Advertisement
PM Kisan yojana status (প্রধানমন্ত্রী কিষাণ যোজনা)
Advertisement

এবার PM Kisan Yojana এর টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার। যারা এই যোজনায় ইতিমধ্যে টাকা পেয়েছেন তাদের অবিলম্বে টাকা কেন্দ্রীয় সরকারের ব‍্যাঙ্ক অ্যাকাউন্টে ফেরত দিতে হবে। এই টাকা ফেরত দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের তরফে দুটি ব্যাংক একাউন্টের নম্বর দেওয়া হয়েছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ৪০৯০৩১৩৮৩২৩ এবং অন্য একাউন্টটি হলো ৪০৯০৩১৪০৪৬৭ টাকা ফেরত দেওয়ার পরে ইউটিআর জমা দিতে হবে।

Advertisement

PM Kisan Yojana এর টাকা ফেরতের নির্দেশঃ

যারা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার (PM Kisan Yojana) সুবিধা পেয়েছেন আবার তারা আয়কর দিয়েছেন, যার ফলে অযোগ্য বিবেচিত হয়েছেন, সেই সমস্ত কৃষকদের যোজনার টাকা কেন্দ্রের নির্দিষ্ট একাউন্টে ফেরত দিতে হবে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় যোগ্য কৃষকদের বছরে ৬০০০ টাকার তিনটি কিস্তিতে ব্যাংক একাউন্টে টাকা পাঠানো হয়। কিন্তু যারা এই যোজনার টাকা পাওয়ার জন্য যোগ্য নন অথচ নাম লিখিয়েছেন, তাদের টাকা ফেরত দিতে হবে।

Advertisement

ডিবিডি এগ্রিকালচার বিহারের ওয়েবসাইট থেকে জানা যাচ্ছে, যে সমস্ত কৃষকরা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার (PM Kisan Yojana) অধীনে এ পর্যন্ত একাউন্টে টাকা পেয়েছেন আয়কর প্রদানের জন্য বা অন্যান্য বিভিন্ন কারণে অযোগ্য ঘোষিত হয়েছেন, সেই সমস্ত কৃষককে এই পর্যন্ত পাওয়া যোজনার টাকা ফেরত দিতে হবে।

Advertisement

টাকা জমা দেওয়ার ক্ষেত্রে যে কোনো রকম প্রতারকদের এড়িয়ে চলুন এবং অন্য কোনো ব্যাংক একাউন্ট থেকে টাকা তুলবেন না। পাশাপাশি কৃষি সমন্বয়কারী বা জেলা কৃষি কর্মকর্তার কাছে কপিটি জমা দিতে হবে। আর যদি তারা নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা না করেন, তবে সেই ব্যাক্তির আধারের সাথে লিংক আছে, অন্য সরকারি সুবিধা থেকে বঞ্চিত হবেন।

LPG রান্নার গ্যাসের দাম কমাতে বাধ্য হল সরকার, জেনে নিন কবে থেকে চালু হবে নতুন ভর্তুকি।

এবার দেখে নেওয়া যাক পিএম কিষাণ যোজনায় অযোগ্য কৃষক কারা:
রাজ্যসভা/ লোকসভা/ বিধানসভা/ বিধান পরিষদ এর প্রাক্তন বর্তমান/ সদস্য করপোরেশনের মেয়র প্রাক্তন/ বর্তমান, জেলা পঞ্চায়েতের চেয়ারম্যানরা, প্রাক্তন/ বর্তমান।
কেন্দ্রীয় /রাজ্য সরকারের যেকোনো ধরনের অফিস/ ফিল্ড ইউনিটের কর্মরত/ অবসরপ্রাপ্ত আধিকারিক এবং কর্মচারী।

EK24 News

দুর্নীতির কারনে রাজ্যে বন্ধ হয়ে গেল, রেশন দেওয়া। জনগনের মাথায় হাত।

১) সরকারের অধীনে যেকোনো সংযুক্ত অফিস/ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এর কর্মচারী, মাল্টি টাস্কিং স্টাফ/ গ্রুপ ডি কর্মচারী, যে সমস্ত পেনশনভোগীদের মাসিক পেনশন ১০০০ টাকার বেশি (গ্রুপ ডি কর্মচারী ছাড়া)।
২) প্রাতিষ্ঠানিক জমির মালিক।
৩)ডাক্তার, আইনজীবী, চাটার্ড একাউন্টেন্ট, ইঞ্জিনিয়ার এর মতো পেশাদাররা।
যে ব্যক্তিগত বছরে আয়কর জমা দিয়েছেন।

Advertisement

কিভাবে অযোগ্য কৃষকদের তালিকা দেখবেন:

https://dbtagriculture.bihar.gov.in ওয়েবসাইটে গিয়ে PM Kisan Yojana এপ্লিকেশন স্ট্যাটাসে পিএম কিষাণ ট্যাক্স ইনএলিজিবল ফার্মার এ ক্লিক করতে হবে। এরপর ফোন নম্বর লিখে সার্চ করলেই সমস্ত তথ্য পাওয়া যাবে।

ব্যাংকে টাকা রাখার নিয়ম বদল, জনগনের মাথায় হাত, এবার শুধু লসই লস।

যদি কোনো কারনে দেখা যায়, এমন কোনো যোগ্য কৃষক অযোগ্য হিসেবে ঘোষিত হয়েছেন, যিনি কর দেন না, তাহলে তাকে ২০১৭-১৮ থেকে ২০২১- ২২ পর্যন্ত আইটিআর এর প্রমাণ দাখিল করতে হবে। জেলা কৃষি অফিসারের কাছে আবেদন করতে হবে পর্যালোচনা করে দেখার জন্য।
Written by Rajib Ghosh.

Advertisement
Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement