Advertisement
SBI Deposit Schemes - SBI Amrit Kalash Deposit Scheme (ষ্টেট ব্যাংকে সুদের হার)
Advertisement

SBI এর থেকে মোটা টাকা পেতে এখনই SBI Deposit Schemes বা স্টেট ব্যাঙ্কের এই স্কীম বা স্টেট ব্যাংকের সুদের হার সম্পর্কে জেনে নিয়ে তারপর টাকা রাখুন ব্যাংকে।
দেশের বৃহত্তম সরকারি ব্যাংক হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। অন্যান্য ব্যাংকের চেয়ে তুলনামূলক ভাবে এসবিআইতে ফিক্সড ডিপোজিটে সুদের হার বেশি দেওয়া হয়ে থাকে। এবার আরও একটি দুর্দান্ত ফিক্সড ডিপোজিট স্কিম নিয়ে এলো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই নয়া এফডিতে এতে ৭ শতাংশেরও বেশি হারে সুদ দেবে ব্যাংক।

Advertisement

SBI Deposit Schemes – SBI Amrit Kalash Deposit Scheme.

স্টেট ব্যাঙ্কের এই নয়া ফিক্সড ডিপোজিট স্কিমের নাম হল ‘অমৃত কলস ডিপোজিট স্কিম’ (SBI Amrit Kalash Deposit Scheme). এই স্কিমে টাকা রাখলে সাধারণ গ্রাহকরা ৭ শতাংশেরও বেশি সুদ পাবেন। প্রবীণ নাগরিকদের প্রাপ্ত সুদের হার অবশ্য আরেকটু বেশি হবে।
অমৃত কলস স্কিমের অধীনে যেসব গ্রাহকরা বিনিয়োগ করবেন, স্টেট ব্যাঙ্ক সেই সব গ্রাহকদের ৭.১০ শতাংশ হারে সুদ দেবে।

Advertisement

পাশাপাশি, প্রবীণ নাগরিকরা এই SBI Deposit Schemes স্কিমের আওতায় ৭ দশমিক ৬০ শতাংশ হারে সুদ পাবেন।
ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত গ্রাহকরা অমৃত কলস ডিপোজিট স্কিমে টাকা রাখতে পারবেন। এই স্কিমে টাকা রাখার জন্য আবেদন শুরু হয়েছিল ১৫ ফেব্রুয়ারি, ২০২৩ থেকে।
এই নতুন স্কিম ৪০০ দিনের মধ্যে ম্যাচিওর করবে, অর্থাৎ, আপনাকে এই স্কিমের অধীনে ৪০০ দিনের জন্য বিনিয়োগ করতে হবে।

Advertisement

যদি সাধারণ গ্রাহকরা এই স্কিমের অধীনে ১ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে তাঁরা সুদ হিসাবে বার্ষিক ৮,০১৭ টাকা পাবেন। অন্যদিকে, প্রবীণ নাগরিকরা সুদ হিসাবে ব্যাঙ্কের তরফে পাবেন ৮,৬০০ টাকা৷
প্রসঙ্গত, স্টেট ব্যাঙ্ক এফডিতে সুদের হার বাড়িয়েছে ফেব্রুয়ারি মাসে। বর্তমানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ২ কোটি টাকার কম স্থায়ী আমানতে সুদের হার ৫ বেসিস পয়েন্ট থেকে বাড়িয়ে ২৫ বেসিস পয়েন্ট করেছে।

LIC Policy Discontinued for LIC Customer (এলআইসি পলিসি)

স্টেট ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, SBI Deposit Schemes এর এই নতুন সুদের হার ১৫ ফেব্রুয়ারি ২০২৩ থেকে প্রযোজ্য হবে৷ তবে আগামী ৩১ শে জানিয়ারীর পর এই স্কীম থাকবে কিনা সেটা নিয়ে সন্দেহ রয়েছে, তাই দেরি না করে আজই এই SBI Deposit Schemes স্কীমে টাকা রাখতে পারেন। স্টেট ব্যাঙ্ক দুই বছর থেকে তিন বছরের মধ্যে এফডি-তে সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়েছে। বর্তমান সুদের হার ৬ দশমিক ৭৫ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৭ শতাংশে।

EK24 News

সাধারণ মানুষের জন্য বিরাট স্বস্তি, রান্নার গ্যাসের দাম কমলো।

বর্তমানে, স্টেট ব্যাঙ্কে ১০ বছরের FD-তে কত সুদ পাওয়া যাবে?
এসবিআই সুদের হার ৩ বছর থেকে ১০ বছরের এফডিতে ৬.২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৬.৫০ শতাংশ করেছে।
৭ থেকে ৪৫ দিন মেয়াদী এফডি-তে ৩ শতাংশ হারে সুদ পাওয়া যাবে৷ ৪৬ থেকে ১৭৯ দিনের এফডি-এর জন্য নতুন সুদের হার হয়েছে ৪.০৫ শতাংশ।
এদিকে ১৮০-২১০ দিনের এফডিতে সুদের হার দাঁড়িয়েছে ৫.২৫ শতাংশ৷ এছাড়া ২১১ দিন থেকে ১ বছরের কম সময়ের SBI Deposit Schemes তে এখন বার্ষিক ৫.৭৫ শতাংশ হারে সুদ মিলছে স্টেট ব্যাঙ্কের তরফে।
Written by Antara Banerjee.

Advertisement
Advertisement
Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement