Advertisement
Ration Card Aadhaar Link (রেশন কার্ড)
Advertisement

Ration Card : বদলে গেল রেশন কার্ডের 3 টি নিয়ম, না জানলে বরাদ্দ পাবেন না।

সারা দেশে রেশনিং ব্যবস্থার (Ration Card) মাধ্যমে দেশবাসীকে কেন্দ্র ও রাজ্য সরকার বিনামূল্যে বা ন্যূনতম মূল্যে খাদ্যশস্য সরবরাহ করে থাকে। যার ফলে দেশের ৮০ কোটি রেশন গ্রাহক (Ration Card Holder) উপকৃত হন। কেন্দ্র এবং রাজ্য উভয় সরকারই রেশনিং ব্যবস্থার মাধ্যমে মানুষকে এই সুবিধা দিয়ে থাকে।

Advertisement

জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অধীনে (NFSA Ration Card) দেশবাসী রেশন কার্ডের মাধ্যমে নিয়মিত খাদ্যশস্য সংগ্রহ করে থাকেন। রেশনিং ব্যবস্থা কতটা গুরুত্বপূর্ণ, আর এর ফলে মানুষ কতটা উপকৃত হয়েছেন, তার সবচেয়ে বেশি প্রমাণ পাওয়া গিয়েছে অতিমারীসংক্রমণে লকডাউন পরিস্থিতির সময়। যখন দেশজুড়ে কর্মসংস্থান বন্ধ হয়ে গিয়েছিল, সমস্ত সংস্থা, দোকান, বাজার, স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছিল, ঠিক সেই সময়ে মানুষকে বাঁচানোর লক্ষ্যে একমাত্র রেশনিং সিস্টেমকেই সরকার হাতিয়ার করেছে।

Advertisement

আর এর ফলে দেশের কোটি কোটি মানুষ সেই সময়ে উপকৃত হয়েছেন। কেন্দ্রীয় সরকারের তরফে ২০২৩ সালে রেশনে (Ration Card) খাদ্যশস্য দেওয়ার জন্য প্রায় ২ লক্ষ কোটি টাকা ব্যয় বরাদ্দ ধার্য করেছে। ২০২০ সালে করোনা সংক্রমণের লকডাউন এর সময় রেশনিং সিস্টেম এর মাধ্যমে কেন্দ্র দেশবাসীকে যে পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, তা আরো বাড়িয়ে ২০২৪ সাল পর্যন্ত করে দিয়েছে। আর গতকাল নতুন বাজেট ঘোষণা করার সময়ে এর মেয়দ আরও এক বছর বাড়িয়ে দেওয়া হলো।

Advertisement

তবে বার বার রেশন তোলা নিয়ে দুর্নীতির অভিযোগ আসছে। তাই সঠিক গ্রাহক কে তার বরাদ্দ পৌঁছে দিতে সরকার বিভিন্ন সময়ে নতুন নিয়ম চালু করে। আর এই মাসেও আরেকটি নতুন নিয়ম চালু করলো। একাধিক রাজ্য এই নিয়ে খাদ্য সরবরাহ দপ্তর বা Ration Card Food Supply Office এ নির্দেশিকা পাঠিয়েছে। কি সেই নতুন নিয়ম জেনে নিন।

১) পশ্চিমবঙ্গে গত বছর পাড়ায় পাড়ায় প্রত্যেক গ্রাহকের মোবাইল নম্বর ও আধার কার্ডের সাথে লিংক করিয়েছেন। যাতে গ্রাহক বা পরবারের যেকোনো একজন যাতে রেশন তুলতে পারে। কিন্তু সেই সময়ে অনেকেইবাড়িতে ছিলেন না কিম্বা লিংক করতে পারেন নি। অন্যদিকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন ডিজিটাল কার্ড (Digital Ration Card) না থাকলেও কেউ যেন বঞ্চিত না হয়। আর সেই সুযোগ নিয়ে অনেকেই তার কার্দ অন্যকে দিয়ে রেশন তুলে নিচ্ছেন। যার ফলে বঞ্চিত হচ্ছে সত্যিকারের অভাবী মানুষেরা। তাই এবার থেকে সকলকে লিংক করানোর নির্দেশ দেওয়া হলো। না মানলে পরের মাসে আর রেশন পাবেন না।

EK24 News

রেশন থেকে আয়কর, চাকরি থেকে ছুটি, জেনেনিন কি কি পেলেন এবারের বাজেটে।

Advertisement

২) এবার সারা দেশের রেশনিং ব্যবস্থায় (Rationing System Change) যথেষ্ট গুরুত্বপূর্ণ বদল এসেছে। রেশন কার্ড হোল্ডাররা এবার থেকে কম পরিমাণে খাদ্যশস্য পাবেন। একাধিক রাজ্য সরকারের তরফে এই ঘোষণা করা হয়েছে।
তেলেঙ্গানা সরকার ঘোষণা করে জানিয়েছে, তাদের রাজ্যের বাসিন্দারা রেশনের মাধ্যমে ১ কেজি কম চাল পাবেন। আগের তুলনায় চালের কোটার পরিমাণ কমিয়ে দেওয়া হয়েছে।

লটারি জেতার গোপন সুত্র, নতুন কৌশলে টিকিট কাটুন, কোটি টাকা ঘরে আনুন।

৩)পাশাপাশি, যাদের রেশন কার্ডের (Ration Card List) তালিকা থেকে ন্যায্য উপভোক্তা হওয়া সত্বেও নাম বাদ গিয়েছে, তারা সরাসরি অভিযোগ জানাতে পারবেন। যাতে ন্যায্য গ্রাহকরা রেশনিং সিস্টেমের মাধ্যমে খাদ্যশস্য সংগ্রহ করতে পারেন, তাই তাদের সুবিধার জন্য টোল ফ্রি নম্বর চালু করা হয়েছে হরিয়ানা সরকারের তরফে।

সরকারের এই প্রকল্পে 8000 টাকা দিচ্ছে, বাংলার মানুষ কিভাবে নাম লেখাবেন জেনে নিন।

হরিয়ানা সরকার ইতিমধ্যে যে টোল ফ্রি নম্বর জারি করেছে, তা হল ১৯৬৭ এবং ১১৮০০১৮০২৮৭
এই দুই নম্বরেই সেই রাজ্যের রেশন কার্ড হোল্ডাররা যোগাযোগ করে তাদের সমস্যা জানিয়ে সমাধানের জন্য আবেদন করতে পারবেন।
Written by Rajib Ghosh.

Advertisement
Advertisement
Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement