আবাস যোজনায় বাড়ি কি পাবেন? জানতে হলে অবশ্যই দেখুন
আবাস যোজনার ভেরিফিকেশনের জন্য বাড়ির দোরগোড়ায় যাচ্ছেন বিডিও, এসডিও, থানার আইসি। তার আগে পৌঁছে যাচ্ছেন আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, সিভিক ভলেন্টিয়ার সহ পঞ্চায়েত কর্মীদের টিম। রাজ্যের মানুষ উৎসুক দৃষ্টিতে দেখছেন এই ভেরিফিকেশনের প্রক্রিয়া। পঞ্চায়েত নির্বাচনের আগে শুরু হয়েছে Bangla Awas Yojana এর বরাদ্দ বাড়ি প্রাপকদের তালিকা যাচাইকরনের কাজ।
সরকারি নির্দেশিকায় জানানো হয়েছে, যত শীঘ্র সম্ভব প্রধানমন্ত্রী আবাস যোজনায় ন্যায্য বাড়ি প্রাপকদের তালিকা তৈরি করে ফেলতে হবে। ডিসেম্বর মাসের মধ্যেই আবাস যোজনার সমস্ত কাজ প্রায় চূড়ান্ত করে ফেলতে হবে। আর সেই কাজের মধ্যে যাতে ফাঁক না থাকে সেই লক্ষ্যে সরকার তিনটি স্তরে এই ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু করেছে। এবং সেই প্রস্ক্রিয়ার কাজ শুরু হয়েছে।
দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকার আবাস যোজনার জন্য বরাদ্দ টাকা বন্ধ করে রেখে দিয়েছিল। কেন্দ্রের অভিযোগ, PM Awas Yojana এর নাম বদলে Bangla Awas Yojana করা হচ্ছে। তাই টাকা দেওয়া হবে না। প্রধানমন্ত্রী আবাস যোজনার ফলক প্রতিটি জায়গায় লাগাতে হবে। তার সঙ্গে Bangla Awas Yojana এর বাড়ির প্রাপকদের তালিকায় বিরোধীদল বিশেষ করে বিজেপির অভিযোগের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার কড়া সিদ্ধান্ত জানিয়েছে রাজ্য সরকারকে।
PM Bangla Awas Yojana এর মোট বরাদ্দ অর্থের ৬০% দেয় কেন্দ্র। ৮২০০ কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়েছে কেন্দ্রের তরফে। বাকি ৪০ শতাংশ দেবে রাজ্য সরকার। আর এই কেন্দ্রের ৬০ শতাংশ বরাদ্দ টাকা পেতে গেলে ১৫ দফা শর্ত পূরণ করতে হবে রাজ্যকে। তবেই প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা রাজ্য সরকারকে দেওয়া হবে, এমনটাই জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার।
LIC র একাধিক নিয়ম বদল, গ্রাহকদের ওপর কি প্রভাব পড়তে চলেছে?
আর তারপরই রাজ্যের তরফে সরকারি নির্দেশিকায় প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা তৈরীর যাচাইকরনের জন্য প্রথমে আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, সিভিক ভলেন্টিয়ার, পঞ্চায়েত কর্মীদের দিয়ে এলাকায় ভেরিফিকেশন এর কাজ করা হচ্ছে। তারপর পরবর্তী স্তরে এই একই ভেরিফিকেশন এর কাজ করবেন BDO, SDO, থানার IC এবং DM আবাস যোজনার বাড়ি যেন ন্যায্য প্রাপকের কাছেই পৌঁছায়, সেই লক্ষ্যেই এই কাজ শুরু করা হয়েছে।
কারা পাবেন PM Awas Yojana বা বাংলা আবাস যোজনার টাকা?
ত্রুটিমুক্ত উপভোক্তা নির্বাচন বা Bangla Awas Yojana List করার জন্য যে ১৫ দফা শর্ত আরোপ করা হয়েছে তার মধ্যে রয়েছে, যদি কেউ প্রধানমন্ত্রী আবাস যোজনা, গীতাঞ্জলি, বাংলা আবাস যোজনা বা এই ধরনের কোনো প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন তিনি যোগ্য নন।
পাকা বাড়ি থাকলে তিনিও এই সুবিধা পাবেন না।
আড়াই একরের বেশি কৃষি জমি বা বানিজ্যিক অকৃষি জমি থাকলে তিনিও তালিকা থেকে বাদ পড়বেন।
যন্ত্র চালিত নৌকা, কৃষির কাজে ব্যবহৃত দামী সরঞ্জাম থাকলে তিনিও যোগ্য নন।
৫০০০০ টাকার ঋণ পাওয়া যায় এরকম কিষান ক্রেডিট কার্ড, ফোন, ফ্রিজ, মোটরবাইক থাকলে তিনি এই সুবিধা পাবেন না।
মাসিক ১০ হাজার টাকার উপরে আয় হলে কিংবা আয়কর যদি দেন, তাহলে তিনি এই আবাস যোজনার সুবিধা পাবেন না।
পঞ্চায়েত দফতরের এক আধিকারিকের কথায়, সমস্ত শর্ত মেনেই প্রতিটি গ্রাম থেকে তথ্যভান্ডারে ৪৯ লক্ষ ২২ হাজার উপভোক্তার নামের তালিকা রয়েছে। এবার সেখান থেকে ১১ লক্ষ ৩৬ হাজার ৪৮৮ জনকে বাড়ি দেওয়ার জন্য তালিকা তৈরি করা হচ্ছে। কারো সুপারিশ চলবে না। ভুয়ো নাম থাকলে বাদ পড়ে যাবে।
সরকারি নির্দেশিকা অনুযায়ী, ন্যায্য উপভোক্তার তালিকা তৈরি করতে তিনটি স্তরে ভেরিফিকেশনের কাজ হচ্ছে।
আশা কর্মী, অঙ্গনাওয়াড়ি কর্মী, পঞ্চায়েত কর্মীরা প্রথমে উপভোক্তার কাছে গিয়ে সমস্ত কিছু দেখে রিপোর্ট তৈরি করছেন। তারপরে মোট উপভোক্তার তালিকার মধ্যে থেকে ১০ শতাংশ ভেরিফিকেশন করবেন বিডিও বা সমষ্টি উন্নয়ন আধিকারিক। ৩ শতাংশ করবেন এসডিও বা মহকুমা শাসক এবং ২ শতাংশ ভেরিফিকেশন এর কাজ করবেন ডিএম বা জেলাশাসক। সর্বোপরি পুরো প্রক্রিয়ার মধ্যে যাতে কোনো গলদ না থাকে সেই লক্ষ্যেই চলছে এই ধরনের যাচাইকরণের কাজ। আপনাদের কোনও প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন।
Written by Rajib Ghosh.
Now many poor people have made clocks by taking loans from microfinance, so will they not get clocks?
Amar ekta berar ghor.tobu amar nam ase ni. List e amar nam ney.amar nam ta tule ghor dawa uchit..akhon.na hole ar kono din hobe na.amar ghor ak bochhor o tikbe na. Maramot korar poisa ney.
যাদের পাকা বাড়ি আছে তারাই বাড়ি পাবে আর যারা ভাড়া বাড়িতে থাকে তারা কিছুই পাবেনা আমি ভাড়া বাড়িতে থাকি আমার সংসার টা অনেক বড় ঠিক করে খবার জোগাড় করতে পারি না আমাদের পঞ্চায়েত মেম্বার নিজের আত্মীয়-স্বজন কে দেয় আমরা জানি এই এটা লিখে কিছুই হবে না তবু লিখলাম
Aisob party er member ra pabe
Amar jabcard nai ami ki karbo bari pabo kina jani na amra khubey garib
যাদের পাকা বাড়ি নেই। মাটির বাড়ি আছে।তাদের নামে আসেনি।যারা বাড়ি পাবার যোগ্য তাদের নামে নেই।আর যারা যোগ্য নয় তাদের নাম এসেছে।কিছু কিছু ক্ষেত্রে।এটা সরকার কে খুব ভালো ভাবে দেখতে হবে।যাদের নামে আসেনি।তারা পাবার যোগ্য কি না।
Jara ordhak paka bari mane viter opor porjonto korte pareche tara ki ghar ba ghorer taka pabe?????
আমার জমি বাড়ি কিছুই নেই। ভাড়া বাড়িতে থাকি। আমার স্বামীর কোন রোজগার নেই। আমি SHG মহিলাদের প্রশিক্ষণের কাজ করে যে Remuneration পাই তাতে বাড়ি ভাড়া দিয়ে সারা মাস খুব কষ্টের মধ্যে থাকতে হয়। আমার বি পি এল কার্ড ও নেই। আসলে যার নেই! তার কিছুই নেই! তাদের দিকে কেউ ফিরে তাকায় না। আমি কি একটা মাথা গোঁজার আশ্রয় পাবো?? জানি হযতো এ লেখা বা প্রার্থনা টা ও বীফলে যাবে।। ধন্যবাদ জানবেন।।
আমাদের দক্ষিণ বারাসাত শ্রীপুর পঞ্চায়েতে যাদের ছাদ ফেলা বাড়ি আছে তাদের এসেছে। আরো যাদের পাকা বাড়ি আছে লিস্টে প্রায় নামে আছে। যাদের প্লাস্টিকের ঘর , মাটির বাড়ি, তাদের কোনো নামে নেই। তাই আমি চাই প্রকৃত যাচাই ঘর দেওয়া হোক, যারা প্রাপ্র তারাই পাক। এমন কি আমাদের ঘর প্লাস্টিকের লিস্টেই কোনো নামে নেই। পাশের বাড়িতে ছাদ ফেলা নামে রয়েছে লিস্টেই।
My mud house is falling apart
আমার বাড়ি বীরভূমের নানুর থানার অন্ত্রভুক্ত ,,এখানে তো পুরো উল্টো কাজ হয় , যারা রাজনীতির সাথে জড়িত এবং যাদের একতলা দুইতলা পাকা বাড়ি ,বাড়িতে বাইক ,মাঠে চাষের জমি তারাই বাড়ি পাচ্ছে, বাকিরা চুলোয় যাক এখানে এটাই চলছে ,তার পরেও যদি কারোর নাম চলে আসে তাহলে তাকে সরকারি বরাদ্দের টাকা থেকে দিতে হবে 30% পার্টি অফিসে ,নয়তো তার নাম কাটা যাবে ,কিছু বলতে গেলেই হুমকি সাসানি ,আমি চাই যাচাই বাছাই করে সরকারি সমস্ত কিছু বরাদ্দ করা হোক,নয়তো চিরো জীবন আমাদের মতো কিছু মানুষকে মাটির বাড়িতেই বসবাস করতে হবে,,
Thik bolechan dada atai Birbhum a hoche
কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের বাড়ী যেন সঠিক উপভোক্তা পায়, সেটাযেন কেন্দ্রীয় সরকার একটু ভালোভাবে নজর দেয়। এই যে তিনটি স্তরে ভেরিিকেশন হচ্ছে সেটা যেন সঠিকভাবে হয়। এবং বাড়ির টাকা কিভাবে পাবে উপভোক্তা সরাসিভাবে তার একাউন্টে না সরকারের নিয়ম অনুযায়ী কন ডাক্তারের মাধ্যমে। যদি সরাসরি উপভোক্তা একাউন্টে না এসে কন্টাকটারের মাধ্যমে ভাবে কাজ করা হয় তাহলে সরকারের কাছে আমার অনুরোধ বাড়ির টাকা না দেওয়ার ভালো। নমস্কার।
Didi jodi sotti gorib der matha Dhakar bebostha korechen but majhe ei dalal pati kormira ghush kheye didi naam bonam korchen.. ebar onno party k vote din dekhbe dalalera kukurer moto ghure berabe. Didi parben bodlate.
I have a mud house in very bad condition
Village: rasulpur jangalpara pursura Hooghly
Amar bari Habra Ashoknagar police station ar akhana , akhana onak ar valo valo paka bari thakar por o tadar sorkari. Bari ashcha r amar barir vanga pore jacha din din amak akta sorkari bari dilo na parle aktu help korben amar
Amar arthik obostha kharap .amar duto chele ache .aktar boys 12 chotto 6 bochor.dutoi proti bondi 60% abong 90% .matha ghojar thi bolte nai.ponchayet Bdo office ghure ghure kono suraha hoy ni.manoniyar kache amr prosno ami ki ghor pour uppogukto noy?kotho gele suraha hobe bolun?doya kore amader pase daran
পাকা বাড়ি অথচ আবাস যোজনায় নাম, কোথায় অভিযোগ করব?
আমি কবে বাড়ি পাবো তা আমি আয়শায় আছি?
জানি না আমি কবে পাবো বাড়ি??
Awas yojna তে নাম থাকা ব্যক্তির যদি মারা যান ,তাহলে কি তার পরিবারের সদস্যদের কেউ পাবে
আমার বাড়ি কোচবিহার মধুপুরের কচুবন|
আমি একজন প্রতিবন্ধী মানুষ আমার নামে ঘর নেই আমাদের বাড়িতে কোন সার্ভেও হয়নি |কারণ আমি বিজেপি পার্টির সাথে যুক্ত আছি | আমি খুব অসহায় আমি সরকারের কাছে বিনীত নিবেদন করছি যাতে এ বিষয়টা একটু দয়া করে দেখেন |
Paka bari puro hoini arr taka nai je puro korbo ekhono ekta barir jonno ja ja dorkar tar onek kichhu baki. Ar rojgar temon nai tahole ki ami abas yojna te taka pabo puro complete bari korar jonno. please janan tahole amar maton oneke subidha hobe.