Advertisement
SBI exposure to Adani SBI Adani Loan (আদানি গ্রুপ)
Advertisement

এক ধাক্কায় টলে গিয়েছে আদানি সাম্রাজ্য। আর তার সাথে যারা আদানি গ্রুপ কে লোন (SBI Exposure to Adani) দিয়েছে তাদের ও চিন্তার কারন হয়ে দাড়িয়েছে। শেয়ার বাজারে ভয়ানক ধ্বস নেমেছে আদানির শেয়ারের। আদানি গ্রুপের কোম্পানিগুলোর শেয়ার পতন একই রকম ভাবে অব্যাহত রয়েছে। আর তার ফলে ভয় ধরেছে এদেশের সাধারণ মানুষের। এর কারণ, বিভিন্ন সরকারি, বেসরকারি ব্যাংক থেকে কোটি কোটি টাকার ঋণ নিয়েছে আদানি গ্রুপ (Adani Group of Companies) আদানির এই ভয়াবহ পতনের কারণে সেই ব্যাংকগুলোর ওপরেও প্রভাব পড়তে বলে পারে বলে অনুমান করা হচ্ছে।

Advertisement

এবার যে সমস্ত ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান (Bank) থেকে আদানি গ্রুপের ঋণ নেওয়া রয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ যে ব্যাংক সেটি হল দেশের বৃহত্তম স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া State Bank of India. স্বাভাবিকভাবেই দেশের অধিকাংশ মানুষ এসবিআইতে (SBI exposure to Adani) কোনো না কোনো একাউন্ট করেছেন, অর্থাৎ কষ্ট করে উপার্জন করা টাকা SBI-তে সঞ্চয় করে রাখেন। আর তার ফলেই আশঙ্কা তৈরি হয়েছে মানুষের মনের মধ্যে।

Advertisement

SBI exposure to Adani Loan:

তবে কি আদানি গ্রুপের এই টলমল পরিস্থিতির প্রভাব পড়বে SBI- এর উপর? সাধারণ মানুষকে কি তার গুনাগার দিতে হবে? টলে যাবে কি এসবিআই এর আর্থিক পরিস্থিতি? এরকম ধরনের বহু প্রশ্ন এবং আশঙ্কা দেশবাসীর মনের মধ্যে উঁকি দিচ্ছে।
মার্কিন বাজার গবেষণা সংস্থা Hindenburg এর রিপোর্টে আদানিদের বিরুদ্ধে হিসেবে জালিয়াতি করার অভিযোগ আনা হয়েছে।

Advertisement

আর তারপর থেকে আদানি সাম্রাজ্য এক কথায় বলতে গেলে একেবারে তলানির দিকে নামতে শুরু করেছে। যার ফলে রাতারাতি ১৫ জন ধনীদের তালিকা থেকে আদানির নাম বাদ পড়ে গিয়েছে। ভয়ানক পতন শুরু হয়েছে শেয়ার মার্কেটে Share Market এবার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে আদানি গ্রুপকে দেওয়া ঋণ (Loan) প্রসঙ্গে কি জানানো হয়েছে?

জিও লঞ্চ করলো তিন তিনটি সস্তার সুপারহিট প্ল্যান, 1 রিচার্জেই বাজিমাত।

SBI Chairman দীনেশ খারা জানিয়েছেন, আদানি গ্রুপকে SBI- এর তরফে দেওয়া ঋণের মোট পরিমাণ ২৭ হাজার কোটি টাকা। টাকা পরিশোধের ক্ষেত্রে আদানি গ্রুপের কোনো সমস্যা হবে বলে মনে করেন না তিনি। SBI এর তরফে আদানি গ্রুপের কাছে এক্সপোজার (SBI exposure to Adani) মোট ঋণের ০.৮ থেকে ০.৯ শতাংশ।
SBI- এর ত্রৈমাসিক ফলাফল ঘোষনা আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসবিআই চেয়ারম্যান দীনেশ খারা আরো জানান, আদানি গ্রুপের সাম্প্রতিক এই পরিস্থিতিতে চিন্তার কারণ নেই।

EK24 News

তার কারণ SBI আদানি গ্রুপের শেয়ারের উপর ভিত্তি করে কোনো ঋণ (SBI exposure to Adani) দেয় নি। আদানি গ্রুপের স্থাবর সম্পত্তির ওপরে ভিত্তি করেই ঋণ দেওয়া হয়েছে। ফলে আদানির শেয়ার বাজারের প্রভাব ঋণের উপরে পড়বে না। আদানি গ্রুপের ঋণ পরিশোধের ট্র‍্যাক রেকর্ড (SBI exposure to Adani) ভালো। ফলে এস বি আই এর ঋণ পরিশোধ করতে আদানিদের কাছে সমস্যা হওয়ার কথা নয়। আর সেই কারণেই ব্যাংকের তরফে আদানিদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি।

Advertisement

আরও একটি জনপ্রিয় ব্যাংকের লাইসেন্স বাতিল করল RBI রিজার্ভ ব্যাংক। টাকা তোলায় নিষেধাজ্ঞা।

এদিনের সংবাদ সম্মেলন থেকে SBI Chairman আরো জানিয়েছেন, আদানি গ্রুপের যে সমস্ত কোম্পানি ভালো লাভ করেছে, তাদের ফলাফলের উপর ভিত্তি করেই এসবিআই ঋণ দিয়েছে। ফলে ঋণ পরিশোধের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না বলেই মনে করা হচ্ছে। এছাড়াও ২০২২- ২৩ আর্থিক বছরের অক্টোবর থেকে ডিসেম্বর ত্রৈমাসিক ফলাফল এর আগে ঘোষণা করেছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া SBI এই ত্রৈমাসিকে ১৪২০৫ কোটি টাকা ব্যাংকের মুনাফা হয়েছে বলে জানানো হয়েছে।

মাসিক পেনশন কত টাকা হলে ইনকাম টাক্স দিতে হবে

যা আগের বছরের তুলনায় ৬৯ শতাংশ বেশি। শুধু তাই নয়, SBI- এর তরফে দাবি করা হয়েছে, যে কোনো ব্যাংকের এক ত্রৈমাসিকে (SBI exposure to Adani) এই পরিমাণ মুনাফা সর্বোচ্চ।
ফলে সাম্প্রতিক আদানি গ্রুপের পতন সম্পর্কে এসবিআই এর তরফে আশঙ্কার কোনো কারণ নেই বলেই জানানো হয়েছে। তবে আগামী দিন পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকে নজর রয়েছে সকলের।
Written by Rajib Ghosh.

Advertisement
Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement