Advertisement
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (PNB Bank KYC Update)
Advertisement

ব্যাংকের একাউন্ট হোল্ডারদের উদ্দেশ্যে সতর্কবার্তা জারি করেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (PNB Bank). এই বার্তায় যে নির্দেশ দেওয়া হয়েছে তা পালন না করলে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যেতে পারে। লেনদেন করা যাবে না ওই অ্যাকাউন্ট থেকে। তার ফলে যথেষ্ট সমস্যায় পড়তে পারেন গ্রাহক। কি বার্তা দেওয়া হয়েছে PNB-র তরফে?

Advertisement

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্রাহকদের জরুরী বার্তাঃ

PNB তার সতর্কবার্তায় জানিয়েছে, যদি Punjab National Bank ব্যাংকের গ্রাহকরা এখনো পর্যন্ত তাদের একাউন্টের KYC জমা না দিয়ে থাকেন তাহলে ১২ ই ডিসেম্বর এর মধ্যে কেওয়াইসি জমা দিতেই হবে। যদি এই সময়ের মধ্যে কেওয়াইসি জমা না দেওয়া হয় তাহলে অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যেতে পারে। তাই অ্যাকাউন্ট সঠিকভাবে চালু রাখার জন্য KYC Update করা গুরুত্বপূর্ণ। সমস্ত গ্রাহকদের উদ্দেশ্যেই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এর পক্ষ থেকে কেওয়াইসি জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

Advertisement

কিভাবে বুঝবেন আপনার KYC Update করতে হবে কিনা?
এবার কোনো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এর গ্রাহক কিভাবে জানবেন তার KYC জমা হয়েছে কিনা?
১) আপনার মোবাইলের মেসেজ করুন। কারন ২৭শে অক্টোবর থেকে ২৭শে ডিসেম্বরের মধ্যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কতৃপক্ষ যে সমস্ত গ্রাহকের KYC Update করতে হবে তাদের মেসেজ কিম্বা ফোন করে সতর্ক করেছে।

Advertisement

আর যদি মেসেজ বা ফোন না করে থাকে। তবে আপনি ব্যাংকে না গিয়েও নিজেই চেক করতে পারবেন। তার জন্য ব্যাংকের কাস্টমার কেয়ার নম্বর ১৮০০১৮০২২২২ বা ১৮০০১০৩২২২২ নম্বরে কল করতে হবে। যদি অনলাইন ব্যাংকিং ব্যবহার করে থাকেন কোনো কাস্টমার, তাহলে তিনি তার একাউন্টের বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। এই দুটো নম্বরই টোল ফ্রি।

কিভাবে PNB-তে KYC জমা দেওয়া যাবে? যদি গ্রাহকের বিস্তারিত তথ্যের কোনো পরিবর্তন না হয় তাহলে ইমেল আইডির মাধ্যমে জানাতে পারবেন। আর যদি তথ্যের কোনো পরিবর্তন হয় তাহলে ব্যাংকের শাখায় গিয়ে কেওয়াইসি আপডেট করতে হবে। সেখানে ফর্ম এবং নথি জমা দিতে হবে।

EK24 News

বিনা পরিশ্রমে State Bank Of India বছরে 6 থেকে 7 লাখ টাকা আয়ের সুযোগ দিচ্ছে, কীভাবে?

PNB-র তরফে টুইটারে ব্যাংকের গ্রাহকদের সতর্ক করে জানানো হয়েছে, ১২ ই ডিসেম্বর ২০২২ এর মধ্যে কেওয়াইসি জমা দিতে হবে। তবেই ব্যাংক একাউন্ট চালু থাকবে। KYC Update হলেই সমস্ত ধরনের লেনদেন করতে পারবেন। তবে যাদের আপডেট করা আছে তাদের একাউন্টে কোনও ইফেক্ট পড়বে না।

Advertisement

ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই বিনামূল্যে মিলবে 2 লক্ষ টাকা, এইভাবে আবেদন জানান।

পিএনবির ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট করার জন্য আর মাত্র একদিন বাকি রয়েছে। রবিবার ব্যাংকের সমস্ত শাখা বন্ধ থাকার জন্য ১২ ডিসেম্বর সোমবার যখন সমস্ত শাখা খুলবে, তখন গ্রাহকদের কেওয়াইসি জমা দিতে হবে।
Written by Rajib Ghosh.

5 লাখ টাকা দিলে Primary TET পাশ, 10 লাখ দিলে চাকরি পাকা।

Advertisement
Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement