Provident Fund – পুজোর আগে সুদ জমা পড়বে তো?

দীর্ঘদিন ধরেই অনিয়মিত প্রভিডেন্ট ফান্ডের (Provident Fund) সুদ ক্রেডিট হওয়া। পুজোর আগে কি আদৌ মিলবে কর্মচারী প্রভিডেন্ট ফান্ডের (Provident Fund) সুদ? জমা পড়বে গ্রাহকদের অ্যাকাউন্টে। সংশয়ে ইপিএফ গ্রাহকদেরই একটি বড় অংশ। কবে নাগাদ গ্রাহকদের অ্যাকাউন্টে ইপিএফ সুদ জমা পড়বে, তা নিয়ে কোনও উচ্চবাচ্যই করছে না শ্রমমন্ত্রকের আওতাধীন কর্মচারী ভবিষ্যনিধি সংগঠন (EPFO)। ফলে গোটা বিষয়টি নিয়েই তীব্র জল্পনার সৃষ্টি হয়েছে। ইপিএফের সুদ মিলবে কবে? আপাতত এই প্রশ্ন করেই একের পর এক ফোন আসছে নয়াদিল্লির শ্রমশক্তি ভবন ও ইপিএফওর আঞ্চলিক কার্যালয়গুলিতে। গত মার্চ মাসে শ্রীনগরে ইপিএফও অছি পরিষদের বৈঠকে তৎকালীন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী তথা পদাধিকার বলে অছি পরিষদের চেয়ারম্যান সন্তোষকুমার গঙ্গোওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, ২০২০, ২০২১ আর্থিক বছরের ইপিএফের সুদের হারে কোনও পরিবর্তন করা হবে না। ২০১৯, ২০২০ অর্থবর্ষের মতোই তা সাড়ে আট শতাংশ থাকবে। সেই সিদ্ধান্ত গ্রহণের পর প্রায় সাত মাস কেটে গেলেও এখনও পর্যন্ত গ্রাহকদের অ্যাকাউন্টে সুদ জমা পড়েনি। জল্পনার সৃষ্টি হয়েছে, পুজোর মরশুমের আগেই সুদ জমা পড়বে তো? যদিও  গ্রাহকদের একটি বড় অংশের অভিযোগ, গতবারও একইভাবে উৎসবের মরশুমের আগে সুদ জমা পড়া নিয়ে জল্পনার সৃষ্টি হয়েছিল। শেষমেশ তা মেলে গত জানুয়ারি মাসে। অর্থাৎ, বছর ঘুরে। এবারও তেমন কিছু হবে কি না, সেই আশঙ্কাই দানা বাঁধছে ইপিএফ গ্রাহকদের একাংশের মধ্যে।

Advertisement

Advertisement
শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment