One Rupee Old Note Seller – এক টাকার এই নোট থাকলেই ভাগ্য খুলে যাবে।
অল্প সময়ে অতিরিক্ত টাকা রোজগার করতে কে না চান (Old Note Seller). প্রায় অনেকেই সুযোগ পেলেই উপায় খোঁজেন কিভাবে একটু বেশি টাকা উপার্জন করা যায়। একেই লক ডাউনের প্রকোপে অনেকেই নিজের কাজ খুইয়েছেন কেউ বা প্রাপ্য রোজগার থেকে বঞ্চিত হয়েছেন।
আর তাই এই সময়ে আপনারা খুঁজছেন একটু অতিরিক্ত ইনকামের রাস্তা। সেই সুযোগ আপনি পেয়ে যাচ্ছেন এখন বাড়ি বসেই। হ্যাঁ, এমনই কিছু সুযোগের হদিশ দেব আমরা আজ আপনাকে যেখানে মাত্র এক টাকার একটা পুরোনো নোট (Old Note Seller) থেকে আপনি পেয়ে যেতে পারেন কয়েক লাখ।
কি ভাবছেন? এ আবার কি করে সম্ভব? সবই সম্ভব। তবে এর জন্য আপনাকে একটু পরিশ্রম করতে হবে।আপনার বাড়ির আলমারি ঘাটলে পুরনো বাক্সে ১ টাকা বা ২ টাকার পুরনো কয়েন বা নোট নিশ্চয়ই পাওয়া যাবে। অথবা বাড়ির বয়স্ক দাদু-ঠাকুমার কাছেই হয়তো রয়েছে এই গুপ্তধন। Old Note Seller
কিংবা ছোটবেলা থেকে আপনি হয়তো সযত্নে গুছিয়ে রেখেছেন এমনসব ১ টাকা, ২ টাকার নোট। এমনই সব পুরনো স্মৃতি আপনার ভাগ্য বদলে দিতে পারে। ইদানিং পুরনো নোট এবং কয়েনের বাজার বেশ ভালই রয়েছে। যে সকল ব্যক্তিরা এই ধরনের নোট কিংবা কয়েন বিক্রি করে থাকেন তার বিনিময়ে তারা বেশ ভালো দাম পেয়ে থাকেন ক্রেতাদের কাছ থেকে।
তবে যে সে নোট হলেই হবেনা, কিছু নির্দিষ্ট বিশেষত্ব থাকলেই পুরনো নোট থেকে বাড়ি বসে টাকা আয় করতে পারবেন আপনিও। ১৯৩৫ সালে ব্রিটিশ ইন্ডিয়ায় তৈরি হওয়া এক টাকার নোটের কথাই আমরা আজ বলছি। Old Note Seller
তৎকালীন গভর্নর জেনারেল J.W.Kelly-এর স্বাক্ষর থাকতে হবে এই নোটে। নোটটি ভারতীয় বাজারে বেশ লম্বা সময়ের জন্যই চলেছিল, কিন্তু প্রায় ২৬ বছর আগে ভারত সরকার এই নোটটি ছাপা বন্ধ করে দেয়। অবশেষে ২০১৫ সালে কেন্দ্রীয় সরকার ফের ফিরিয়ে আনে এই বিশেষ এক টাকার নোট। Old Note Seller
পুরানো নোটের মর্ম বোঝে না এমন মানুষ কমই আছেন। তার মধ্যে যদি সেই নোট থেকে আয় হয় কয়েক হাজার, তাহলে তো সোনায় সোহাগা। আবার এমন অনেকেই আছেন যারা পুরনো নোট নিজেদের সংগ্রহে রাখতে চান। তারাই খোঁজ করেন এমন সব বিশেষ বিশেষ বিরল পুরনো নোটের। দেশ-বিদেশে এমনিতেই পুরোনো ভারতীয় নোটের বিশাল চাহিদা। বর্তমানে এই এক টাকার নোটটির বেশ ভালই চাহিদা রয়েছে, যা থেকে লাভও হচ্ছে বেশ অনেক। J.W.Kelly-র স্বাক্ষর থাকা নোটটি বিক্রি করে আপনি ৭ লাখ অবধি টাকা পেতে পারেন।
প্রতারণা ছাড়াই পুরাতন নোট ও কয়েন কিভাবে সরাসরি ক্রেতার কাছে বিক্রয়
অনলাইনে ইবে (eBay), কুইকার (Quickr) বা ওএলএক্স (Olx) এর মত ওয়েবসাইটগুলোতে আপনি বিক্রি করতে পারেন এসমস্ত বিশেষ পুরনো নোটগুলি। শুধুমাত্র এই ১ টাকার নোটই না, ১৯৫৭ আর ১৯৬৭ সালের পুরনো ১ টাকার নোটেরও ব্যাপক চাহিদা। তাই, আর দেরি নয়। আজই ওএলএক্স-এর মতো সাইটে গিয়ে নোটের ছবি আপলোড করুন আর পেয়ে যান লাখ লাখ টাকা। Old Note Seller
Written by Rupa Dutta
অনলাইনে বেচতে এখানে ক্লিক করুন
M
Mara pass hay
Mere pas hai
আমার কাছে পুরাতন এক টাকার নোট আছে
Kolkata 700150 p. 6290575971
Amar kache ache old not and coin
Ri
আমার কাছে পুরনো আগেকার অনেক কয়েন আছে যেগুলো মূল্যবান কিন্তু সঠিক লোক পাচ্ছি না দেওয়ার মতো
Mere pass one rupee note hai
mere pass unique old coins and notes hai coin-1,2,5 Take we coin, note-1,2,5,10,50,100 rupees ka unique coins and note has—–Mai
sale karunga. Mera mob-9749910051,and mera email [email protected]
Amar kache ache old note and coin my no 9734214834