Advertisement
রেশন কার্ডে মাত্র 100 টাকাতেই মিলবে সারামাসের মুদিখানা বাজার
Advertisement

মাত্র ১০০ টাকা দিলেই রেশনে সারা মাসের মুদিমাল দিচ্ছে সরকার। Ration Card নিয়ে নয়া প্রকল্প আনলো সরকার। যেখানে আপনার হাজার হাজার টাকা সাশ্রয় হতে পারে। কি কি সুবধা পাবেন, কি কি দ্রব্যাদি পাবেন, জেনে নিন, এক নজরে।

Advertisement

রেশন কার্ডে ১০০ টাকায় মাসকাবারী

সারা মাসের বাজার বাজার মাত্র একশ টাকায় পেয়ে যাচ্ছেন। আশ্চর্য হয়ে যাচ্ছেন? হ্যাঁ, এটাই সত্যি। প্রতিমাসে মুদিখানার বাজার করতে গিয়ে অন্ততপক্ষে দেশবাসীদের কত টাকার প্রয়োজন হয় সেটা প্রায় সকলেই জানেন। সংসারের মূল খরচটাই বাঁধা থাকে মুদিখানার বাজার করার উপরে। আর সেখানে প্রতি মাসে কয়েক হাজার টাকা ধরা থাকে এই খরচে। আর সেই মুদিখানার বাজার যদি পেয়ে যান মাত্র ১০০ টাকায়, তাও সারা মাসের জন্য, তাহলে একবার ভেবে দেখুন, ঘটনাটি কতখানি আশ্চর্যের হতে পারে।

Advertisement

সম্প্রতি কেন্দ্রীয় সরকার রেশন কার্ডধারীদের জন্য এক নতুন আপডেট নিয়ে এসেছে। Ration Card কার্ডধারীরা এরপর থেকে সরকারের তরফে এই পরিষেবা পেতে চলেছেন। দেশজুড়ে একটানা মূল্যবৃদ্ধি। দৈনন্দিন জিনিসপত্রের দাম লাগামছাড়া। আর এই রকম একটা পরিস্থিতিতে Ration Card থাকলেই সরকারের তরফে বিরাট সুযোগ পেতে চলেছেন।

Advertisement

ডিসেম্বর মাস পর্যন্ত কেন্দ্রীয় সরকার Ration Card এ যে পরিষেবা কোভিড সময়কাল থেকে দেওয়া হচ্ছিল সেই পরিষেবা দেওয়ার জন্য সময়সীমা বৃদ্ধি করেছে। আর তারপরই বিভিন্ন রাজ্য সরকার রেশন কার্ডধারীদের জন্য উল্লেখযোগ্য আপডেট করেছে।

ক্রমবর্ধমান মূল্যস্ফীতির কারণে মানুষের নাজেহাল অবস্থা থেকে একটু স্বস্তি দেওয়ার জন্য চিনির দাম রেশন কার্ডে যথেষ্ট সস্তায় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। তবে সমস্ত রেশন কার্ডধারীরা এই সুবিধা পাবেন না। একমাত্র যাদের অন্ত‍্যোদয় রেশন কার্ড রয়েছে তারাই এই সুবিধা পাবেন। সেক্ষেত্রে রেশনে চিনির দাম প্রতি কেজি ২০ টাকা হিসাবে নিতে পারবেন তারা।

EK24 News

পশ্চিমবঙ্গে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করলেই পোষ্ট অফিসে চাকরি পাবেন,

এরফলে অন্ত‍্যোদয় রেশন কার্ডধারকরা এই মূল্যবৃদ্ধির সময়ে যথেষ্ট স্বস্তি পাবেন। দিওয়ালি এবং ছট পুজোর সময় কেন্দ্রের পক্ষ থেকে এই ঘোষণায় সুবিধা পেতে চলেছেন যাদের অন্ত‍্যোদয় Ration Card রয়েছে একমাত্র তারাই।
তবে কেন্দ্রীয় সরকারের এই ঘোষণার পাশাপাশি মাসে মাত্র ১০০ টাকায় মুদিখানা বাজার দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে মহারাষ্ট্র সরকার। দিওয়ালির অফার হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে মহারাষ্ট্র।

Advertisement

সারাবছর জমিয়ে করার মতো বিরাট ব্যবসার আইডিয়া, কোনও লস নেই। একবার শুরু করলে লালে লাল।

সেক্ষেত্রে ওই রাজ্যের বাসিন্দারা মাত্র ১০০ টাকার মধ্যে ১ কেজি সুজি, সর্ষের তেল, মসুর ডাল, চিনা বাদাম সহ কিছু মুদিখানার সামগ্রী পেয়ে যাবেন। তবে এক মাসের জন্য এই সুবিধা দিচ্ছে মহারাষ্ট্র সরকার। কেন্দ্রের অন্ত‍্যোদয় রেশন কার্ডধারীদের জন্য পরিষেবা দেওয়ার সঙ্গে মহারাষ্ট্র সরকারের এই ঘোষণায় যথেষ্ট স্বস্তি পাবেন ওই রাজ্যের মানুষেরা।

কৃষক বন্ধু প্রকল্পে আরও অনেকেই টাকা পাচ্ছেন, দেখতে ক্লিক করুন

এদিকে কেন্দ্রের অন্তদয় কার্ড একাধিক রাজ্য গ্রহন করেছে। যেখানে বছরে ফ্রি সিলিন্ডার পাওয়া যায়। Ration সামগ্রীর সাথে অন্যান্ন সামগ্রী ও পাওয়া যায়। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এই কার্ড গ্রহণ করেনি। আপনার কি মনে হয়, এই কার্ড পশ্চিমবঙ্গে চালু হওয়া উচিত? নিচে কমেন্ট করে জানাবেন।
Written by Rajib Ghosh.

Advertisement
Advertisement
3 thoughts on “রেশন কার্ডে মাত্র 100 টাকাতেই মিলবে সারামাসের মুদিখানা বাজার, চাল, ডাল, তেল, নুন সব দেবে সরকার।”
    1. এখন যে মানুষ খাটতে পারে তার খাবারের অভাব হয় না, একটি লেবার দিনে নূন্যতম ৩৫০ টাকা আয় করে। সূতরাং, ১০০ টাকার রেশন গ্ৰহনযোগ্য নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement