অরগানাইজার টিচার নিয়োগ কবে হবে

অরগানাইজার টিচার নিয়োগ কবে হবে? এই প্রশ্নটি বিগত ৫ বছর ধরে চলে আসছে। যার সত্যিই কোনও উত্তর পাচ্ছেন না কেউই। উত্তর নেই শিক্ষা দপ্তরে, উত্তর নেই কোনও অফিসিয়াল ওয়েবসাইটে। কোনোদিন তাদের পরীক্ষা হয়নি, তবে রেজাল্ট দেখা যাচ্ছে কয়েকটি ওয়েবসাইটে। গ্রুপে গ্রুপে ফেক সার্টিফিকেট ঘুরছে, রাজ্যের প্রথম শ্রেণির সংবাদপত্রে নোটিশ বেরোচ্ছে, কিন্তু আসলে তেমন কোনও প্রক্রিয়া আদৌ হচ্ছে না। অবাক করার বিষয় তাই না? হ্যা মাঝে মাঝে বিভিন্ন পত্রিকায় একটা দুটো আপডেট একচিলতে রোদ্দুরের মত উঁকি দিয়ে আবার কালো মেঘের আড়ালে ঢাকা পড়ে যাচ্ছে।

Advertisement

বর্তমানে এর কি আপডেট? সুপ্রিম কোর্টে একাধিক মামলা রয়েছে, যা বার বার ডেট পরিবর্তন হচ্ছে। এই নিয়োগ হতে হলে একটি মাত্র পথই খোলা রয়েছে, রাজ্য যদি নিজ থেকে উদ্যোগ নিয়ে মামলা দ্রুততার সাথে শেষ করে যোগ্য প্রার্থীদের নিয়োগ করে। নয়ত তারিখ পে তারিখ, আর মাঝে মাঝে কিছু ফেক নিউজ, কিছু ফেক স্যোসাল মিডিয়ার ভিডিও, আর কিছু লোকের স্বার্থসিদ্ধিই এর ভবিষ্যৎ।

Advertisement

– ” শিক্ষা, চাকরি, কেরিয়ার ও সমস্ত আপডেট পেতে ইন্সটল করুন আমাদের android app সম্পূর্ণ ফ্রিতে Installation Link “

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment