Advertisement
RBI Changes Bank Cheque Bounce and deposit Rules
Advertisement

ব্যাংক থেকে টাকা তোলা, বা ট্রান্সফারের জন্য কিম্বা কাউকে পেমেন্টের জন্য চেক দিচ্ছেন? সতর্ক হোন,কড়া ব‍্যবস্থা হতে পারে। RBI এর সঠিক নিয়ম জেনে নিন।

Advertisement

Bank Cheque এর নতুন নিয়মঃ

চেক বাউন্স এর ঘটনা আকছার দেখা যায়। টাকা পেমেন্ট করার জন্য চেক দেওয়ার পর সেই চেক যদি বাউন্স হয়ে যায়, তাহলে যিনি সেই চেক গ্রহণ করেছেন তার পক্ষে সেই সময়ে যথেষ্ট সমস্যার হয়ে দাঁড়াতে পারে। চেক বাউন্স (Bank Check Bounce) হয়ে গেলে তার বিরুদ্ধে অভিযোগ জানানো যায়।

Advertisement

কিন্তু এখনো পর্যন্ত সেই ধরনের এমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি যার দরুন চেক বাউন্স এর সঙ্গে সঙ্গেই চেক প্রদানকারীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। এবার সেই বিষয়েই এগোচ্ছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। জানা গিয়েছে, Bank Check Bounce এর মত ধারাবাহিকভাবে এই ঘটনা সামনে আসার ফলে উচ্চ পর্যায়ের বৈঠক ডাকা হয়েছিল।

Advertisement

সেখানেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, এবার থেকে চেক বাউন্স হলে কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে। শিল্প সংস্থা পিএইচডি চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের কাছে চেক বাউন্স এর মত ঘটনায় ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তোলার ক্ষেত্রে স্থগিতাদেশ দেওয়ার মতো কড়া পদক্ষেপের পরামর্শ দিয়েছে।

চেক বাউন্স (Bank Cheque) হলে চেক প্রদানকারীর অন্য ব্যাংক অ্যাকাউন্ট থেকে সমপরিমাণ টাকা কেটে নেওয়া যেতে পারে। পাশাপাশি নতুন ব্যাংক অ্যাকাউন্ট খোলা নিষিদ্ধ করা যেতে পারে।
চেক বাউন্স এর ঘটনা আদালতে অভিযোগ করলে সেটা বাড়তি বোঝা হিসেবে আদালতের উপরে চাপ পড়ে। তার আগেই যদি চেক বাউন্স এর ঘটনায় শাস্তি মূলক বেশ কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে তাহলে চেক বাউন্স এর মত ঘটনায় লাগাম পড়ানো সম্ভব হবে।

EK24 News

6 বছর পর ফের নোট বাতিল, টাকা পাল্টানোর হুড়োহুড়ি, কি নির্দেশ দিল রিজার্ভ ব্যাংক, RBI.

সেক্ষেত্রে Bank Cheque প্রদানকারী ব্যক্তির অন্য অ্যাকাউন্ট থেকে সমপরিমাণ টাকা কেটে নেওয়া যেতে পারে। এছাড়াও চেক প্রদানকারী ব্যক্তিকে ঋণখেলাপি হিসেবে বিবেচনা করা হতে পারে। ক্রেডিট তথ্য সংস্থাগুলিকে ওই ব্যক্তির বিষয়ে রিপোর্ট করা হতে পারে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কম স্কোর দেখানো যেতে পারে।

Advertisement

চেক বাউন্স আইনত অপরাধ। এরপরে আদালতে একটি মামলা দায়ের করা হতে পারে। সেখানে Bank Cheque প্রদানকারী ব্যক্তির শাস্তি হিসেবে দ্বিগুণ পরিমাণ টাকা অথবা দুই বছর কারাদণ্ড নির্ধারিত হতে পারে। আবার একই সঙ্গে উভয় শাস্তি দেওয়া যেতে পারে।

দীপাবলির আগেই বিরাট বড় ঘোষণা, সরকারি কর্মচারীরা প্রতিমাসে পাবেন অতিরিক্ত 7000 টাকা করে।

তবে সমস্ত বিষয়ে আইনি মতামত নেওয়া হবে বলে জানা গিয়েছে। দীর্ঘদিন ধরে ক্রমবর্ধমান Bank Cheque Bounce ঘটনায় বিশেষ করে ব্যবসায়ী মহল যথেষ্ট সমস্যার মধ্যে। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের পক্ষ থেকে চেক বাউন্সের ঘটনায় কড়া পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলে শিল্প মহল এর পক্ষে সেটা স্বস্তিদায়ক হবে। সে ক্ষেত্রে আগামী দিনে Bank Cheque Bounce এর মত ঘটনা প্রায় ঘটবে না বলেই মনে করা হচ্ছে।
Written by Rajib Ghosh.

Advertisement
Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement