Advertisement
sbi announcement today for bank fraud
Advertisement

SBI গ্রাহকদের মাথায় বাড়ি, এই কাজ করলেই বড়সড় আর্থিক ক্ষতি (SBI Announced Today)!

দেশের সবচেয়ে বৃহৎ এবং অন্যতম ব্যাংক ষ্টেট ব্যাংক, আর আজ গ্রাহকদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ ঘোষণা SBI এর( SBI Announced Today). ব্যাংকের এই নির্দেশ না মানলে আপনি বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন। বিস্তারিত জেনে নেওয়া যাক।

Advertisement

ব্যাঙ্ক প্রতারণার খবর ভারতে নতুন নয়। কান পাতলে শোনা যায় কেউ না কেউ কোনো না কোনোভাবে প্রায় প্রতিদিনই প্রতারিত হয়ে চলেছেন। বেশিরভাগ ক্ষেত্রে এমনটা হয় অজানা নম্বর থেকে আসা মেসেজ লিংকে ক্লিক করে অথবা অজানা নম্বর থেকে ফোন করা ব্যক্তিদের নিজের ব্যক্তিগত বা ব্যাঙ্কের তথ্যাদি প্রদান করার মাধ্যমে।

Advertisement

আর প্রতিদিন কোটি কোটি টাকা এইভাবে লুট হচ্ছে। এবার এক নতুন উপায় প্রতারকেরা নিজেদের প্রতারণার জাল আরো বৃদ্ধি করতে প্রস্তুত হয়েছেন, যা নিয়ে সমস্ত গ্রাহকদের সতর্ক করলো ব্যাংক (SBI Announced Today)।

Advertisement

এখনকার ডিজিটাল ট্রানজাকশনের যুগে প্রায় অনেক গ্রাহকই মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ ব্যবহার করেন। যাতে সহজেই মোবাইল থেকেই একাউন্ট বিষয়ক সমস্ত তথ্যাদি নিয়ন্ত্রণ করা যায়। অনেকেই হয়তো জানেন SBI-এর এই মোবাইল ব্যাংকিং অ্যাপটির নাম ‘YONO’। সম্প্রতি দেখা যাচ্ছে স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের কাছে একটি নতুন ধরনের মেসেজ আসতে শুরু করেছে।

ভুয়ো তথ্যাদি শেয়ার করার মাধ্যমে দিন দিন গ্রাহকদের সঙ্গে প্রতারণা যেন বেড়েই চলেছে। কখনো বলা হয় ব্যাঙ্কের একাউন্টের KYC আপডেট করতে, আবার কখনো বলা হয় মোবাইল সিম আপডেট করতে। আবার কোন কোন ক্ষেত্রে নানা ধরনের প্রলোভনের ফাঁদে ফেলা হয় গ্রাহকদের। এখনকার ব্যস্ততার যুগে আমরা আমরা প্রায় সকলেই এত ব্যস্ত যেকোন কাজ শর্টকাটে করার চেষ্টা করি।

EK24 News

অনেকে না বুঝে, আবার অনেকে কাজ শর্টকাটে অর্থাৎ ব্যাঙ্কে গিয়ে করার থেকে ঘরে বসে করার জন্য এই ধরনের নানা প্রতারণার ফাঁদে পড়ে থাকেন। আর এই ঘটনা শুধুমাত্র আমাদের রাজ্যের ক্ষেত্রে প্রযোজ্য নয় সারা দেশের হাজার হাজার কোটি কোটি মানুষ এই প্রলোভনের ফাঁদে জড়িয়ে রয়েছেন (SBI Announced Today)।

Advertisement

এবারে SBI গ্রাহকদের ‘YONO’-তে নিজেদের প্যান আপডেট করতে বলা হয়েছে। তার সাথে মেসেজে রাখা হয়েছে একটি লিংক, এটিতে ক্লিক করেই প্যান আপডেট করার নির্দেশ দেওয়া হয়েছে (SBI Announced Today)।

খবরটি ছড়িয়ে পড়ার পর তৎপর হয়েছে SBI কর্তৃপক্ষ। তার সঙ্গে ব্যাঙ্ক থেকে জানানো হয়েছে এমন কোন মেসেজ গ্রাহকদের উদ্দেশ্যে করা হয়নি ব্যাঙ্কের তরফ থেকে। এরপরে সতর্ক বার্তা (SBI Announced Today) প্রদান করা হয়েছে ব্যাঙ্কের তরফ থেকে।

SBI এর ফিক্সড ডিপোজিটকে টেক্কা দিতে পোস্ট অফিসের এই নতুন স্কিম, জানুন বিস্তারিত

অন্যদিকে এমন ধরনের প্রতারকের মেসেজ পাওয়া এক ব্যক্তির অভিযোগের প্রেক্ষিতে ব্যাঙ্কের তরফে পাল্টা টুইট করে গ্রাহকদের উদ্দেশ্যে জানানো হয়েছে, এই ধরনের মেসেজ এলে গ্রাহকেরা ১৯৩০ নম্বরে ফোন করে জানাতে অথবা মেইল করতে পারেন। ইমেইল আইডিটি হল: [email protected]

Advertisement

প্রতিদিন ভারতের প্রায় প্রতিটি রাজ্যে ব্যাঙ্ক প্রতারণার এমন অজস্র অভিযোগ যেমন জমা পড়ছে, তেমনি কেন্দ্রীয় সরকারের ‘দ্য ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল’-এও অনেক অভিযোগ জমা পড়ছে। ব্যাঙ্ক এবং পুলিশ প্রশাসন দুদিক থেকেই বারবার সতর্ক বার্তা প্রদান করা হলেও অনেক অনেক ক্ষেত্রে কোন কাজে লাগছে না।

সাবধান হতে পারছেন না অনেক গ্রাহকই। ফলে সমস্যায় পড়তে হচ্ছে তাদের। আর নিমেষের মধ্যে খোয়া যাচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা। তাই আপনিও সতর্ক হোন এবং ব্যাঙ্ক সংক্রান্ত যে কোন মেসেজ বা ফোন কল এলে কোন তথ্যাদি শেয়ার না করে বা লিংকে ক্লিক না করে অবশ্যই আপনার ব্যাঙ্কে গিয়ে বিষয়টি কর্মীদের সহযোগিতায় যাচাই করুন।

এমনই আরো জরুরি খবরের আপডেট পেতে অবশ্যই ওয়েবসাইটটি ফলো করতে ভুলবেন না। এছাড়া ব্যাংক প্রতারনার আরেকটি খবর পেতে নিচের লিঙ্কে ক্লিক করুন (SBI Announced Today)।
Written By Manisha Basak

Advertisement

হাজার কোটি টাকা ব্যাংক প্রতারণা, যার মাসুল গুনতে হচ্ছে সমস্ত গ্রাহককে, দেখুন চাঞ্চল্যকর তথ্য।

Advertisement
Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement