Reserve Bank এর নয়া সিদ্ধান্তে বড় ঝটকা, খরচ বাড়বে ব্যাংকের গ্রাহকদের, জেনে নিন বিস্তারিত।

দিন কয়েক আগেই পেশ হয়েছে বাজেট, এর মধ্যেই Reserve Bank এর সিদ্ধান্তে সমস‍্যায় দেশবাসী।

দেশবাসীকে একেবারে অবাক করে দিয়ে ভারতীয় রিজার্ভ ব্যাংক বা Reserve Bank of India (RBI) এর তরফে নতুন রেপো রেট (RBI Reserve Bank of India Repo Rate) ঘোষণা করা হয়েছে। ২০২২ সালে কেন্দ্রীয় ব্যাংকের তরফে মোট ৫বার রেপো রেট বাড়ানো হয়েছে। আর এবার বছরের একেবারে শুরুতেই ফের RBI Repo Rate বাড়িয়ে দিল।

Advertisement

রেপো রেট Reserve Bank Repo Rate বৃদ্ধির অর্থ সাধারণ মানুষ ব্যাংক থেকে যে সমস্ত লোন বা ঋণ নিয়েছেন, তার উপরে EMI এ আরো বেশি টাকা খরচ করতে হবে। চড়া সুদে লোন নিতে হবে সাধারণ গ্রাহকদের। একের পর এক আর বি আই RBI এর তরফে রেপো রেট বৃদ্ধির এই পদক্ষেপকে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করার জন্য প্রয়োজনীয় বলে জানানো হয়েছে। বিগত ৯ মাসে ২.৫০ শতাংশ রেপোরেট বেড়েছে। দেশের বিভিন্ন অর্থনীতিবিদরা বেশ কিছুদিন আগে থেকেই এরকম একটা পরিস্থিতি হবে আশংকা করেছিলেন। যদিও স্টেট ব্যাংকের বিভিন্ন অর্থনৈতিক উপদেষ্টা অবশ্য সেই সময় ভিন্নমত পোষণ করেছেন।

Advertisement

আর্থিক পরিস্থিতি নিয়ে এরকম আলোচনা চলার মধ্যেই একেবারে অবাক করে দিয়ে Reserve Bank of India ফের নতুন রেপ রেপো রেট ঘোষণা করেছে। রিজার্ভ ব্যাংক সুদের হার আরো ০.২৫ শতাংশ বাড়িয়ে দিয়েছে।
রেপো রেট এর আগে ছিল ৬.২৫ শতাংশ। ফলে এবার ২৫ পয়েন্ট বাড়ানোয় সেটাই বেড়ে গিয়ে ৬.৫০ শতাংশে পৌঁছেছে।

বুধবার তিনদিন ধরে চলা মুদ্রা পর্যালোচনা নীতির বৈঠক শেষ হয়েছে। সেখানেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India) এই সিদ্ধান্ত নিয়েছে।
২০২২ সালে ৫ বার রেপো রেট Repo Rate বাড়ানো হয়েছে। বছরের শুরুতে ফের একবার রেপো রেট বৃদ্ধি নিয়ে রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস বলেছেন, বর্তমানে আর্থিক নীতি বানানো একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

Advertisement

আরও পড়ুন, পুরনো LIC পলিসিতে প্রিমিয়াম দিলে ডবল বেনিফিট পাবেন।

বিগত তিন বছরের নানান বৈশ্বিক ঘটনার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। তার সঙ্গে এটাও জানানো হয়েছে, ২০২২ সালের ডিসেম্বর মাসে রেপো রেট ৩৫ বেসিস পয়েন্ট বাড়ানো হয় Reserve Bank (RBI) এর তরফে। যার হলে হোম লোন, বিজনেস লোন, গাড়ী বাড়ি কেনার ক্ষেত্রে বাড়তি মাসুল গুনতে হবে। যদিও ব্যাংকে সেভিং এর সুদের হার ও বাড়তে পারে। তবে EMI এর খরচ বাড়লে সমস্যায় পড়বে সাধারন মানুষ।

Advertisement

বিনামূল্যে ওষুধের দোকানের লাইসেন্স নিয়ে ফার্মেসী ব্যবসা করে লাখ টাকা আয় করুন।

ফলে সংসদে বাজেট পেশ হওয়ার দিন কয়েক পরেই আরবিআই এর রেপো রেট বৃদ্ধির ফলে সাধারণ গ্রাহকেরা যে সমস্ত লোন বা ঋণ নিয়েছেন তার ইএমআই যথেষ্ট চড়া হতে চলেছে। যার ফলে বেশ কিছুটা সমস্যার সম্মুখীন হবেন সাধারণ গ্রাহকরা।
Written by Rajib Ghosh.

Advertisement

Leave a Comment