2022 – মাধ্যমিক উচ্চমাধ্যমিক পাশ করলেই পাবে এই স্কলারশিপ, সবার আগে জেনে নাও.”
  1. আসসালামুয়ালাইকুম আমি একজন কৃষক আমার পরিবারে কুব অসান্থি মনে হয়না এই ঈদে আর কাপড কিনথে পারবো না দয়া করে আমাকে এবং আমার পরিবার কে কিছু টাকা দিয়ে সাহাজ্জ করতেন আমার বিকাশ নাম্বার 01879312665

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement