Advertisement
SBI ATM Card Charges (স্টেট ব্যাংক এটিএম)
Advertisement

কিভাবে জানবেন আপনার SBI অ্যাকাউন্ট থেকে কাটা হয়েছে কিনা?

দেশে ভারতীয় রিজার্ভ ব্যাংক বা RBI এর পরেই স্থান রয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা SBI এর। সেই হিসেবে গ্রাহক সংখ্যাও কম নয়। গ্রাহকদের উদ্দেশ্যে নানা ধরণের সুবিধা প্রদানের সঙ্গে সঙ্গে ব্যাংকের তরফে টাকা লেনদেনের বিষয়ে (ATM Card ব্যবহার, QR Code Scan ইত্যাদি) বারংবার সতর্কও করা হয়। তবে এবার নয়া প্রশ্নের সমুখীন গ্রাহকেরা। চলতি বছরে SBI অ্যাকাউন্ট হোল্ডারদের অ্যাকাউন্ট থেকে চার্জ কেটে নেওয়া হবে৷ অনেক গ্রাহকই এর কারণ জানেন না, তাই দুশ্চিন্তা করেন। কিংবা সংশ্লিষ্ট ব্যাংকের শাখায় গিয়ে উপস্থিত হন।

Advertisement

সম্প্রতি জানা গিয়েছে, SBI গ্রাহকদের সেভিংস অ্যাকাউন্ট থেকে ২০৬.৫ টাকা কেটে নেওয়া হচ্ছে। কারো কারো আরও বেশি টাকা কাটা হচ্ছে। সকল সাধারণ মানুষই নিজেদের পরিশ্রমের টাকা ভবিষ্যতের জন্য সঞ্চয় করে থাকেন। সেই টাকা যদি কেটে নেওয়া হয় তাহলে দুশ্চিন্তা হওয়ারই কথা। যদিও এই দুশ্চিন্তার কোনো কারণ নেই। এই চার্জ প্রতি বছরই কাটা হয় এটিএম বা ডেবিট কার্ড ব্যবহারের জন্য। আসলে স্টেট ব্যাংকের যুবা, গোল্ড, মাই কোড ডেবিট/ এটিএম কার্ড থাকলে বছরে নির্দিষ্ট অংকের চার্জ কাটা হবে। এবার যাদের এলিট গ্রুপের ডেবিট কার্ড বা আন্তর্জাতিক ডেবিট কার্ড তাদের প্রায় ৫০০ টাকা কাটা হচ্ছে।

Advertisement

কত টাকা SBI ATM Card চার্জ লাগবে?

স্টেট ব্যাংকের যুবা, গোল্ড, মাই কোড ডেবিট/ এটিএম কার্ড থাকলে বছরে সাধারণত বার্ষিক ফি হিসেবে ১৭৫ টাকা কাটা হয়ে থাকে। তার সঙ্গে ১৮% জিএসটি যুক্ত হয়ে থাকে। তাহলে ৩১.৫ টাকা অতিরিক্ত দিতে হয়। অর্থাৎ ব্যক্তির সেভিংস অ্যাকাউন্ট থেকে ২০৬.৫ টাকা চার্জ কাটা হয়। যাদের আন্তর্জাতিক লেনদেন যোগ্য কার্ড রয়েছে তাদের ক্ষেত্রে GST যোগ করে ৪৯৯ টাকা চার্জ পড়ে।
অনেক গ্রাহকই কেন এই টাকা কাটা হয়েছে, তা না জেনে উদ্বিগ্ন হয়ে সমস্ত প্রয়োজনীয় কাজ ছেড়ে ছোটেন ব্যাংকের শাখায়। তাই তাদের সুবিধার্থে এই প্রতিবেদন। অবশ্য যাদের এই ধরণের কোনো কার্ড নেই তাদের চার্জ কাটা হবে না। আর ব্যাংক থেকে ভুলবশত টাকা কাটার সম্ভাবনা খুবই কম। তাই নিশ্চিন্তে থাকুন। তবে অনলাইন ফ্রড থেকে সাবধান।

Advertisement
Aadhaar Seva Kendra Aadhaar Enrolment Center Near Me (আধার সেবা কেন্দ্র)

বর্তমানে অনলাইনের সুবিধা রয়েছে, যার মাধ্যমে বাড়িতে বসেই নিমেষে সকল কাজ করে ফেলা সম্ভব। আপনার অ্যাকাউন্ট থেকে এই অঙ্কের টাকা কাটা হয়েছে কিনা, সেটাও চেক করতে পারবেন মাত্র ৫ মিনিটেই। তার জন্য SBI এর নিজস্ব মোবাইল অ্যাপ ওপেন করতে হবে। অ্যাপের নামঃ yono.
মোবাইল না থাকলে Google playstore থেকে ডাউনলোড করে নির্দিষ্ট নিয়ম মেনে অ্যাপ ওপেন করতে হবে। তাহলেই দেখা যাবে অ্যাকাউন্টে কত টাকা রয়েছে। কোনো লেনদেন হয়েছে কিনা ইত্যাদি বিষয়গুলি।
এই সংক্রান্ত খবরের নতুন আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।

আরও পড়ুন, এবারে নতুন প্রকল্প চালু করল সরকার, বিশেষ সুবিধা পাবেন গরীব মানুষেরা। বিস্তারিত জেনে রাখুন।

Advertisement
Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement