ঘরে বসেই PNB এর এই নম্বরে একটা কল করুন।
গ্রাহক স্বার্থে PNB তথা বিভিন্ন ব্যাংকের তরফে একের পর এক পদক্ষেপ নেওয়া হয়। প্রতিটি Bank ই চায় তাদের গ্রাহকরা যেন আরো অত্যাধুনিক পরিষেবার সুযোগ পান। আর গ্রাহকেরা যে ব্যাংকে সবচেয়ে বেশি সুবিধাজনক পরিষেবা পাবেন, সেই ব্যাংকের গ্রাহক সংখ্যাও দিন দিন বাড়তে থাকবে।
বর্তমান প্রযুক্তির অগ্রগতির যুগে ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়ানোর দিন আর নেই। গ্রাহকেরা এক লহমায় ঘরে বসেই অনলাইনে সমস্ত কাজ সেরে ফেলতে পারেন। এবার ঘরে বসে অনলাইনে যাতে ব্যাংকের গ্রাহকরা আরো বেশি সুবিধা পেতে পারেন, সেই দিকে লক্ষ্য রেখেই এক চমকপ্রদ পদক্ষেপ নিয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক Punjab National Bank.
যদি আপনি PNB এর গ্রাহক হয়ে থাকেন, বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে আপনার যেকোনো ধরনের অ্যাকাউন্ট থাকে, তাহলে এই মুহূর্তে ব্যাংকের তরফে দেওয়া বেশ কিছু মোবাইল নম্বর আপনার স্মার্টফোনে সেভ করে রাখুন। PNB এর দেওয়া এই মোবাইল নম্বরগুলিতে একটা কল করলেই হাজারো সুবিধা পেতে পারেন।
যে নম্বরগুলি পিএনবির তরফে জানানো হয়েছে সেগুলি হল, ১৮০০ ১৮০২২২২, ১৮০০ ১০৩২২২২, ০১২০-২৪৯০০০০ ০১১-২৮০৪৪৯০৭ পিএনবির গ্রাহকেরা এই নম্বরগুলি অবশ্যই মোবাইল ফোনে সেভ করে নিন।
এই ফোন নম্বরগুলি ছাড়াও পিএনবি এর অফিসিয়াল ইমেইল আইডি [email protected] এতেও যোগাযোগ করতে পারেন। ব্যাংকের এই অফিশিয়াল মেইলের মাধ্যমে বিভিন্ন ধরনের সুবিধা পাবেন।
লটারি জেতার আসল রহস্য ফাঁস, এই টেকনিক শিখতে পারলেই ঘুরবে ভাগ্যের চাকা!
PNB এর তরফে যে মোবাইল নম্বরগুলি জানানো হয়েছে তার মাধ্যমে ব্যালান্স এনকোয়ারি, শেষ ৫টি লেনদেনের বিবরণ, ডেবিট কার্ড ইস্যু বা ব্লক করা, চেক বইয়ের আবেদন, চেকের স্ট্যাটাস, ই- স্টেটমেন্টের জন্য নিবন্ধন, পেমেন্ট চেক বন্ধ করা এবং অ্যাকাউন্ট ফ্রিজ করার মত বিভিন্ন সুবিধা নিতে পারবেন।
প্রতিমাসে অল্প অল্প করে বিনিয়োগ করে সারাজীবন এলআইসি এর পেনশন পান।
পিএনবির টুইটে জানানো হয়েছে, এই ফোন নম্বরগুলিতে কল করলেই গ্রাহকদের ব্যাংকের শাখায় যেতে হবে না। ঘরে বসেই সমস্ত কাজ করে নিতে পারবেন।
Written by Rajib Ghosh.
Tajimul Hpue
I need toooo much
Sk SARIF MONDAL JATGORIA SHIBPUR KANKSA PASCHIM BURRDWAN DURGAPUR 12 FHONE 9609332037 kuldiha panjab bank account