Advertisement
PM Kisan Samman Nidhi Yojana (প্রধানমন্ত্রী কিষান, কৃষক বন্ধ)
Advertisement

PM Kisan প্রকল্পে ৬০০০ টাকার সাথে ,একলাফে কৃষকরা পাবেন এবার ১২০০০ টাকা, কিভাবে মিলবে, দেখুন।
কৃষকরা পাবেন এবার ১২ হাজার টাকা। ৬০০০ টাকার পরিবর্তে পেতে চলেছেন ১২ হাজার টাকা। কেন্দ্রীয় সরকার দেশজুড়ে কৃষকদের জন্য বছরে ৬০০০ টাকা করে আর্থিক সহায়তা দিয়ে থাকে। এই আর্থিক সহায়তা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার (PM Kisan Samman Nidhi Yojana) মাধ্যমে দেওয়া হয়।

Advertisement

দেশের সর্বস্তরের মানুষের জন্য বিভিন্ন ধরনের প্রকল্প রচনা করে বাস্তবায়িত করেছে মোদি সরকার। কৃষকদের জন্য কেন্দ্রীয় সরকারের মতো বিভিন্ন রাজ্য সরকারও প্রকল্প তৈরি করার চেষ্টা করছে। পশ্চিমবঙ্গ সরকার আগেই কৃষকদের আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্যে কৃষক বন্ধু প্রকল্প চালু করেছে। বাংলায় এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের আর্থিক সহায়তা করা হয়ে থাকে। আর কেন্দ্রীয় সরকারের তরফে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার মাধ্যমে বছরে ৬০০০ টাকা করে দেশের কৃষকদের দেওয়া হয়। এই টাকাটি মোট তিনটি কিস্তিতে দেওয়া হয়ে থাকে।

Advertisement

PM Kisan Samman Nidhi Yojana

মহারাষ্ট্রের একনাথ শিন্দে সরকার মোদি সরকারের মতো কৃষকদের জন্য PM Kisan এর মতো একটি নতুন যোজনা চালু করতে চলেছে। সেই যোজনায় কৃষকদের প্রতি বছর মহারাষ্ট্র সরকার ৬০০০ টাকা করে আর্থিক সহায়তা করবে। ইতিমধ্যেই মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রকের দায়িত্ব থাকা দেবেন্দ্র ফড়নবীশ মহারাষ্ট্রের বাজেট পেশ করার সময় এই ঘোষণা করেছিলেন। সেই রাজ্যে কৃষকদের জন্য এই নয়া যোজনা শুরু হলে রাজ্যের ১.৫ কোটির বেশি কৃষকরা আর্থিক সাহায্য পেতে থাকবেন। অর্থাৎ সেই রাজ্যের কৃষকেরা কেন্দ্রের ৬০০০ টাকার সাথে রাজ্যের ৬০০০ মিলিয়ে মোট ১২০০০ টাকা পাবেন।

Advertisement

ফড়নবীশ আরো জানিয়েছেন, কেন্দ্র সরকার আগে থেকেই দেশজুড়ে কৃষকদের বছরে ৬০০০ টাকা করে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার (PM Kisan Samman Nidhi Yojana) মাধ্যমে দিয়ে থাকে। এই টাকা তিনটি কিস্তিতে দেওয়া হয়। কৃষকদের জন্য চালু এই যোজনায় প্রত্যেক বছর ৬৯০০ কোটি টাকা করে খরচা করবে। কেন্দ্রীয় সরকার কৃষকদের জন্য ১৩ টি কিস্তির টাকা দিয়েছে। যোজনার টাকা কৃষকদের একাউন্টে সরাসরি পাঠিয়ে দেয় কেন্দ্রীয় সরকার।

একবার রিচার্জে সারাবছর আনলিমিটেড ইন্টারনেট ও ২৩ দিনের অতিরিক্ত সুবিধা, জেনে নিন এই প্ল্যান সম্পর্কে।

ঠিক একই পথে হেটে মহারাষ্ট্র সরকার কৃষকদের জন্য আর্থিক সহায়তা করবে। তার ফলে কৃষকরা বছরে পাবেন ১২ হাজার টাকা। বাজেটেই একনাথ শিন্দের সরকার কৃষকদের বার্ষিক ৬ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করে। ফলে মোদি সরকারের পিএম কিষান (PM Kisan) যোজনার ৬ হাজার এবং মহারাষ্ট্রের একনাথ শিন্দের সরকারের ৬০০০ মোট ১২০০০ টাকা পেতে চলেছে মহারাষ্ট্রের কৃষকরা। সেই রাজ্যে মহিলাদের রাজ্য পরিবহনের বাসে ৫০ শতাংশ ছাড় দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।

EK24 News
Lottery Winning Tricks (লটারি জেতার উপায়)

কৃষকদের ফসল বীমার জন্য কেবল ১ টাকা প্রিমিয়ামে মহারাষ্ট্র সরকার সেই সুযোগ করে দিচ্ছে। সম্প্রতি দেশ জুড়ে কৃষক আন্দোলন হয়। কর্পোরেট সেক্টরের হাতে কৃষি ক্ষেত্রকে মোদি সরকারের তুলে দেওয়ার প্রতিবাদে দীর্ঘ কৃষকদের আন্দোলনের পরে মোদি সরকার পূর্বের সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয়। সেই ঘোষণা বাতিল করে দেওয়া হয় কেন্দ্রীয় সরকারের তরফে। আর এবার দেখা গেল, মহারাষ্ট্র সরকার মোদি সরকারের পথে হেঁটেই কৃষকদের আর্থিক সহায়তা করার লক্ষ্যে সিদ্ধান্ত নিয়েছে।
Written by Rajib Ghosh.

Advertisement
Advertisement
Advertisement
16 thoughts on “PM Kisan – কৃষকদের একাউন্টে নগদ 12000 টাকা দিচ্ছে সরকার, এই মাসের মধ্যেই নাম লেখান।”
  1. Advertisement
  2. Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement