Advertisement
Business Ideas
Advertisement

Business Ideas: শুধুমাত্র কেনাবেচা করুন! এই ব‍্যবসায় লাভের কড়ি পকেটে ঢুকবেই, দেখুন

ব্যবসা করতে চাইলেই তো হল না। কোন ব্যবসা (Business Ideas) করলে লাভবান হতে পারবেন, সেই দিকে নজর দেওয়া দরকার। সমস্ত ব্যবসায় একই সমীকরণে লাভ লস থাকে না। এমন কিছু ব্যবসা রয়েছে যা মানুষের দৈনন্দিন প্রয়োজনে লাগে। সেই ধরনের সামগ্রীর ব্যবসা করলে আপনি সহজেই লাভবান (Profit) হতে পারেন।

Advertisement

তবে সেই ব্যবসা সম্বন্ধে আপনার যথেষ্ট অভিজ্ঞতা তৈরি করে নিতে হবে। এক্ষেত্রে যদি আপনি সমস্ত কিছু আগেভাগে না জেনে থাকেন, তবুও আপনি সেই বিষয়ে ট্রেনিং নিতে পারেন বা অন্য কোনো জায়গা থেকে জেনে নিতে পারবেন। তার পরেই শুরু করুন (Business Ideas) এই ব্যবসা। এখানে এমন একটি ব্যবসা সম্বন্ধে আলোচনা করা হবে।

Advertisement

এই ব্যবসাটি মানুষের দৈনন্দিন প্রয়োজনীয় অন্যান্য সামগ্রীর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেটি হল, ধান কেনা বেচার ব্যবসা। যেহেতু এশিয়া এবং আফ্রিকা মহাদেশের মানুষজন মূলত চাল এবং আটা এই দুই ধরনের খাদ্যের উপরেই নির্ভর করে থাকেন। সেই কারণে ধান সবচেয়ে গুরুত্বপূর্ণ শস্য। ধান থেকে চাল এবং আটা তৈরি করা হয়।
যেহেতু আমাদের দেশে সবচেয়ে গুরুত্বপূর্ণ খাদ্যশস্য এটি সেহেতু এর ব্যবসা যদি শুরু করতে পারেন, তাহলে আপনি লাভবান হতে পারবেন। Business Ideas

Advertisement

প্রথমেই কিভাবে ধান কিনবেন, এই বিষয়ে আগে জানতে হবে। ধানের বেশ কয়েকটি মরশুম রয়েছে অর্থাৎ সেই সমস্ত মৌসুমে ধান জমিতে চাষ করার পর কৃষকেরা তুলে থাকেন। তার পরেই সেটি খোলা বাজারে আসে এবং সেই ধান মাড়াই করার পরে চাল এবং আটা তৈরি করা হয়। কৃষকদের (Farmer) কাছ থেকে ধান সরাসরি ক্রয় করতে পারেন। আবার যদি বেশি পরিমাণে ধান কেনার ইচ্ছা থাকে তাহলে আপনি খোলাবাজারে বা সংশ্লিষ্ট হাটে গিয়ে ধান কিনে নিতে পারেন।

ধানের ব্যবসার ক্ষেত্রে আরও একটি বিষয়ে নজর দেওয়া প্রয়োজন। সেটি হলো ধান কিনে নেওয়ার পরে গুদামজাত করে রাখবার দরকার। সেই ধরনের গুদামের খোঁজ করতে হবে। যেখানে সহজেই ট্রাকে করে ধান লোড করে নিয়ে এসে গুদামে ঢুকিয়ে রেখে দেওয়া যাবে। সাধারণত ধান রাখার পর কমবেশি 2 থেকে 3 মাস সময়ের মধ্যেই ধান বিক্রি করে দেওয়া উচিত। Business Ideas

EK24 News

তবে এর বেশি সময় ধরেও ধান গুদামজাত করতে পারেন। সেদিকে লক্ষ্য রাখতে হবে যেন কোনো পোকামাকড়, ইঁদুর ধান নষ্ট করতে না পারে। পাশাপাশি যেখানে ধান রাখা হয়েছে সেই গুদামে যেন কোনোভাবেই জল ঢুকতে না পারে। তাহলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। Business Ideas

Advertisement

মরশুমের ধানের জাত চেনার প্রয়োজন রয়েছে। সেই বিষয়ে যদি কোনো অভিজ্ঞতা না থাকে তাহলে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেনিং নিয়ে নিতে পারেন। আবার কৃষকদের কাছ থেকে সেই অভিজ্ঞতা সঞ্চয় করতে পারেন। যেদিন ধান কিনে এনে গুদামজাত করলেন, সেদিন থেকেই বাজারে ধান বিক্রি করতে পারবেন। সেক্ষেত্রে প্রতি মণ পিছু 100 টাকা করে লাভ থাকলেই ধানখোলা বাজারে বিক্রি করে দিতে পারেন। সেখানে আপনি ব্যবসায় লাভ দেখতে পারবেন। Business Ideas

তবে যদি কোনো কারণে দেখা যায় যে দামে আপনি ধান ক্রয় করেছেন বাজারে সেই দর অনেকটাই নিচে নেমে গিয়েছে, তখন একটা কৌশল করুন। সেটি হলো ধানগুলো নিয়ে গিয়ে চালকল থেকে চাল এবং আটা করে নিয়ে আসুন। তারপরে সেই চাল খোলাবাজারে বিক্রি করুন। ধানের তুলনায় চালের দাম অনেকটাই বেশি। ফলে সে ক্ষেত্রে আপনি লাভ পেয়ে যাবেন। Business Ideas

গরমকালের সবচেয়ে লাভজনক ব্যাবসা, দেখুন

50 হাজার টাকা থেকে শুরু করে কোটি টাকা পর্যন্ত ধানের ব্যবসায় বিনিয়োগ করা যেতে পারে। সেটা আপনার উপর নির্ভর করছে। আপনি প্রথমেই যথেষ্ট বেশি টাকা বিনিয়োগ না করে অল্প অল্প করে শুরু করতে পারেন। সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করে নিয়ে এসে খোলাবাজারে আপনি বিক্রি করতে পারেন। Business Ideas
সমস্ত ধরনের ব্যবসাতেই লাভ লস থাকে। ফলে সেটা আপনার অভিজ্ঞতা এবং ব্যবসা করার পদ্ধতির উপরেই নির্ভর করছে।
Written by Rajib Ghosh

Advertisement

 স্বল্প বিনিয়োগে ব্যাপক লাভ! আজই শুরু করুন এই চাষাবাদ, মাসে আয় করুন লাখ

Advertisement
Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement