RBI Restrictions – ব্যাংক থেকে একবারে ৫ হাজারের বেশী টাকা তুলতে পারবেন না, নির্দেশ RBI এর, Breaking News.

RBI Restrictions – সাবধান! এই ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট নেই তো? তাহলে অসুবিধায় পড়তে হতে পারে আপনাকেও

জিনিসের দাম দিন দিন যেভাবে আকাশ ছুঁচ্ছে তাতে সাধারণ মানুষের একটা নিশ্চিত ভরসার জায়গা সুদ (RBI Restrictions)। এমন অনেক ব্যক্তি তথা প্রবীণ নাগরিকই আছেন যারা প্রতি মাসে সুদ তুলে জীবন নির্বাহ করেন।

Advertisement

কিন্তু যদি এমন হয়, কোন ব্যাঙ্কে আপনার একাউন্টে টাকা থাকা সত্বেও দরকারের সময় আপনি আর ইচ্ছামত টাকা তুলতে পারছেন না। তবে ঠিক কতটা অসুবিধার সম্মুখীন হতে হবে ভাবতে পারেছেন?

Advertisement

এবার ঠিক এমনটাই পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে ব্যাঙ্গালোরের একটি ব্যাঙ্কের গ্রাহকদের। অনেকেই হয়ত জানেন আবার অনেকেই জানেন না যে ভারতের সমস্ত ব্যাঙ্ককে আরবিআইয়ের (Reserve Bank of India) কথা মতো নির্দিষ্ট কিছু নিয়ম-নীতি (RBI Restrictions on Banks) মেনে চলতে হয়।

সেটি না মানলে দিতে হয় জরিমানা বা নেওয়া হয় অন্য কোনো পদক্ষেপ (RBI Restrictions)। সেইমতো গত মার্চ মাসে নিয়ম লঙ্ঘনের জন্য ভারতের প্রায় ৮ টি ব্যাঙ্কের বিরুদ্ধে জরিমানার নির্দেশ দিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

এবারে রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশ অনুযায়ী ব্যাঙ্গালোরের কো-অপারেটিভ ব্যাঙ্ক অর্থাৎ Shushruti Souharda Sahakara থেকে গ্রাহকরা আর ৫০০০ টাকার বেশি তুলতে পারবেন না। এখানেই শেষ নয়, ব্যাঙ্কের উপর লোন দেওয়া এবং টাকা জমা করার ওপরেও পরবর্তী নির্দেশ জারি (RBI Restrictions) করা করা পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে।

Advertisement

অন্যদিকে আরবিআই-এর তরফে একটি বয়ানে বলা হয়েছে, ব্যাঙ্কটির সমস্ত কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট বা অন্যান্য অ্যাকাউন্ট থেকে গ্রাহকরা ৫০০০ টাকার বেশি তুলতে পারবেন না (RBI Restrictions)।

আরো বলা হয়েছে, যতদিন না ব্যাঙ্কের আর্থিক অবস্থার উন্নতি হবে ততদিন এই ভাবেই সমস্ত ব্যাঙ্কিং পরিষেবা চালু রাখতে হবে। তবে আপাতত নির্দেশটি জারি করা হয়েছে প্রায় ৬ মাসের জন্য। এমত অবস্থায় গ্রাহকদের ঠিক কতটা অসুবিধায় পড়তে হবে তা বলার অপেক্ষা রাখে না।

SBI এর ফিক্সড ডিপোজিটকে টেক্কা দিতে পোস্ট অফিসের এই নতুন স্কিম, জানুন বিস্তারিত

চলতি মাসের ৫ এপ্রিল তিনটি কো-অপারেটিভ ব্যাঙ্কের নিয়ম নীতি পালনে ছুটি থাকার জন্য জরিমানা করলেও কোনরকম নিষেধাজ্ঞা জারি করেনি আরবিআই। যে ব্যাঙ্কগুলিকে জরিমানা করা হয়েছিল।

সেগুলি হল- মুম্বইয়ের Kokan Mercantile Co-operative Bank Ltd, Yashwant Cooperative Bank Limited এবং কলকাতার The Samata Cooperative Development Bank. তিনটে ব্যাংকের ক্ষেত্রেই রিজার্ভ ব্যাঙ্ক ৫ লক্ষ টাকা জরিমানা ঘোষণা করেছিল।

আপনার কি মনে হয়, নিজের টাকা আপনি নিজেই তুলতে পারবেন না। এই বিষয়ে আপনার কি মতামত, নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়া অর্থনীতি সংক্রান্ত অন্যান্য খবরের আপডেট পেতে অবশ্যই ফলো করতে ভুলবেন না এই ওয়েবসাইটটি।

নিজের বৃদ্ধ মা বাবাকে পাইয়ে দিন মাসে ৯৫০০ টাকা সরকারী পেনশন,

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment