Primary TET 2014 – ডকুমেন্টস ঠিক না থাকায় ২০১৭-২০১৯ এর মধ্যে জয়েন করা শিক্ষকদের ডাক পড়লো।
ফের Primary TET 2014 এর খবর শিরোনামে। একে একে ডাক পড়ছে ২০১৭ থেকে ২০১৯ সালের মধ্যে যোগদান করা প্রাথমিক শিক্ষকদের। আর দেকে পাঠাচ্ছে সয়ং কেন্দ্রীয় সংস্থা। রইলো বিস্তারিত বিবরণ।
Primary TET 2014 সহ প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে একাধিক মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI তদন্ত করছে। ইতিমধ্যে 269 জনের চাকরি বাতিল করা হয়েছে। একাধিক পদক্ষেপ নিতে শুরু করেছে CBI.
তবে এবার প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির মধ্যে Primary TET 2014 সংক্রান্ত মামলায় 55 থেকে 60 জন প্রাথমিক শিক্ষককে তলব করেছে ইডি (Enforcement Directorate)। সিজিও কমপ্লেক্সে আগামী সপ্তাহেই হাজির দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সংবাদ সুত্রে জানা গেছে, 269 জনকে বাড়তি 1 নম্বর করে দেওয়া হয়েছিল। সেই বিষয় নিয়ে আদালত প্রশ্ন তোলে। 2017 সালে যে দ্বিতীয় নিয়োগ তালিকা প্রকাশ হয়, সেই নিয়োগগুলি আদালতের তরফ থেকে বেআইনি বলে ঘোষণা করা হয়েছে।
প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে প্রশ্নপত্রে ভুল থাকার কারণে বাড়তি 1 নম্বর 269 জনকে দেওয়া হয়েছিল বলে দাবি করা হয়। আদালত এর পর্যবেক্ষণ ছিল, যদি প্রশ্নপত্র ভুলের কারণে বাড়তি 1 নম্বর করে দিতে হয়, তাহলে সে ক্ষেত্রে সকল পরীক্ষার্থীদের দেওয়ার কথা, শুধুমাত্র ২৬৯ জন কে কেন দেওয়া হলো। অভিযোগ, এই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আর্থিক লেনদেনের বিষয়টি উঠে এসেছে।
প্রথম ধাপে 60 জন শিক্ষককে তলব করার কারণ হিসেবে জানা গিয়েছে, পরে সংখ্যাটা আরো বাড়তে পারে। অভিযোগ, এনাদের কোনোরকম আরটিআই বা ওএমআর শিট বা উত্তর পত্র ছিল না। যে সমস্ত শিক্ষককে ইডির তরফে তলব করা হয়েছে, তারা আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত ছিলেন কি না সেই বিষয়টি খতিয়ে দেখতে চায় ইডি (Enforcement Directorate).
আরও পড়ুন, সিদ্ধান্ত ফাইনাল, ছাঁটাই হতে চলেছেন প্রায় 50 শতাংশ কর্মী!
শুধু তাই নয়, সংখ্যাটা ২৬৯ নাকি তার চেয়ে বেশি, সেই অনুসন্ধান ও করা হচ্ছে। সুত্রের খবর, গতমাসে পুরো প্যানেলের (Primary TET 2014), সমস্ত প্রাথমিক শিক্ষকদের নথি চাওয়া হয়। সেই নথিও যাচাই হচ্ছে। অন্যদিকে প্রাথমিক শিক্ষকদের অভিযোগ, যে সমস্ত শিক্ষকেরা নিজের যোগ্যতায় চাকরী পেয়েছেন, সামাজিক মাধ্যমে তাদের নিয়ে ও ট্রোলিং হচ্ছে। এটা বন্ধ হওয়া দরকার।
Primary TET 2014 বিষয়ে কোনও প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে জানাবেন। আপনার মন্তব্য কমেন্ট করেও আলোচনায় অংশগ্রহণ করতে পারেন। পরবর্তী আপডেট আসছে। সঙ্গে থাকুন।
Written by Rajib Ghosh.
আরও পড়ুন, পশ্চিমবঙ্গে নতুন করে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি, এই মুহুর্তের বড় খবর, বিস্তারিত জানুন।
2014te je exam hoyechelo tader 80% ghush diye rekecholo r setao exam er age, tai dhoraya khub kothin, tobei 2014 er je ta chelo setate jara teacher hoyechen tara sobei students der name o thik moto likte aren na tao onara job korchen,
অদ্ভুত ব্যাপার,যারা টাকা নিয়েছে তাদের কাউকেও এখনো খুঁজে পাওয়া গেলোনা,বা যারা টাকা দিয়েছেন তারাও সেই সব ক্রিমিনালদের নাম বলছেননা।আর কতদিন ধরে চলবে সিবিআই এর এই নাটক, পরিসমাপ্তি তো সবাই জানে সারদা আর নারদা বা নোবেল এর মতো। নিজেদেরকে আর কত হাসির খোরাক করবে সিবিআই???
আমাদের অনুরোধ যে 2014 সালের টেট উত্তীর্ণ পরীক্ষার্থীদের বয়স ওভার হয়ে যাওয়ার জন্য তাদেরনিয়োগের ব্যবস্থা করুন ।
Ami 2014 primary TET pass, 2019-2021 batch D El Ed korse, ahono result bar hoini, ami akhon ki korbo ?
It is shocking that, such a huge scam has taken place in recruitment process of primary teachers. I welcome the ongoing judicial examination of it by the Calcutta High Court. Let us see, what is going to be happen, or the fate of it would be like “SARADA & NARADA”case.
না জেনে ভুল করা অন্যায় নয়, বরং সাত গুন মাফ। তবে জেনে শুনে ভুল করে বসার পর না জানার ভান টাকেই স্বভাবত চরম দুর্নীতি বলে মনে করা হয়, যেটা কি না ক্ষমার অযোগ্য। তবে ব্যাক্তিগত মতে এবার সন্দেহ টা অন্য জায়গায়, মনে হয় এবার সেই কুড়ি লক্ষ টাকার বিনিময়ে বুকলেট পেপার pdf শেয়ারের সম্ভাবনা বেশি বলে অনেকেই মনে করছেন।
দুর্নীতি কারী যার স্বভাব টাই দুর্নীতি
2014 TET QUALIFIED NON TREND der kono sujog asche
Jara jaliyatir sonnge juktto sesob teacher der barkaasta kora uchit.
I really appreciate for kolkata high court. I want everything should be investigated. lot of candidates got a job for paying money. Please find to them who got a job for paying money.
সব ঘুষ দিয়ে চাকরি।
I have passed TET Examination 2014, then it was declared that candidates who passed that exam may get Job, after interview. There was no mandatory to complete the teacher training course. But after the 1st phase of recruitment ( 1st phase of recruitment was for those who were leader or relatives of the leaders and some other candidates who donate money for the job) they imposed a rule to rest of the applicant to be with a DL ED certificate. I know personally but have no paper proof that one councillor of Sainthia, Birbhum did not sit any time for TET examination but still he is a Primary Teacher.
I Know, that from sainthia maximum primary teacher was not passed TET but doing Job, because a ranjon was there, his residence was at Nalhati.🙏
Will Government think about that to provide Job to the original TET passed candidate?
আমি ২০১৪ সালের প্রাইমারী স্কুলের টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে interview দিয়ে ছিলাম কিন্তু সফল হতে পারেনি। আমার পরীক্ষা যথেষ্ট ভালো হয়েছিল, ভেবেছিলাম স্বচ্ছ ভাবে মূল্যায়ন হয়েছিল ,তাই মামলা দায়ের করেনি , এখন কি আদালতে মামলা দায়ের করতে পারি ?
Ami 2014 sale tet a pass korechilam. Tai balchi jara taka diye chakri peyeche
Tader bad diye abar new list banano uchit tahole ami chakri pete pari. Amar mat 1000/1000
Student pass koreo
Chakri payni. Ain sabar janno akrakam hoya uchit.
Ami 2014 sale Primary Tet porikhyay bosechhilm
Yet pass Kore Interview o diechilm… But kono ek unknown!!! Reason r jno valo Interview howa sotteo chakri hoyni
Pore jnte pari amr ek porichito sutre… Party fund e minimum
6 lakh taka na dite parle… Panel e name e uthbe na…..
2014 sale 74.6 % marks pawa sotteo…. 3 yrs pore… Sei certificate…. R duration over hoye Jay….
Ki labh chhilo, ei prohoson korar!!!
Actual briber should be found out and terminated from job. Mulpractice in recruitment for any job should be stopped forever.
Old aged একটু সুযোগ হলেভালো হয়
I am a candidate of 2014 tet exam.. I am a trained teacher.. I passed tet exam.. Then submitted online application for interview and celection.. After that i passed interview then get call for councilling… I passed madhyamik 1st div… Passesd hs 1 st div.. Passed bsc geo hons 55 percent… Passed d. El. Ed 1 st div… Now.. I got this job with my afficiency… So please stop trolling… I have every documents to prove myself…