Advertisement
PM Awas Yojana PM Kisan 100 days work scheme (বাংলা আবাস যোজনা, পিএম কিষাণ, কৃষক বন্ধ, ১০০ দিনের কাজ)
Advertisement

বাড়ি বানানোর টাকা পাওয়া নিয়ে নিয়ম কানুন আরও কড়া করছে কেন্দ্র সরকার। PM Awas Yojana কিম্বা বাংলা আবাস যোজনা (Bangla Awas Yojana) যেকোনো প্রকল্পের টাকা পেতে এক্ষুনি আধার লিংক ও ঠিক মতো KYC করতে হবে, নাহলে চরম সমস‍্যায় পড়তে পারেন, জেনে নিন বিস্তারিত।

Advertisement

PM Awas Yojana ও ১০০ দিনের কাজের নতুন নিয়মঃ

আবাস যোজনার টাকা পেতে আধার লিঙ্ক (PM Awas Yojana Aadhaar Link) করতেই হবে। শুধু তাই নয় আরও এক গুচ্ছ নিয়ম এনেছে সরকার, সেগুলো না মানলে কেন্দ্রীয় বরাদ্দ উপভোক্তারা আর পাবেন না। কেন্দ্রীয় সরকারের তরফে এই নির্দেশ এসেছে রাজ্যে। আর তারপর থেকেই জোরদার শুরু হয়েছে আধার লিঙ্ক করানোর কাজ।
একশ দিনের কাজ, প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের বরাদ্দ নেওয়ার জন্য উপভোক্তাদের আধার লিঙ্ক করাতেই হবে।

Advertisement

বিভিন্ন জেলায় সেই আধার লিংকের পারফরম‍্যান্স যথেষ্টই খারাপ বলে জানা যাচ্ছে। আর তার ফলে নবান্নের তরফে অতি দ্রুত জেলাগুলিকে আধার লিঙ্ক করার কাজ শেষ করতে বলা হয়েছে।
কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রকের তরফে রাজ্য সরকারকে জানানো হয়েছে, উপভোক্তারা আধার লিঙ্ক না থাকলে সরাসরি আর টাকা পাবেন না এবং আবাস যোজনার (PM Awas Yojana) বাড়ির ক্ষেত্রেও তাদের সমস্যায় পড়তে হতে পারে।

Advertisement

এছাড়াও PM Awas Yojana, PM Kisan সহ অন্যান্য সামাজিক পরিষেবামূলক প্রকল্পগুলিতেও আধার লিংক এখনও পর্যন্ত লক্ষ্য পূরণ হয়নি। আর এরপরেই নবান্নের তরফে জেলাগুলিকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। যাতে দ্রুত এই প্রকল্পগুলিতে আধার লিঙ্ক করা যায়।
PM Awas Yojana বা আবাস যোজনার ক্ষেত্রে দক্ষিণ দিনাজপুর, হুগলি, মালদা, পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রামের মতো বহু জেলায় ৮০ শতাংশের কাছাকাছি আধার লিঙ্কের কাজ পৌঁছয়নি। নবান্ন সূত্রে জানা গিয়েছে, সারা রাজ্য জুড়ে এখনো পর্যন্ত আবাস যোজনার ক্ষেত্রে ১২.৫ শতাংশ আধার বেসড পেমেন্ট সিস্টেম (Aadhaar Based Payment System) এর সংযোগ স্থাপন করা গিয়েছে।

Employment in West bengal (বাংলায় কর্মসংস্থান)

এই আধার বেসড পেমেন্ট সিস্টেমের মাধ্যমেই প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা সরাসরি উপভোক্তাদের কাছে আসে। আধার কার্ড লিঙ্ক হলেও আধার বেসড পেমেন্ট সিস্টেমের সংযোগ স্থাপনের প্রক্রিয়া সন্তোষজনক নয়।
নবান্ন সূত্রে আরও জানা গিয়েছে, ১০০ দিনের গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পে রাজ্যজুড়ে আধার কার্ড লিঙ্ক হয়েছে এখনো পর্যন্ত ৮৭.২ শতাংশের। তবে এর মধ্যেও উত্তর ২৪ পরগনা, হাওড়া, পশ্চিম বর্ধমান, উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান জেলার পারফরম‍্যান্স খুব একটা ভালো নয়।

EK24 News

দেখা যাচ্ছে, কোনো জেলায় আধার কার্ড লিঙ্ক হয়েছে ৭০ শতাংশের বেশি। আবার কোনো জেলায় ৮৫% এর কাছাকাছি। প্রধানমন্ত্রী আবাস যোজনায় সারা রাজ্য জুড়ে ৮৭% ক্ষেত্রে আধার লিঙ্ক হয়েছে।
আধার লিঙ্ক করা না থাকলে উপভোক্তারা যে আর কেন্দ্রীয় বরাদ্দ সরাসরি পাবেন না, সেই বিষয়ে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে।

Advertisement

আরও পড়ুন, এই প্রকল্পের টাকা 31 মার্চের মধ্যে অ্যাকাউন্টে ঢুকবে, ধনী গরিব সবাই পাবে।

আর এই প্রসঙ্গেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেদিনীপুরের সভা থেকে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে আধার লিংক নিয়ে জানিয়েছেন, একাধিক গ্রামে এখনো ব্যাংক পরিষেবা পৌঁছায়নি। তাহলে সেখানে আধার লিঙ্ক কি করে করা হবে?
এখনো পর্যন্ত প্রত্যন্ত গ্রামাঞ্চলে ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থা সেই অর্থে প্রায় পাওয়াই যায় না। ফলে কেন্দ্রের এই নির্দেশ সেক্ষেত্রে যে যথেষ্ট সমস্যা তৈরি করতে পারে সেটা সহজেই বোঝা যাচ্ছে। এদিকে কেন্দ্র রাজ্য টানাপোড়নে সাধারন মানুষের টাকা পেতে দেরী হচ্ছে বলে জানিয়েছেন বিরোধীরা।
প্রকল্প সংক্রান্ত খবর পেতে EK24 News ফলো করুন।
Written by Rajib Ghosh.

পিএম কিষাণ নিয়ে সামনে এলো 1টি বড়ো আপডেট! চট জলদি দেখে নিন।

Advertisement
Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement