Advertisement
Bank Timings New Banking Time of SBI
Advertisement

Bank Timings : এবার ব্যাংকের সময়ে হেরফের ঘটাল আরবিআই.

আমুল বদলে গেল ব্যাংকের সময়সূচী (Bank Timings). নিয়মটি লাগু করা হয়েছে এসবিআই সহ দেশের আরো ৭ টি সরকারি এবং ২০ টি বেসরকারি ব্যাংকের ক্ষেত্রে (banking time)। ব্যাংক কখন খুলবে আর কখন বন্ধ হবে এক নজরে দেখে নেওয়া যাক।

Advertisement

গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে আরও একধাপ এগিয়ে এলো আরবিআই (RBI)। এবার থেকে এগিয়ে যাচ্ছে ব্যাংক খোলার সময় (Bank Timings)। আর বি আই এর ঘোষণা অনুযায়ী গতকাল অর্থাৎ ১৮ এপ্রিল থেকে ব্যাংক আরো ১ ঘন্টা বেশি খোলা থাকছে গ্রাহকদের উদ্দেশ্যে।

Advertisement

ব্যাংক খোলার সময়-
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ঘোষণা অনুযায়ী ১৮ এপ্রিল থেকে ব্যাংক খোলার (Bank Timings) সময়ে বড়োসড়ো পরিবর্তন ঘটেছে। এতদিন দেশের সমস্ত ব্যাংক সকাল ১০ টা থেকে খোলা হত গ্রাহকদের উদ্দেশ্যে এবং খোলা থাকতো বিকেল ৫ টা পর্যন্ত। তবে এবার গ্রাহকেরা হাতে আরো ১ ঘণ্টা বেশি সময় পাচ্ছেন ব্যাংকের কাজ সামলানোর জন্য।

Advertisement

অর্থাৎ এবার থেকে গ্রাহকদের উদ্দেশ্যে ব্যাংক খোলা হবে সকাল ৯ টায়। তবে বদল ঘটেনি ব্যাংক বন্ধ হওয়ার সময়ে। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী অর্থাৎ বিকেল ৫ টা পর্যন্তই খোলা থাকবে ব্যাংক (banking time)। এই নতুন নিয়মটি লাগু করা হয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (sbi bank timings) সহ দেশের আরো ৭ টি সরকারি এবং ২০ টি বেসরকারি ব্যাংকের ক্ষেত্রে।

কার্ড ছাড়া টাকা তোলা
দেশের অর্থনীতিকে আরও একধাপ এগিয়ে নিয়ে যেতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইতিমধ্যে ঘোষণা করেছে এটিএম কার্ড ডেবিট কার্ড ছাড়াই এটিএম থেকে তোলা যাবে টাকা। এই ব্যবস্থা শুরু হওয়ার ফলে একদিকে যেমন এটিএম জালিয়াতির ঘটনা কমবে, তেমনি অতিমারীতে বিশেষ সতর্কতা পালনে না ছুঁয়েই নগদের লেনদেন করা যাবে। মূলত এই ব্যবস্থা চালু করা নিয়ে বেশ কয়েক মাস আগে থেকেই উদ্যোগী হয়েছিল আরবিআই। তবে এবার সেই প্রস্তাবকে সর্বসমক্ষে আনলো আরবিআই (RBI)।

EK24 News

আরও পড়ুন, SBI এর ফিক্সড ডিপোজিটকে টেক্কা দিতে পোস্ট অফিসের এই নতুন স্কিম, জানুন বিস্তারিত

যেহেতু টাকা তোলার জন্য নিয়ে যেতে হবে না কোন এটিএম বা ডেবিট কার্ড তাই গ্রাহকদের সেটি হারানোর কোন ভয় থাকবে না। পাশাপাশি ব্যাংক প্রতারণার থেকেও অনেক নিরাপদে থাকতে পারবেন গ্রাহকরা। গত কয়েক বছর ধরে এটিএম জালিয়াতি যেন আকছার ঘটতে দেখা যাচ্ছে ভারতে। Bank Timings

Advertisement

তাই যাতে এটিএম এর ভিতরে স্ক্রিমিং মেশিন বসিয়ে বা মেশিন ক্লোন করে কোনভাবে টাকা জালিয়াতি না করা যায় সেই কারণে এই ব্যবস্থা চালু করতে চলেছে আরবিআই। আপাতত দেশের মাত্র কয়েকটি ব্যাংকের এই পরিষেবা চালু থাকলেও দেশের সমস্ত ব্যাংকে এই পরিষেবা চালু হতে চলেছে, এমনটাই ঘোষণা আরবিআই-এর।

এই বিষয়ে (Bank Timings) আপনার কি মত? নিচে কমেন্ট করে জানাতে পারেন। দেশের অর্থনীতি সংক্রান্ত অন্যান্য খবরের আপডেট পেতে ফলো করতে ভুলবেন না এই ওয়েবসাইটটি।
Written By- Manisha Basak.

2 টাকার এই স্পেশাল কয়েন বিক্রয় করে ৫ লাখ টাকা পাবেন, অনলাইনে

Advertisement
Advertisement
One thought on “Bank Timings – বদলে গেল ব্যাংক খোলার সময়, জানুন কখন ব্যাংক খুলবে ও বন্ধ হবে, Breaking News on Banking Time”
  1. শিরোনামে দেখানো হল যে ব্যাঙ্ক থেকে একবারে পাঁচ হাজার টাকার বেশী তোলা যাবেনা, অথচ আসল খবরে তার কোনও উল্লেখ নেই। কোন ব্যাঙ্কের নোটিশ এটা? RBI এর নোটিশ কোথায়? এইসব বিভ্রান্তিকর খবর দয়া করে ছড়াবেন না। যদি খবর সত্য হয় তার সঙ্গে প্রকৃত সহায়ক তথ্য পেশ করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement