Advertisement
SBI New Scheme interest Rate 2022
Advertisement

SBI New Scheme – ষ্টেট ব্যাংকের মাধ্যমে চোখের নিমিষে টাকা ডবল করুন।

আগের মাসেই ষ্টেট ব্যাংক বা SBI তে সুদের হার পরিবর্তন হয়েছে। তাই বর্তমানে কোন প্রকল্পে টাকা রাখলে সবচেয়ে বেশি সুদ পাবেন, আর টাকা ডবল করতে কোন স্কীম বেশি শ্রেয়, এক নজরে দেখে নেওয়া যাক।

Advertisement

বহু পরিশ্রম করে উপার্জন করেন অধিকাংশ মানুষ। কিন্তু সেই উপার্জন করা টাকা এই মুহূর্তে ব্যাংক বা পোস্ট অফিস, কোথাও বিনিয়োগ করলেই সেই অর্থে লাভ তুলতে পারেন না। দেশজুড়ে আর্থিক মন্দার জন্য জিডিপি (GDP) একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে।

Advertisement

কেন্দ্রীয় সরকার একাধিকবার দেশের অর্থনৈতিক পরিস্থিতিকে ঘুরে দাঁড় করানোর লক্ষ্যে চেষ্টা চালানোর কথা বললেও এখনো পর্যন্ত সেই পরিস্থিতি স্বাভাবিক হয় নি। দেশজুড়ে একদিকে আর্থিক মন্দা, কর্মসংস্থানের অভাব, তার উপরে নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি, দিনের পর দিন সাধারন মানুষের এর বিরুদ্ধে লড়াই করতে করতে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে।

Advertisement

এর থেকে পরিত্রাণের কি উপায় তা খুঁজে পাওয়া যাচ্ছে না। দেশের সরকারের পক্ষ থেকেও সঠিক অর্থে কোনো রকম পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। তবুও এর মধ্যে দেশের অর্থনীতিকে ঘুরে দাঁড় করানোর লক্ষ্যে দেশবাসীরাই একটু একটু করে লড়াই করছেন।

লটারি কাটার সময় মেনে চলুন এই নীতি, জিত নিশ্চিত

যখন এরকম একটা পরিস্থিতি, ঠিক সেই সময়ে দেশের বৃহত্তম ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (State Bank of India) এমন একটি চমকদার স্কিম নিয়ে এসেছে, যেখানে অল্প সময়ের মধ্যেই আপনার টাকা দ্বিগুণ হয়ে যেতে পারে। এই মুহূর্তে এরকম ধরনের কোনো বিনিয়োগের স্কিম(Investment Scheme) খুব একটা পাওয়া যায় না। এবার জেনে নেওয়া যাক, SBI- এর এই Scheme সম্বন্ধে বিস্তারিত।

EK24 News

SBI- এর এই নতুন স্কিমে প্রবীণ নাগরিকেরা যদি 1000 দিনের জন্য টাকা রাখতে পারেন, তাহলে এই জমা টাকার উপরে 6.10 শতাংশ হারে সুদ পাবেন। আজাদির অমৃত মহোৎসব উপলক্ষে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে এই ধামাকা অফারটি দেওয়া হয়েছে। এই অফারটি চালু হয়েছে 15 ই আগস্ট 2022 তারিখ থেকে,চলবে 30 সেপ্টেম্বর পর্যন্ত। তবে খুবই অল্প সময়ের জন্য এই অফারটি দিয়েছে SBI.

Advertisement

যদি অল্প সময়ের মধ্যে আপনার টাকা ডবল করতে চান, তাহলে এই স্কিমটি আপনার জন্য উপযুক্ত। SBI- এর বিভিন্ন ধরনের Scheme রয়েছে। তবে যারা বর্তমান সময়ে খুবই কম মেয়াদের মধ্যে বিনিয়োগ করা টাকা দ্বিগুণ করতে চান, তারা এক্ষুনি SBI- এর নিকটবর্তী শাখায় গিয়ে এই স্কিমে টাকা বিনিয়োগ করতে পারেন।
Written By Rajib Ghosh.

আগামীকাল থেকে বদলে যাচ্ছে ব্যাংকের নিয়ম, জরিমানা এড়াতে এক্ষুনি দেখুন।

Advertisement
Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement