Advertisement
How to pass Primary TET 2022 (প্রাইমারী টেট)
Advertisement

যারা Primary TET পরীক্ষা দিচ্ছেন তারা ইতিমধ্যেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করা শুরু করে দিয়েছেন। প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ১১ ডিসেম্বর বেলা ১২টা থেকে দুপুর ২.৩০ পর্যন্ত টেট পরীক্ষা নেওয়া হবে। তবে TET দেওয়ার আগে এক নজরে দেখে নিন বিস্তারিত তথ্য।

Advertisement

Primary TET এর সাত সতেরোঃ

মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে প্রাইমারি টেটে।
পরীক্ষার সময়সীমা মোট আড়াই ঘন্টা।
ইংরেজি এবং বাংলাতে প্রশ্ন হবে।
প্রতিটি প্রশ্নের পূর্ণমান ১ নম্বরের।
কোনো নেগেটিভ মার্কিং থাকবে না।

Advertisement

এবার থেকে যারা Primary TET পরীক্ষা দেবেন তারা উত্তীর্ণ হওয়ার পর সার্টিফিকেট পেলে তার বৈধতার মেয়াদ সারাজীবন। তবে যারা উত্তীর্ণ হবেন তারা চাইলে ফের Primary TET পরীক্ষায় বসে তার স্কোর বাড়াতে পারেন। তবে প্রত্যেক ক্ষেত্রেই শিক্ষক প্রশিক্ষণ বাধ্যতামূলক।

Advertisement

Primary TET অ্যাডমিট কার্ড কিভাবে ডাউনলোড করবেন:
www.wbbpe.org ওয়েবসাইটে গিয়ে Online Application for Teacher Eligibility Test 2022 এ ক্লিক করতে হবে।
তারপর print/download admit card-এ ক্লিক করুন।
এরপরেই অ্যাডমিট কার্ড স্ক্রিনে পৌঁছে যাবেন।

টেট পাস করতে গেলে কত নম্বর পেতে হবে:
Primary TET পরীক্ষার পূর্ণমান ১৫০ নম্বর।
পরীক্ষার্থী ৬০ শতাংশ বা তার বেশি নম্বর পেলেই উত্তীর্ণ হবেন।
SC, ST, OBC-A, OBC-B, PH, EC, DH এবং Ex-Serviceman ক্যাটাগরির পরীক্ষার্থীরা ৫ শতাংশ ছাড় পাবেন।
অর্থাৎ সাধারন প্রার্থীদের ৯০ পেলে পাশ, সংরক্ষিত প্রার্থীদের ৮২ পেলে পাশ। তবে আগের বার ৮০ পেয়েয়ো অনেকেই চাকরি পেয়েছেন।

EK24 News

প্রাইমারি টেটের মোট ৫টি বিষয়ের প্রশ্ন থাকবে:
Child Development and Pedagogy
Environmental Studies
Mathematics
First Language( Bengali/Santali/Hindi/Odia/Telugu/Nepali/Urdu)
Second Language (English)
প্রতিটি বিষয়ে ৩০ নম্বরের মাল্টিপল চয়েস প্রশ্ন থাকবে।

Advertisement

টেট পরীক্ষা কেন্দ্রে কি কি নিয়ে যেতে হবে, কি নেওয়া যাবেনা, খাতা পেয়ে প্রথমে কি করবেন?

Primary TET সহজে পাশ করার উপায়ঃ
সকলে সমস্ত বিষয়ে পারদর্শী না ও হতে পারে। বিশেষ করে আর্টস বিভাগের প্রার্থীরা গনিত ও পরিবেশ বিদ্যায় কমজোরী হলে তাদের শিশু বিজ্ঞান ও ভাষা বিষয়ে বেশি নম্বর তুলতে হবে। আর শেষে অংক ও পরিবেশ এর প্রশ্ন শুরু করবেন। আপনি যদি তিনটি বিষয়ে ফুল নম্বর পান তবে এমনিতেই পাশ নম্বর পেয়ে যাবেন। এরপর বাকি দুটি বিষয়ে ১০ নম্বর পেলেও আপনার স্কোর ১১০ হয়ে যাবে। আর তাতে আপনি সহজেই ভালো যায়গায় পৌছে যাবেন।

MCQ টিপস, কিভাবে আন্দাজে মারলেও উত্তর সঠিক হবে?

যেহেতু নেগেটিভ মার্কিং নেই তাই একটা প্রশ্ন ও ছেড়ে আসবেন না। হতেও ও তো পারে, এর মধ্যে আপনি ২, ৩ টে সঠিক উত্তর দিলেন, তাতেই আপনি কয়েক হাজার প্রার্থীর চেয়ে উপরে চলে আসবেন। সর্বোপরি মাথা ঠাণ্ডা করে এই পরীক্ষা দিলে মানসিক দিক দিয়ে অনেক এগিয়ে থাকবেন। মনে রাখবেন দীর্ঘ ৬ বছর পর নিয়োগ হচ্ছে, তাই এই সুযোগ হাতছাড়া করবেন না। সকলের জন্য শুভ কামনা রইলো।
Written by Rajib Ghosh.

প্রাইমারী টেট পাস করার উপায়, এই নিয়ম মেনে এই কদিন পড়াশোনা করুন।

Advertisement
Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement