Advertisement
Ramdan Holidays (রমজানের ছুটি)
Advertisement

রমজান মাস উপলক্ষে সরকারি দপ্তরে মুসলিম সম্প্রদায়ের কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার (Ramdan Holidays)। ইসলাম ধর্মাবলম্বীদের কাছে পবিত্র রমজান মাসে নিয়ম মেনে প্রতিদিন তারা রোজা রাখেন, সারাদিন উপবাস করেন। সেই রোজা এবং উপবাস সন্ধ্যেবেলায় সূর্য ডোবার পরে ভাঙেন। সেই সময় তারা প্রতিদিন ইফতারের আয়োজন করে থাকেন। সেই ইফতারে ইসলাম ধর্মাবলম্বীদের জমায়েত হয়। মুসলিম সম্প্রদায়ের এই ধর্মীয় নিয়মের দিকে লক্ষ্য রেখেই রাজ্য সরকারের তরফে গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করা হয়েছে।

Advertisement

Ramdan Holidays 2023

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের স্কুলগুলিতে যে সমস্ত মুসলিম শিক্ষক এবং শিক্ষা কর্মীরা (Muslim Teaching and Non Teaching Staff) চাকরি করেন, তারা এই রমজান মাসে তাড়াতাড়ি ছুটি (Ramzan Month Early Leave) নিতে পারবেন। মধ্যশিক্ষা পর্ষদের তরফে ২৭ মার্চ একটি নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, সমস্ত সরকারি স্কুলগুলিতে মুসলিম সম্প্রদায়ের শিক্ষক এবং শিক্ষা কর্মীরা রমজান মাসে নির্ধারিত ছুটির সময়ের আগেই ছুটি নিতে পারবেন (Ramdan Holidays)।

Advertisement

সেক্ষেত্রে বিকেল সাড়ে তিনটের মধ্যেই তারা ছুটি পেয়ে যাবেন। সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের কাছে তাদের অনুমতি নিয়ে নিতে হবে। ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইসলাম ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানিয়েছেন। রমজান মাসের সকলের সুস্বাস্থ্য প্রার্থনা করে টুইট করেছেন মুখ্যমন্ত্রী (Ramdan Holidays)।

Advertisement

এর আগেও বহুবার দেখা গিয়েছে, রাজ্য সরকার সমস্ত ধর্ম, বর্ণ, জাতি, সম্প্রদায়ের উৎসবে ছুটি ঘোষণা করে থাকে। যে ধর্মীয় আচার-আচরণ পালন করা হয়, সেই সমস্ত নিয়মকানুন যাতে নির্দিষ্ট ধর্মাবলম্বী মানুষেরা পালন করতে পারেন, সেই দিকে নজর দিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ছুটি ঘোষণা করে থাকেন। হিন্দুদের দুর্গোৎসব থেকে শুরু করে সমস্ত পুজোর সময় ছুটি দেওয়া হয় সরকারের তরফে (Ramdan Holidays)। এবার দুর্গাপুজো আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার পরে তা পালনের জন্য সরকারের তরফে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছিল।

ডিএ আন্দোলনের জের, 26,000 কর্মীকে শোকজ, বেতন কাটা, বদলীর অর্ডার।

বিশ্ব দরবারে বাঙালির দুর্গা পুজো আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে। মুসলিম ধর্মাবলম্বীদের ঈদ, মহরম, শবেবরাত সহ বিভিন্ন ধর্মীয় উৎসবে সরকারের তরফে ছুটি দেওয়া হয়। পাশাপাশি, শিখ, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান সহ সমস্ত ধর্মাবলম্বীদের জন্য তাদের ধর্মীয় আচার-আচরণ পালনের উদ্দেশ্যে রাজ্য সরকারের তরফে ছুটি প্রদান করা হয়ে থাকে। সব ধর্ম, সম্প্রদায়ের মানুষ যাতে তাদের ধর্মীয় উৎসব পালনের মাধ্যমে আনন্দ করতে পারেন, সেই দিকে নজর রয়েছে রাজ্য সরকারের।

EK24 News

শুধু তাই নয়, সম্প্রতি রাজ্য মন্ত্রিসভার বৈঠকে রাজ্য সরকারি কর্মীদের জন্য অ্যাড হক বোনাস (Adhoc Bonus) এবং ফেস্টিভ‍্যাল অ্যাডভান্স (Festival Advance) বাড়ানোর সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে। ফলে আগের তুলনায় বোনাস এবং উৎসবের অগ্রিম যে টাকা তারা পেয়ে থাকেন, সেটা বেশ কিছুটা পরিমাণে বেশি পেতে চলেছেন সরকারি কর্মীরা। কেন্দ্রের আর্থিক বঞ্চনা সত্বেও রাজ্য সরকার সরকারি কর্মী থেকে রাজ্যের সাধারণ মানুষদের জন্য প্রতিনিয়ত বিভিন্ন ধরনের সুবিধা ঘোষণা করে থাকে (Ramdan Holidays)।

Advertisement

লটারির টিকিটে কোটি টাকা জেতার 7 টি অভিনব ট্রিকস, আর ভাগ্য পরিক্ষা নয় বুদ্ধি দিয়ে টাকা জিতুন।

এবারে দেখা গেল, রমজান মাসে স্কুলের মুসলিম শিক্ষক এবং অশিক্ষক কর্মীরা যাতে রোজা রাখার পরে সন্ধের সময় নিয়ম অনুযায়ী ইফতারে যোগ দিতে পারেন, সেই দিকে লক্ষ্য রেখে সরকারের তরফে অগ্রিম ছুটি দেওয়ার কথা ঘোষণা করা হলো। নির্ধারিত যে সময়ে সাধারণত স্কুলগুলিতে ছুটি হয়ে থাকে, তার অনেকটা আগেই বেলা সাড়ে তিনটের মধ্যে মুসলিম শিক্ষক এবং অশিক্ষক কর্মীরা সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিয়ে ছুটি নিতে পারবেন। এই সংক্রান্ত নির্দেশিকা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফে জারি করা হয়েছে।
Written by Rajib Ghosh.

Advertisement
Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement