ডিএর দাবির (Salary Hike) পাশাপাশি এবার নয়া দাবিতে আন্দোলন শুরু করছে যৌথ মঞ্চ, কি সেই দাবি, জানুন।
বকেয়া ডিএ, Salary Hike ছাড়াও এবার আবার নতুন দাবি জানাতে শুরু করল DA আন্দোলনকারী যৌথ সংগ্রামী মঞ্চ। এমনিতেই দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় হারে ডিএ মেটানোর দাবিতে রাস্তায় বসে কাজকর্ম ছেড়ে দিয়ে ধর্না কর্মসূচি করে যাচ্ছে যৌথ সংগ্রামী মঞ্চের সদস্যরা। এই আন্দোলনের তীব্রতা দিনে দিনে তারা বাড়াচ্ছে। যদিও বিভিন্ন কৌশলে এই আন্দোলন বাড়িয়ে নেওয়ার চেষ্টা করলেও এখনো পর্যন্ত কোনো সমাধান সূত্র পাওয়া যায়নি।
স্যাট, হাইকোর্ট থেকে শুরু করে এবার DA মামলা রয়েছে সুপ্রিম কোর্টের বিচারাধীন। হাইকোর্ট নির্দেশ দেওয়ার পরেও বকেয়া হারে ডিএ দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছিল রাজ্য সরকার। তবে রাজ্য বাজেটে ৩ শতাংশ ডিএ ঘোষণা করে মার্চ মাস থেকে ৬ শতাংশ হারে DA দেওয়া (Salary Hike) হচ্ছে সরকারি কর্মীদের। তাতেও তারা সন্তুষ্ট হতে না পেরে একেবারে দিল্লির দরবারে গিয়ে দাবি জানিয়েছেন।
যদিও দিল্লি যাওয়া নিয়েও কিছু বিতর্ক রয়েছে যৌথ মঞ্চের সদস্যদের। সেখানে তারা বহু মোটা অংকের টাকা ব্যয় করে বিভিন্ন অতিথিশালায় ছিলেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে। এবার সুপ্রিম কোর্টে শুনানি না হওয়া পর্যন্ত ডিএ মামলা সম্বন্ধে স্পষ্টভাবে কোনো কিছু জানা যাচ্ছে না। এদিকে তো কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে বলে লড়াই (Salary Hike) চালিয়ে যাচ্ছেন যৌথ মঞ্চের সদস্যরা, তার সঙ্গে আবার যোগ করছেন নতুন এক দাবি। সেটা কি?
রাজ্যের সমস্ত শিক্ষকদের রাজ্য সরকারের হেলথ স্কিমের (Health Scheme) আওতায় এনে চিকিৎসা পরিষেবার সুযোগ দিতে হবে। যৌথ মঞ্চের দাবি, সরকারি অনুদান প্রাপ্ত এবং সাহায্যপ্রাপ্ত স্কুল ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষা কর্মীদের সরকারের হেলথ স্কিমের আওতায় আনতে হবে। সাধারণত, নবান্ন থেকে শুরু করে জেলা সচিবালয়ের সমস্ত কর্মীরাই রাজ্য সরকারের হেলথ স্কিম এর সুবিধা পেয়ে থাকেন।
পশ্চিমবঙ্গের স্কুলে নতুন ছুটির তালিকা প্রকাশ, 35 টি অতিরিক্ত ছুটি ঘোষণা।
সেক্ষেত্রে মোট সরকারি কর্মীদের প্রায় ৪০% সচিবালয়ে চাকরি করেন। বাকি ৬০% সরকারি কর্মীরা হেলথ স্কিম এর সুবিধা পান না বলেই যৌথ মঞ্চের অভিযোগ। শুধু তাই নয়, ডিএ আন্দোলনকারী যৌথ মঞ্চের তরফে আরো অভিযোগ করে বলা হয়েছে, ৬০ শতাংশ সরকারি কর্মীদের কাছ থেকে চিকিৎসা পরিষেবায় বরাদ্দ করার জন্য বেতন থেকে একটা অংশের টাকা কেটে নেওয়া হয়। তার বদলে তাদের স্বাস্থ্য সাথী প্রকল্পের সুবিধা দেওয়া হয়।
খানেই যৌথ মঞ্চের প্রশ্ন, যে স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা রাজ্যের কোটি কোটি সাধারণ মানুষ পেয়ে থাকেন সম্পূর্ণ বিনামূল্যে, সেখানে সেই সুবিধা পাওয়ার জন্য রাজ্য সরকারি কর্মীদের (Salary Hike) একাংশকে কেন টাকা দিতে হবে?
এর মধ্যেই DAর দাবিতে আন্দোলনের তীব্রতা আরও বাড়াতে চলেছে যৌথ সংগ্রামী মঞ্চ। ২৮ এবং ২৯ তারিখে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি, কোঅর্ডিনেশন কমিটির পক্ষ থেকে ব্লক স্তরে মিছিল করার কর্মসূচিও নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
এবার এতদিন ধরে DA Salary Hike আন্দোলনকারী যৌথ মঞ্চের সদস্যদের তরফে সরকারের হেলথ স্কিম এর আওতায় সরকারি কর্মীদের আনার বিষয়টি নিয়ে কোনো আবেদন করতে দেখা যায়নি। যখন ডিএ আন্দোলন নিয়ে একের পর এক কর্মসূচি ঘোষণা করার পরেও পরিস্থিতির কোনো পরিবর্তন হচ্ছে না, তখন আবার নতুন দাবি নিয়ে আসরে নেমে পড়েছে যৌথ সংগ্রামী মঞ্চ। তাদের দাবি, সরকারি কর্মচারীদের প্রত্যেককেই সরকারের হেলথ স্কিমের আওতায় আনতে হবে। সম্প্রতি পঞ্চায়েত স্তরের কর্মীদের জন্য পরিষেবা দেওয়ার লক্ষ্যে নতুন সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে।এবার দেখার বিষয়, সরকার কি সিদ্ধান্ত নেয়।
Written by Rajib Ghosh.