Advertisement
Pay Commission, DA, Salary Hike
Advertisement

বকেয়া ডিএ (DA Salary Hike) কবে পাচ্ছেন কর্মীরা, এই নিয়ে যখন প্রতিক্ষায়। ঠিক তখনই কেন্দ্র সকার নতুন করে DA ঘোষণা করছে। আর হাপিত্যেশ করছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারী কর্মীরা। এদিকে আদালতের নির্দেশ দেওয়ার পরও ডিএ মিলছে না। তবে এবার বোধ হয় সেই আশা মিটতে চলেছে পশ্চিমবঙ্গের সরকারী কর্মীদের একাংশের। এবার দিন তারিখ উল্লেখ করে নয়া নির্দেশ আদালতের।

Advertisement

Salary Hike for West Bengal Employees.

Dearness Allowance এর টাকা মেটানোর জন্য ফের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বকেয়া DA কর্মীদের ৬ জানুয়ারির মধ্যে মিটিয়ে দিতে হবে। এরকমই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চ। কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা (DA Salary Hike) মিটিয়ে দেওয়া নিয়ে এদিন সেই মামলার শুনানি ছিল হাইকোর্টে। সেখানে কর্মীদের পক্ষ থেকে আইনজীবী উপস্থিত ছিলেন।

Advertisement

পাশাপাশি রাজ্যের অ্যাডভোকেট জেনারেল ছিলেন। সেখানেই বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চ জানতে চায়, বকেয়া ডিএ এখনো পর্যন্ত মিটিয়ে দেওয়া হয়নি কেন? এটা কর্মীদের অধিকার। তাদের বকেয়া DA মিটিয়ে দিতে হবে। তবে এক্ষেত্রে বলে রাখা ভালো, এই নির্দেশ দিয়েছে বিদ্যুৎ দপ্তরের কর্মীদের মামলায়।

Advertisement

এদিকে, পশ্চিমবঙ্গের সাধারন রাজ্য সরকারি কর্মচারীদের যে ডিএ মামলা রয়েছে সুপ্রিম কোর্টে। রাজ্য সরকার হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছে। এবার রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার কর্মীদের বকেয়া DA মামলা চলছে কলকাতা হাইকোর্টে। সেখানে এদিন শুনানিতে বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চের পক্ষ থেকে বলা হয়, কর্মীদের বকেয়া ডিএ ৬ জানুয়ারির মধ্যে মিটিয়ে দিতে হবে।

লটারির জেতার সহজ উপায়। টিকিট কাটার আগে অবশ্যই এই 5 টি নিয়ম দেখে নিন।

প্রতিষ্ঠানে কর্মীরা কাজ করেন। সেখানে তাদের ডিএ দিয়ে দেওয়া উচিত। কেন তাদের DA এখনো দেওয়া হয়নি? এই প্রশ্নের উত্তরে অ্যাডভোকেট জেনারেল জানান, হাইকোর্টের নির্দেশের প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে পুনর্বিবেচনার (Salary Hike review Petition) আবেদন করা হয়েছে। সেই পিটিশনের শুনানি রয়েছে ১৪ ডিসেম্বর। তাই এখনো পর্যন্ত DA দেওয়া হয়নি।

EK24 News

এর উত্তরে বিচারপতি রাজশেখর মান্থা বলেন, রিভিউ পিটিশন দাখিল করলেই আগের নির্দেশকে অমান্য করা যায় না। তবে বিচার ব্যবস্থার নির্দেশ (Salary Hike) যদি কার্যকর না করেন তাহলে অন্য কথা। কর্মীদের এইভাবে বঞ্চিত না করে ডিএ দিয়ে দিন। ৬ জানুয়ারির মধ্যে DA দেওয়ার নির্দেশ দেন বিচারপতি।
পাশাপাশি রিভিউ পিটিশনের শুনানির দিন পিছিয়ে দিয়ে ৬ জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়।

Advertisement

RBI এর বড় ঘোষণা, এই কাজ না করলে বন্ধ হবে ব্যাংক একাউন্ট।

এর প্রতি উত্তরে, অ্যাডভোকেট জেনারেল জানান, ৫১০ কোটি টাকা দেওয়া হয়েছে। অন্যান্য চেষ্টা করা হচ্ছে। বিচারপতি বলেন, যদি বিচার ব্যবস্থার কথা মানেন তাহলে ওদের DA দিয়ে দিন। কর্মীরা কাজ করে। তাদের বঞ্চিত না করে মহার্ঘ ভাতা (Salary Hike) দিয়ে দেওয়া উচিত।

এর আগে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া DA মেটানোর জন্য কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারকে তিন মাসের সময়সীমা দিয়েছিল। সেখানেও নির্দেশ পুনর্বিবেচনার জন্য সরকার আবেদন করলে হাইকোর্ট পূর্বের নির্দেশ বহাল রাখে। এর পরই হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করা হয়। সেখানেই রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলার ফয়সালা হবে।

সিভিক ভলেন্টিয়ার দের দৌরাত্ম্য রুখতে কড়া পদক্ষেপ মমতার, ডিটিতে আর এটা পাবেন না।

রাজ্য যতই বলুক তাদের টাকা নেই, কিন্তু যার সংসারে টাকা নেই তারা এতো ফুর্তি করার খরচ করে কেন। আগে অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করা উচিত। মদ খেয়ে মরলে ২ লাখ টাকা দিচ্ছে, বিজ্ঞাপনের পেছনে কোটি কোটি টাকা খরচ করছে। সরকারী খরচে কার্নিভাল করছে, কিন্তু যারা রাজ্য চালাচ্ছে তাদের পাওনা (Salary Hike) দিচ্ছে না, মন্তব্য করেন মামলাকারী কর্মী, দেবপ্রসাদ হালদার।
Written by Rajib Ghosh.

Advertisement

আজ থেকে বদলে গেল LPG রান্নার গ্যাসের দাম, বুক করার আগে সঠিক দাম জেনে নিন।

Advertisement
Advertisement
2 thoughts on “Salary Hike – জানুয়ারিতে DA পাবেন পশ্চিমবঙ্গের কর্মীরাও, তারিখ উল্লেখ করে অর্ডার বেরলো।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement