Reliance Jio Phone Next review – দাম, স্পেছিফিকেশন, লঞ্চ ডেট

Reliance Jio Phone Next review, কয়েক মাস ধরেই ভারতে টেক দুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে জিওফোন নেক্সট। ১০ সেপ্টেম্বর এই ফোন লঞ্চ হওয়ার কথা থাকলেও এই বাজেট স্মার্টফোন লঞ্চ পিছিয়ে দিয়েছে জিও। গুগলের সঙ্গে হাত মিলিয়ে এই আলট্রা বাজেট স্মার্টফোন বাজারে আনছে রিলায়েন্স জিও। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে দীপাবলির আগেই বাজারে আসবে জিওফোন নেক্সট। প্রত্যাশার থেকে বেশি দামে বাজারে আসতে পারে এই ফোন। জানা যাচ্ছে প্রত্যাশার থেকে বেশি দামে বাজারে আসতে পারে জিওফোন নেক্সট। বিশ্বব্যাপী স্মার্টফোন তৈরির যন্ত্রাংশের দাম ২০ শতাংশ বৃদ্ধির কারণেই তুলনামূলক বেশি দামে এই ফোন বাজারে আসতে পারে। তবে একাধিক রিপোর্টে জানা গিয়েছে ৩,৪৯৯ টাকা হতে পারে, কিন্তু যন্ত্রাংশের দাম বৃদ্ধির কারণে এর দাম ৪০০০ টাকা ছুঁতে পারে। Reliance Jio গুগলের সঙ্গে হাত মিলিয়ে জিওফোন নেক্সট বাজারে আনছে Reliance Jio Phone Next। এই ফোনে অ্যানড্রয়েডের লাইটি ভার্সন চলবে। থাকতে পারে একটি ৫.৫ ইঞ্চি ডিসপ্লে। এছাড়াও এই ফোনে সম্ভবত স্ন্যাপড্রাগন ২১৫ চিপসেট ব্যবহার গতে পারে। সঙ্গে থাকতে পারে ২জিবি র‍্যাম। জিওফোন নেক্সট এর পিছনে ১৩ মেগাপিক্সেল ও সামনে ২ মেগাপিক্সেল ক্যামেরা থাকতে পারে। এই ফোনে থাকতে পারে ২,৫০০ এমএএইচ ব্যাটারি।

Advertisement
শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment