Advertisement
SBI Net Banking Rules 2022
Advertisement

SBI Net Banking – বদলে গেলো ষ্টেট ব্যাংকে টাকা জমা ও তোলার নিয়ম।

ষ্টেট ব্যাংকের সমস্ত গ্রাহকদের জন্য টাকা জমা ও তোলার ক্ষেত্রে আজ থেকে নতুন নিয়ম (SBI Net Banking) চালু হলো। আপনার যদি এই ব্যাংকে একাউন্ট থেকে থাকে তবে, পুরো প্রতিবেদনটি পড়ুন।

Advertisement

ভারতের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ভারতীয় স্টেট ব্যাংক।‌ এর গ্ৰাহক সংখ্যাও অনেকটা বেশি। মাঝেমধ্যেই গ্ৰাহকদের কথা ভেবে নতুন নতুন কিছু পরিষেবা (SBI Net Banking) নিয়ে আসে ভারতীয় স্টেট ব্যাঙ্ক। তবে এবার চিরাচরিত নিয়মে বড়সড় বদল আনতে চলেছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া।

Advertisement

এবার থেকে গ্ৰাহকদের টাকা জমা দেওয়ার ক্ষেত্রে এই নতুন নিয়ম (SBI Net Banking) মানতে হবে। তাই আপনার বা আপনার পরিবারের কারও যদি স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, তাহলে এই প্রতিবেদনটি শেষ অবধি পড়ুন।

Advertisement

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফে যে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে টাকা জমা দেওয়ার সময় (SBI Net Banking) গ্রাহকদের কাছে Green Card থাকা বাধ্যতামূলক।

কী এই গ্ৰিন কার্ড?
এটি স্টেট ব্যাংকের গ্ৰাহকদের জন্য তৈরি এমন একটি কার্ড যা ছাড়া টাকা পয়সার লেনদেন করা যাবে না। এই কার্ড না থাকলে কেউই আর টাকা জমা করতে পারবেন না। তাই আজই আপনার ব্রাঞ্চে গিয়ে তৈরি করে নিন SBI এর এই নতুন Green Card.

EK24 News

পশ্চিমবঙ্গের 2 লক্ষ যুবক যুবতীদের মোটর সাইকেল দেবে সরকার, অনলাইনে আবেদন করতে ক্লিক করুন, Apply online.

এই গ্ৰিন কার্ড কাজে একেবারে ক্রেডিট এবং ডেবিট কার্ডের মতোই। মেশিনে সোয়াইপ করলেই ফুটে উঠবে গ্রাহকের সম্পূর্ন তথ্য। ফলে ব্যাংকের কর্মচারী স্ক্রিনে তা দেখে খুব সহজেই টাকা জমা (SBI Net Banking) নিতে পারবেন।

Advertisement

উল্লেখ্য, এই কার্ড তৈরির জন্য আপনাকে ২০ টাকা ব্যয় করতে হবে। যদি কোনো গ্ৰাহকের কাছে SBI এর Green Card না থাকে তবে তিনি যেকোনো ATM Deposit গুলিতে গিয়ে ডেবিট কার্ডের মাধ্যমে টাকা জমা করতে পারবেন।

ব্যাংক সুত্রে জানা যাচ্ছে, যাদের ATM Card রয়েছে তারা গ্রিন কার্ড ছাড়াও টাকা জমা করতে পারবেন। তবে আগের নিয়ম অনুযায়ী সেভিংস এ ডিপজিটাল দিয়ে টাকা জমার ক্ষেত্রে বিধি নিষেধ থাকছে।
Written by Rupa Dutta.

জব্বর খবর! এই পুরনো নোট বিক্রি করে রাতারাতি হয়ে যান লাখ লাখ টাকার মালিক।

Advertisement
Advertisement
3 thoughts on “SBI Net Banking – ষ্টেট ব্যাংকে নিজের টাকা জমা দিতেও এবার মানতে হবে এই নিয়ম।”
  1. I am got extra land for installation of ATM counter in the sub main road at Nabarunpalli, SP M mukherjee Road. Just 1km from Sodepur Rly.Station.
    There is no other ATM counter nearby.

    Please forward this massage to concerned Authority.

  2. I like to add also that aforesaid land is situated at the road , easily passable by Cars, Vans Autos, Toto’s etc regularly.
    Please inform this additional massage to the concerned authority of SBI.
    Thanks.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement