Advertisement
Ration Card
Advertisement

Ration Card নিয়ে কেন্দ্রীয় সরকার নিয়ে এল নয়া নিয়ম।

দেশের সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য Ration Card নিয়ে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটিতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এই অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি CCEA সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে নির্দিষ্ট পরিমাণে ডাল সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে।

Advertisement

সমর্থন মূল্য স্কিম এবং মূল্য নিয়ন্ত্রণ তহবিল (Ration Card Distribution) থেকে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে এই ডাল সরবরাহ করবে কেন্দ্র। 31 আগস্ট অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি তুর, অরদ এবং মুসুর ডাল সংগ্রহের লক্ষ্যমাত্রা 25 শতাংশ থেকে বৃদ্ধি করে 40 শতাংশ করেছে।

Advertisement

কেন্দ্রীয় সরকারের (Ration Card) পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, এই সিদ্ধান্তের ফলে দেশ জুড়ে কৃষকেরা ডাল উৎপাদনে আরো উৎসাহিত হবেন। পাশাপাশি তারা ডাল চাষের মাধ্যমে যে বিনিয়োগ করবেন, তারপরে উৎপাদিত পণ্যের লাভজনক মূল্য পাবেন। বর্তমানে দেশে ডাল উৎপাদন বৃদ্ধি পেয়েছে। গত 3 বছরে দেশজুড়ে কৃষকেরা যথেষ্ট বেশি পরিমাণে ডাল উৎপাদন করেছেন। ফলে এই মুহূর্তে দেশে 30.55 লক্ষ মেট্রিক টন ডাল কেন্দ্রীয় সরকারের ভাড়ারে মজুত রয়েছে।

Advertisement

রেশন কার্ড থাকলে এই মাসে বিনামূল্যে 21Kg চাল ও 13Kg আটা পাবেন, দেখুন কোন কার্ডে কি কি পাবেন।

দেশজুড়ে যে খাদ্যশস্য (Ration Card) উৎপাদন হয়, তার একটা অংশ কেন্দ্র এবং রাজ্য সরকার কৃষকদের কাছ থেকে সংগ্রহ করে। এই সংগৃহীত খাদ্যশস্য Public Distribution System-এর মাধ্যমে বিভিন্ন প্রকল্পে ব্যবহার করা হয়ে থাকে। এর ফলে একদিকে যেমন স্বাভাবিক নিয়মেই কেন্দ্র এবং রাজ্য সরকার কৃষকদের কাছ থেকে খাদ্যশস্য নিয়ে মানুষের মধ্যে বিতরণ করে, পাশাপাশি কৃষকেরাও লাভজনক মূল্য পেয়ে থাকেন। ফলে কৃষিক্ষেত্রে কৃষকেরা বিনিয়োগ করতে উৎসাহিত হবেন।

কেন্দ্রের পক্ষ থেকে বলা হয়েছে, প্রতিটি রাজ্য (Ration Card) এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে 15 লক্ষ মেট্রিক টন ডাল সরবরাহ করা হবে। যতদিন পর্যন্ত এই 15 লক্ষ মেট্রিক টনের লক্ষ্যমাত্রা পূরণ না হবে ততদিন পর্যন্ত সংশ্লিষ্ট রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে ডাল দেওয়া হবে।

EK24 News

First Come First Serve ভিত্তিতে রাজ্যের ইস‍্যু মূল্যের (Central Govt. Ration Distribution) থেকে প্রতি কেজি 8 টাকা ছাড় দিয়ে এই 15 লক্ষ মেট্রিক টন ডাল সরবরাহ করবে কেন্দ্র। বিবৃতিতে বলা হয়েছে, সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, Mid Day Meal এবং শিশু বিকাশ কর্মসূচির মত প্রকল্পে কেন্দ্রের সরবরাহ করা এই ডাল ব্যবহার করতে পারবে।

Advertisement

কেন্দ্রের পক্ষ থেকে 12 মাস সময় ধরে এই 15 লক্ষ মেট্রিক টন ডাল (Central Govt. Ration Distribution) লক্ষ্যমাত্রা ছোঁয়া না পর্যন্ত সরবরাহ করা হবে। এর জন্য কেন্দ্রীয় সরকার 1200 কোটি টাকা বরাদ্দ করেছে। তবে এই ডাল এককালীন বিতরণ ব‍্যবস্থার মাধ্যমে দেওয়া হবে।
Written by Rajib Ghosh.

এই নিয়মটি না মানলে পাওয়া যাবে না রেশন, বিশদে জানুন, New Update.

Advertisement
Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement