SBI গ্রাহকদের মাথায় হাত। 31শে মার্চ থেকে বন্ধ হয়ে যাচ্ছে এই 4টি পরিষেবা। আর ফ্রি নয়। সময় থাকতে করে নিন।

গ্রাহকদের জন্য বড় দুঃসংবাদ দিল SBI (State Bank Of India). দেশের মধ্যে সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক হল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। বেশিরভাগ মানুষেরই একাউন্ট রয়েছে এই ব্যাংকে। অনেকেই এখানে সাধারণ সেভিংস একাউন্ট (SBI Savings Account) থেকে শুরু করে ফিক্সড ডিপোজিট (Fixed Deposit), এম আই এস (MIS) এবং অন্যান্য ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প গুলিতে বিনিয়োগ করে থাকেন। এছাড়াও SBI Home Loan, Car Loan, SBI Personal Loan বেশ জনপ্রিয়। সেই সমস্ত বিনিয়োগকারীদের বেশ কিছু সুযোগ সুবিধা বন্ধ হয়ে যেতে চলেছে খুব শীঘ্রই।

Advertisement

New SBI Rules For All Customers.

এই ব্যাপারে সতর্ক করেছে SBI. চলতি মার্চ মাসে এই বিষয়ে একটি বিজ্ঞপ্তিও জারি করেছে তারা। ৪ টি বিশেষ ক্ষেত্রে সমস্ত সুবিধা বন্ধ করে দেওয়া হচ্ছে 31 শে মার্চ ২০২৪ থেকে। এপ্রিল মাস পড়তে না পড়তেই নতুন নিয়ম চালু হবে এই সব ক্ষেত্রে। এর মাধ্যমে গ্রাহকরা কি আরো লাভ পাবেন, না তাদের ক্ষতি হবে? কি বলছে ব্যাংক। আগের থেকে জেনে নিয়ে তবেই আপনারা সতর্ক হন।

Advertisement

SBI Will Close 4 Benefits from 31 March

প্রতিবছর মার্চ মাসে ব্যাংকের Year Ending হয়। আর এই বছর Year Ending এর মাসে চারটি ক্ষেত্রে নতুন নিয়মের ঘোষণা করল ব্যাংক যে গুলি চালু হতে চলেছে এপ্রিল মাস থেকে। এই নিয়ম গুলি প্রধানত বিভিন্ন ক্ষুদ্র ও মাঝারি সঞ্চয় প্রকল্প গুলির জন্য। যারা যারা এই সমস্ত ক্ষেত্রে বিনিয়োগ করেন তাদের ওপর চরম প্রভাব পড়তে চলেছে এর মাধ্যমে। কারণ এক্ষেত্রে সেই সমস্ত প্রকল্প গুলিতে এবার থেকে বাড়তে সুদ দেওয়া বন্ধ করবে বলে জানিয়েছে SBI. ৩১ মার্চেই শেষ হতে চলেছে এই সকল সুবিধার মেয়াদ। কোন কোন চারটি ক্ষেত্র?

SBI Amrit Kalash Scheme 2024

এসবিআই ৪০০ দিনের অমৃত কলস ফিক্সড ডিপোজিট স্কিমের মাধ্যমে সাধারণ নাগরিকরা পেতেন ৭.১০ শতাংশ এবং প্রবীণ নাগরিকরা পেতেন ৭.৬০% সুদ। ৩১ শে মার্চ থেকে অতিরিক্ত সুদ বন্ধ করতে চলেছে স্টেট ব্যাংক এই প্রকল্পে। এর আগে ৩১ শে ডিসেম্বর ২০২৩ পর্যন্ত চূড়ান্ত সময়সীমা ছিল এর। পরে তা বাড়িয়ে ৩১ শে মার্চ করা হয় অর্থাৎ এরপর থেকে যারা এখানে বিনিয়োগ করবেন তাদেরকে কম হারে সুদ দেওয়া হবে। আর যদি আপনি আগের মতো লাভ চান তবে 31 মার্চের আগেই বিনিয়োগ সম্পন্ন করুন।

আরও পড়ুন, ব্যবসা করতে টাকা দিচ্ছে সরকার, এইভাবে আবেদন করুন।

SBI Fixed Deposit

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া State Bank Of India সাধারণ গ্রাহকদের জন্য নরমাল ফিক্সড ডিপোজিট স্কিমে সুদের হার বৃদ্ধি করেছিল। যে অনুযায়ী এতদিন পর্যন্ত গ্রাহকরা ৭ শতাংশ সুদ (FD Interest Rate) পেতেন এখানে। ৩১শে মার্চের পর থেকে সুদের হার কমতে পারে বলে জানা গেছে।

Advertisement
বন্ধন ব্যাংকের লোন (Bandhan Bank Loan interest rate)

SBI We Care Scheme

এসবিআই এই প্রকল্পটি প্রবীণ নাগরিকদের (Senior Citizen Savings Scheme) জন্য চালু করেছিল। এখানে ১০ বছরের জন্য অর্থ ফিক্সড ডিপোজিট করলে ৭.৫০ শতাংশ হারে সুদ পাওয়া যেত। ফলে বিরাট ভাবে উপকৃত হতেন বয়স্ক ব্যক্তিরা। কিন্তু ৩১ শে মার্চ থেকে এই প্রকল্পটি বন্ধ হয়ে যেতে চলেছে।

আধার কার্ড নিয়ে চুড়ান্ত সতর্কতা। এই কাজ না করলে বাতিল হবে কোটি কোটি আধার কার্ড।

SBI Home Loan Interest Rate

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এতদিন পর্যন্ত হোম লোনের ওপর সুদ ৬৫ বেশি পয়েন্ট কমিয়েছিল। যার ফলে সুদের হারে ভালো পরিমাণে ছাড় পেতেন ঋণ গ্রহীতারা। কিন্তু ৩১ শে মার্চের পর থেকে হোম লোনে সুদের হার আবারো বাড়তে চলেছে। তাই লোকসানের সম্মুখীন হবেন গ্রাহকরা। এই কয়েকটা নিয়মের পরিবর্তন আগামী ৩১শে মার্চ থেকে অর্থাৎ নতুন আর্থিক বছর (Financial Year) থেকে শুরু হতে চলেছে।
Written by Nabadip Saha.
SBI Loan নিতে এখানে ক্লিক করুন।

জনধন একাউন্ট থাকলে পাবেন নতুন সুবিধা। ভোট ঘোষণার আগে বড় সিদ্ধান্ত।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment