Police Day তে রাজ্য ও কলকাতা পুলিশ কে দেওয়া হবে বিশেষ সম্মান।
সামনেই পুজো এবং গতকাল ছিল Police Day, আর এই দুই মহেন্দ্রক্ষন কে স্মরনে রেখেই পুজো উদ্বোধনের দিনই পুলিশ কর্মীদের জন্য একাধিক ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।
সমাজের আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পুলিশের। যেকোনো ধরনের সমস্যা তৈরি হলেই মানুষ প্রথমে পুলিশের কাছে ছুটে যান। সেক্ষেত্রে পুলিশ সদর্থক ভূমিকা পালন করলে সমাজ থেকে অপরাধ অনেকটাই কমতে পারে। পুলিশ বাহিনীর ভূমিকার (Police Day) ওপরে সরকারের ভাবমূর্তিও নির্ভর করে। আর তাই পুলিশকর্মীদের জন্য পুজোর আগেই বিরাট ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Bandyopadhyay)
নবান্ন থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, পুলিশ বাহিনীতে কনস্টেবল (Constable) পদে আবেদনের বয়সসীমা ছিল 27 সেটা বৃদ্ধি করে 30 বছর করা হলো। অর্থাৎ এবার থেকে 30 বছর বয়স পর্যন্ত যে কেউ পুলিশে কনস্টেবল পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন।
শুধু তাই নয়, পুলিশকর্মীদের সুযোগ-সুবিধা দেওয়ার জন্য আরো একগুচ্ছ ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, হোমগার্ড, এনভিএফ এবং সিভিল ডিফেন্স থেকে কনস্টেবল পদে পদোন্নতির জন্য বয়স সীমা বাড়িয়ে 35 করা হয়েছে। আগে এই বয়স সীমা ছিল 27 বছর।
কর্মরত অবস্থায় কোনো পুলিশ কর্মীর মৃত্যু হলে তার পরিবারের একজনকে চাকরি দেওয়া হবে। সে ক্ষেত্রে যাকে চাকরি দেওয়া হবে তার শারীরিক গঠনের উপর নির্ভর করেই নির্দিষ্ট কাজ দেওয়া হবে। (Police Day)
পুলিশ বাহিনীতে যে সমস্ত চুক্তিভিত্তিক গাড়ি চালকেরা রয়েছেন, তাদের জন্য আরেকটি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এবার থেকে পুলিশ বাহিনীর সমস্ত চুক্তিভিত্তিক গাড়িচালকদের বেতন বৃদ্ধি করা হয়েছে।
কলকাতা পুলিশে যে সমস্ত গাড়ি চালকরা এতদিন সাড়ে 11 হাজার টাকা বেতন পেতেন, তাদের বেতন বাড়িয়ে সাড়ে 13 হাজার টাকা করা হলো। রাজ্য পুলিশের গাড়িচালকেরা বেতন পেতেন সাড়ে 13 হাজার টাকা। তাদের বেতন বাড়িয়ে 15 হাজার টাকা করা হয়েছে। (Police Day)
সরকারী কর্মীদের ডিএ বৃদ্ধি নিয়ে, সরকারের নয়া সিদ্ধান্ত, Big Update.
এছাড়াও মাউন্টেড পুলিশ এবং ওয়ারলেস অপারেটরদের পদোন্নতির জন্য বিভিন্ন ধরনের সুযোগ তৈরি করে দেওয়া হয়েছে। তারাও এবার থেকে পুলিশ বাহিনীতে পদোন্নতির সুযোগ পাবেন।
এর আগে পুলিশ কর্মীদের উর্দির জন্য যে সামান্য টাকা অনুদান দেওয়া হয়, তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিস্ময় প্রকাশ করেন। তাই এবার পুলিশ কর্মীদের (Police Day) ইউনিফর্ম কিট (Uniform Kit) নিয়ে নতুন ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
এতদিন পুলিশকর্মীদের যে উর্দি দেওয়া হতো সেখানে দেওয়ার নিয়মে পরিবর্তন আনা হয়েছে। এবার থেকে পুলিশ কর্মীদের উর্দির জন্য নির্দিষ্ট পরিমাণ অনুদান দিয়ে দেওয়া হবে অর্থাৎ উর্দির জন্য পুলিশ কর্মীরা টাকা পেয়ে যাবেন। সেক্ষেত্রে পুলিশ বাহিনীতে ACP থেকে DCP পদমর্যাদার অফিসাররা বছরে উর্দির জন্য 15 হাজার টাকা পাবেন। Inspector পাবেন 10000 টাকা। Sub-Inspector পাবেন সাড়ে 7 হাজার টাকা। Assistant Sub-Inspector পাবেন 6000 টাকা এবং Constable পদমর্যাদার কর্মীরা পাবেন 5 হাজার টাকা।
যদিও এই বছর পুলিশ কর্মীদের উর্দি দিয়ে দেওয়া হয়েছে। তাই এই বছর শুধুমাত্র রক্ষণাবেক্ষণের জন্যই তারা টাকা পাবেন। আগামী বছর থেকে পুলিশ কর্মীদের উর্দির জন্য নির্ধারিত টাকা দিয়ে দেওয়া হবে।
1 সেপ্টেম্বর ছিল পুলিশ দিবস (Police Day)। তার আগে নবান্ন থেকে পুলিশ কর্মীদের জন্য এই বিরাট ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Written By Rajib Ghosh.