Petrol Diesel LPG Price – মার্চেই দাম বাড়ছে রান্নার গ্যাস, পেট্রল, ডিজেলের, আগেভাগেই জানিয়ে দিল কেন্দ্র।

Petrol Diesel LPG Price – আবার দাম বাড়তে চলেছে এলপিজি গ্যাস ও পেট্রল ডিজেলের।

সারা বিশ্বে সম্মুখ সমরের প্রস্তুতি চলছে। কার্যত তিনটি ভাগে বিভক্ত হয়েছে গোটা বিশ্ব। যার ফলস্বরূপ এই মুহূর্তে Petrol Diesel LPG Price এর মূল্যবৃদ্ধির ঘোষণা হয়ে গেলো। শুধু তাই নয় এর সাথে বাড়বে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম। গতকালই যার প্রমান পাওয়া গেছে। রাশিয়ার একটি ক্ষেপণাস্ত্র ফেলাতেই এক দিনে ডলারের দাম ৭৪.৪৫ থেকে ৭৫.৫৮ টাকায় এসে দাঁড়িয়েছে। গতকালই অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলার করে বেড়েছে।

Advertisement

কি কারনে দাম বাড়বেঃ

প্রথমত রাশিয়া ইউরোপ সহ সারা বিশ্বে গ্যাস সাপ্লাই দেয়। গোটা ইউরোপের খনিজ তেলের সরবাহকারী বৃহত্তম দেশটিই হল রাশিয়া। রাশিয়া থেকে আমদানি বন্ধ থাকার ফলে চাপ বাড়ছে এলপিজির ওপর একই সাথে পিলজি ওর ও দাম বাড়ছে (Petrol Diesel LPG Price)।

Advertisement

এর আগে বারবারই দেখা গেছে রাশিয়া আমেরিকা টানাপোড়েনে এমন ঘটনা একাধিক বার ঘটেছে । কিন্তু এবারের পরিস্থিতি আরও ঘোরতর। আমেরিকাতে দাম বাড়লে এসবের মধ্যেই বিশ্ববাজারে এর প্রভাব আসবে। ভারতের পাইকারি বাজারে দাম বাড়লেই (Petrol Diesel LPG Price) সাধারণ মধ্যবিত্তেরও টান পড়বে।

প্রসঙ্গত ২০২১ সালের গ্যাস, পেট্রোলের মূল্যবৃদ্ধিও হয়েছিল আকাশছোঁয়া। একাধিকবার দাম বেড়েছে। মধ্যবিত্তের রান্নাঘরে টান পড়া শুরু হয়েছিল তখন থেকেই। এবার চোখ কপালে উঠবে যে পরিমাণ দাম বৃদ্ধি (Petrol Diesel LPG Price) হবে তা শুনলে।

দামের পার্থক্য:

Petrol Diesel LPG Price – কলকাতাতে বর্তমানে ৯২৬ টাকা নেয় ১৪কেজি গ্যাসে যেটা প্রধানত রান্নার কাজে ব্যাবহৃত হয়। দিল্লিতে ভর্তুকি না দিয়ে সেটা ৮৯৯.২৬ টাকা এবং মুম্বইতেও ৮৯৯.২৬ টাকা। চেন্নাইতে সেটা ৯১৫ টাকা। আবার হোটেলে ব্যাবসায় ব্যাবহৃত ১৯ কেজি গ্যাসের দাম কলকাতায় ১৯৮৭ টাকা দিল্লীতে ১৯০৭ টাকা।

Advertisement

কত দাম বাড়তে পারে

পেট্রোলের মূল্যবৃদ্ধি হলেই এলপিজি সংরক্ষণের খরচও বাড়বে। বিদ্যুৎেরও দাম বাড়বে দুনিয়া জুড়ে। বিশ্ববাজারের সাথে পাল্লা দিতে রিলায়েন্স ইন্ডাস্ট্রি তাদের সংরক্ষিত তেল ৬.১৯ ডলার থেকে ১০ ডলার করে দেবে বলেই আশঙ্কা করা হচ্ছে। চলতি বছরের ৩১শে মার্চ থেকে দাম বাড়ার ইঙ্গিত মিলেছে কেন্দ্রের পক্ষ থেকে। যার ফলে প্রায় ১০ থেকে ২০% দাম বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে।

আর দাম বাড়লে (Petrol Diesel LPG Price) আরো ও একবার সমস্যাতে পড়বে মধ্যবিত্ত। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির মানে নিত্যপ্রয়োজনীয় অন্যান্য জিনিসেরও দাম বাড়বে। রাশিয়া ইউক্রেনের পরিস্থিতির মধ্যে সমস্ত বাজারের অবস্থাই তলানিতে ঠেকবে। তবে গ্যাস থেকে ভোজ্য তেল বাঙালির নাভিশ্বাস ছুটছে প্রতিদিন। জিনিস পত্রের মূল্যবৃদ্ধির সাথে মধ্যবিত্তের হাতে সেই পরিমাণ টাকা আসছেনা।

আরও পড়ুন, এবার সত্যিকারের আনলিমিটেড ইন্টারনেট প্ল্যান আনলো বিএসএবএল, আর লাগবে না ব্রডব্যান্ড

ভারতের আয়ের তুলনায় তা হয়তো কিছুটা সামঞ্জস্য আছে। সাধারণ মানুষের সঞ্চয় কমছে এই মূল্যবৃদ্ধির জেরে। এর আগে মৃল্যবৃদ্ধিতে একাধিকবার মহানাগরের রাজপথে ভর্তুকি কমানোর দাবি উঠেছিল। এবার পরিস্থিতিতেও সরকার চাইলে কিছুটা চাপ কমাতে পারে কিন্তু বিশ্ববাজারের অবস্থা ঘোরতর। আপনার কি মনে হয়, অন্যদেশের পরিস্থিতিতে ভারতে মুল্যব্রিদ্ধি হচ্ছে, সরকারের কি পদক্ষেপ নেওয়া উচিৎ? নিচে কমেন্ট করে জানাবেন।

এক্সিস ব্যাঙ্কে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ।

একবার এই ব্যাবসা দাড় করাতে পারলে তিন পুরুষ বসে খেতে পারবে।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment