Advertisement
Salary Hike DA Announcement (ডিএ ঘোষণা)
Advertisement

নতুন খবর DA মামলায়, Salary Hike নিয়ে কি জানা গেল।

Salary Hike News For West Bengal State Government Employees.
আপডেট পাওয়া গেল DA মামলার। কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে এসএলপি দাখিল করেছিল রাজ্য সরকার। সেই Dearness Allowance মামলা নিয়ে বর্তমানে নতুন আপডেট রয়েছে।

Advertisement

কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা (DA Salary Hike) দিয়ে দেওয়ার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দেয়। কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে সেই নির্দেশ পুনর্বিবেচনার জন্য আবেদন করা হয়। তারপরেও হাইকোর্ট পূর্বের নির্দেশ বহাল রাখে। কিন্তু সেই নির্দেশ কার্যকর না হওয়ার কারণে সরকারি কর্মচারীদের সংগঠনের পক্ষ থেকে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়। সেই মামলায় মুখ্যসচিব এবং অর্থসচিব হাইকোর্টে হলফনামা দাখিল করেছেন।

Advertisement

সেখানে হাইকোর্টের নির্দেশে অস্পষ্টতা রয়েছে বলে জানানো হয়েছে। পাশাপাশি রাজ্য সরকার হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেছে, সেই বিষয়টিও জানিয়ে দেওয়া হয়েছে। যদিও এই দাবি নিয়ে পাল্টা দাবী জানিয়েছে সরকারী কর্মীরা। কোলকাতা হাইকোর্টে তারা জেতার পরও সুপ্রীম কোর্টেও কেভিয়েট দাখিল করেছে। এদিকে Salary Hike নিয়ে রাজ্যের কোনও উচ্যবাচ্য নেই।

Advertisement

কিন্তু এরপরেই জানা যায়, সুপ্রিম কোর্টে রাজ্যের পক্ষ থেকে যে Special Leave Petition দাখিল করা হয়েছে সেটি ত্রুটিপূর্ণ। তাই এই পিটিশন সংশোধন করে দাখিল করার নির্দেশ দেওয়া হয়। তারপরেই রাজ্য সরকারের তরফে ডিএ মামলায় যে SLP দাখিল করা হয়েছে সুপ্রিম কোর্টে, সেটি ত্রুটিমুক্ত করার জন্য প্রক্রিয়া শুরু হয়। আজ জানা গেল, রাজ্যের তরফে সুপ্রিম কোর্টে ত্রুটিমুক্ত SLP দাখিল করা হয়েছে।

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এই বিষয়ে বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে। স্থায়ী ডায়েরি নম্বর লেখা হয়েছে। তবে সেখানে PENDING বলে জানানো হয়েছে। অর্থাৎ সহজ ভাষায় আজই রাজ্যের আবেদন গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট। এবার সুনানীর জন্য দুই পক্ষকে ডাকা হবে। তবে কর্মীদের আইনজীবী প্রবীর চ্যাটার্জি জানাচ্ছেন, সুপ্রীম কোর্টে আরও বেশি গোল খেয়ে হারবে রাজ্য। কারন সারা দেশ যখন কর্মীদের কেন্দ্রীয় মুল্যসুচক হারে বেতন দেয়, সেখানে রাজ্য কেন পারবে না। আর পশ্চিমবঙ্গ সরকারের অফিসে কর্মরত কেন্দ্রীয় কর্মী, যাদের বেতন রাজ্য সরকার দেয়, তাদের কেন কেন্দ্রীয় হারে বেতন দিচ্ছে।

EK24 News

সরকারি কর্মীদের জন্য খুশির সংবাদ, Salary Hike বা বেতন বেড়ে কত হচ্ছে?

Advertisement

অন্যদিকে পশ্চিমবঙ্গের যেসমস্ত রাজ্য সরকারী কর্মীরা পশ্চিমবঙ্গের বাইরে কাজ করে, তাদের ও কেন্দ্রীয় হারে বেতন (Salary Hike) দিচ্ছে। একটা দিক দিয়ে তো ঠিক থাকতে হবে। অর্থাৎ রাজ্য শুধু সময় নষ্ট করতেই এই মামলা দীর্ঘায়িত করতে ছল চাতুরী করছে। তারা বুঝে গেছে দিতে তো হবেই, কিন্তু কত পরে দেবে তত কম দিতে হবে! তাই ইচ্ছে করে আবেদনে ভুল করছে, যেন আরেকটি ডেট নষ্ট করা যায়। আসলে এবার দিল্লির অর্ডারে DA আসবে বাংলায়।

এদিকে রাজ্য সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরেই DA নিয়ে আন্দোলন করছেন। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যাওয়ায় স্বাভাবিকভাবেই এই মামলার ফয়সালা হবে শীর্ষ আদালতে। তবে মামলাকারী সংগঠনের পক্ষ থেকে যে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছিল, সেক্ষেত্রে সেই মামলা শুনতে কোনো অসুবিধা নেই হাইকোর্টের, এমনটাই জানিয়েছেন বিচারপতিরা।

LIC Policy কিনতে আর এজেন্ট লাগবে না, প্রিমিয়াম কমাতে যুগান্তকারী সিদ্ধান্ত।

তার কারণ, যেহেতু সুপ্রিম কোর্টে DA মামলার কোনো স্থায়ী তারিখ দেওয়া হয়নি। তাই এই মামলার শুনানির দিন আগামী ৩০ নভেম্বর ধার্য হয়েছে। হাইকোর্টের বিচারপতিরা জানান, সুপ্রিম কোর্ট যেহেতু স্থায়ী তারিখ দেয়নি, তাই কলকাতা হাইকোর্টের পক্ষে এই মামলা শুনতে কোনো আইনগত বাধা নেই।

Advertisement

তবে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের SLP ,দাখিল হওয়ায় সরকারি কর্মচারীরা আশা করছেন, এবার তাদের DA মামলার চূড়ান্ত ফয়সালা হবে। এদিকে আগামী ৩ মাসের মধ্যে সুপ্রিম কোর্ট তাদের রায় দেবে বলে আশাবাদী কর্মীরা। আপডেট আসছে।
Written by Rajib Ghosh.

Advertisement
Advertisement
One thought on “পশ্চিমবঙ্গের সরকারী কর্মীদের Salary Hike বা DA এবার দিল্লী থেকে আসবে, সুপ্রীম কোর্ট থেকে বড় আপডেট।”
  1. বকেয়া ডি এ মামলায় necessary party হবার লক্ষে শিক্ষক স্্স্থা পৌর ও পঞ্চায়েত স্্স্থা একজোট হয়ে সুপ্রিম কোর্টে ব্যাবস্থা নিন। এই মামলায় necessary party না হলে সুপ্রিম কোর্টের আদেশের পর অসুবিধা হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement