Advertisement
Government Employees Salary Hike (সরকারী কর্মীদের বেতন বৃদ্ধি)
Advertisement

আঠারো মাসের বকেয়া নিয়ে একাধিক বার আক্রমন করেছে বিরোধীরা। অতিমারী পরিস্থিতিতে বেতন বৃদ্ধি আটকে রেখে ডিএ ফ্রিজ করলেও কেন্দ্র প্রতিশ্রুতি দেয় পরিস্থিতি স্বাভাবিক হলেই বকেয়া মিটিয়ে দেওয়া হবে। আর সেই টাকা কবে পাবেন, তা নিয়ে বাড়ছে জল্পনা। আর তারই মধ্যে বেতন বৃদ্ধি নিয়ে নতুন ঘোষণা সরকারের।

Advertisement

অতিমারীর সময়ে ডিএ ফ্রিজ করায় মোদী সরকার কে তুমুল আক্রমন করেছিলেন পশ্চিমবঙ্গের শাসক দল। যদিও সেদিন বেমালুম ভুলে গিয়েছিলেন, রাজ্যে ডিএ ছাড়াই পে কমিশন চালু হয়েছে, বহুদিন আগেই বেতন বৃদ্ধি থমকে গেছে রাজ্যের। আর আদালতের নির্দেশ অনুযায়ী সেই সময়েও বকেয়া ছিলো ২৭%, আর একটি পে কমিশন কম।

Advertisement

সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি

এদিকে আজকের টাইমস অফ ইন্ডিয়ার প্রকাশিত খবর অনুযায়ী, ফের মোটা অঙ্কের টাকা ঢুকতে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পকেটে। ইতিমধ্যে কেন্দ্র সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি বা বেতন বৃদ্ধি করেছে। সপ্তম পে কমিশন কার্যকর হওয়ার পর কেন্দ্রের কর্মীদের ডিএ বেড়েছে। ৪% DA বৃদ্ধি হওয়ায পর কেন্দ্রীয় কর্মীদের মোট পরিমাণ ৩৮ শতাংশ হয়েছে। এবার ডিএ বৃদ্ধি হওয়ার ফলে টিএ বা ভ্রমণ ভাতাও বৃদ্ধি হয়েছে। ডিএ বাড়লেই স্বাভাবিক ভাবেই টিএ বেড়ে যায়। আর বেতন বৃদ্ধি ও নতুন হিসাবে হয়।

Advertisement

কিভাবে DA বাড়লে TA বৃদ্ধি হয়? ৩ ভাগে ভ্রমণ ভাতা বেতন ম‍্যাট্রিক্স স্তরের ভিত্তিতে বিভক্ত। প্রথম ভাগে শহর থেকে উচ্চতর পরিবহন ভাতা দেওয়া হয়। দ্বিতীয় এবং তৃতীয় ভাগে এই ভাতার পরিমাণ কমে যায়।
কেন্দ্রীয় সরকারি কর্মীদের ট্রাভেলিং গ্রেড বাড়িয়ে দেওয়া হয়েছে। এখন থেকে রাজধানী ও দুরন্ত এক্সপ্রেসের সঙ্গে সরকারি কর্মচারীরা তেজস এক্সপ্রেসেও সফর করতে পারবেন। তেজস এক্সপ্রেস দেশের প্রথম প্রাইভেট এবং প্রিমিয়াম ট্রেন।

কেন্দ্রীয় অর্থমন্ত্রকের বিজ্ঞপ্তি অনুযায়ী, সরকারি আধিকারিকরা এবার থেকে অফিসিয়াল সফর তেজস এক্সপ্রেসে করতে পারবেন। সরকার অফিসিয়াল সফরের জন্য IRCTC-র তেজস এক্সপ্রেসে ভ্রমণ করার অনুমতি দিয়েছে। ফলে একসাথে দুটি সুখবর সস্তির বার্তা এনে দিয়েছে কর্মী মহলে।

EK24 News

বিরসা মুন্ডার জন্মদিনের সভায় আরও একটি নতুন ছুটি ঘোষণা মুখ্যমন্ত্রীর, কবে সেই ছুটি দেখে নিন।

অন্যদিকে ৭ম বেতন অনুযায়ী বেতন দেওয়া শুরু করলো কর্ণাটক ও কেরল সরকার। আবার পশ্চিমবঙ্গে DA না দিয়ে সুপ্রীম কোর্টে গেল, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। সূত্রের খবর অনুযায়ী জানুয়ারী থেকে এক প্রস্ত DA ঘোষণার ইঙ্গিত মিলেছে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম দাবী করেছে, জানুয়ারী থেকে DA মিলতে পারে। এই লিংকে প্রেস করে খবরটি পড়ে নিতে পারেন। বিস্তারিত আপডেট আসছে।
Written by Rajib Ghosh.

Advertisement

200 টাকা কমে গেল রান্নার LPG Gas এর, বুক করার আগে নতুন নিয়ম জেনে নিন।

Advertisement
Advertisement
One thought on “DA বকেয়া থাকলেও সরকারি কর্মীদের নতুন ভাতা যোগ করে বেতন বৃদ্ধি করলো সরকার, ঝড়ের গতিতে বাড়বে বেতন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement