Old Note Sale – 100 টাকার এই পুরাতন নোটটির দাম উঠলো ১ কোটি টাকা, আপনার কাছে নেই তো?

Old Note Sale – ১০০ টাকার নোট ১ কোটি টাকা।

যারা পুরাতন নোট বা কয়েন জমান (Old Note Sale) তাদের জন্য সবচেয়ে বড় সুখবর। ১০০ টাকার একটি নোটের দাম উঠেছে ১ কোটি টাকা। আপনার কাছে এই নোট টি থাকলে তো আপনি কোটিপতি হয়ে গেলেন, আর না থাকলেও মন খারাপের কিছু নেই। আপনার কাছে যদি পুরাতন অন্য কোনও নোট বা কয়েন থেকে থাকে তবে আপনিও সেই নোট টি কোটি টাকায় না হোক লাখ টাকায় তো বেচতে পারবেন।

Advertisement

একটি প্রবাদ বাক্য রয়েছে, টাকায় টাকা আসে। কিন্তু বাস্তবে যে এটা সব সময় সঠিক তা কিন্তু বলা যায় না। বিভিন্ন কারণে বহু মানুষ টাকা বিনিয়োগ করে থাকেন, কিন্তু তার পরিবর্তে সেখান থেকে কিন্তু সেই অর্থে মুনাফা চোখে দেখা যায় না। যদিওবা কিছু লাভের টাকা পকেটে আসে সেটা নিতান্তই বিনিয়োগের তুলনায় সামান্যই মনে করা হয়। Old Note Sale

Advertisement

তবে কিছু ক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে। সেরকমই একটি চমকপ্রদক খবর পাওয়া গেল। একটি নোট (Note) অনলাইনে বিক্রি হয়েছে। যার দাম উঠেছে 1 কোটি 30 লক্ষ কোটি টাকায়। এই নোটটি একটি চ্যারিটি শপ (Charity Shop) থেকে পাওয়া যায়। মিররের রিপোর্ট থেকে জানা যাচ্ছে, পল ওয়াইম্যান অক্সফামে কাজ করার সময় দান করা জিনিস এর একটি বাক্সে 100 পাউন্ড এর এই প্যালেস্তিনীয় নোটটি দেখেছিলেন। Old Note Sale

এই নোটটি পাওয়ার পর নিলাম সংস্থার সঙ্গে তিনি যোগাযোগ করেন। বিশেষজ্ঞরা জানান, এর মূল্য 30 পাউন্ড ইউরো। কিন্তু তার পরেই দেখা যায় যখন লন্ডনের স্পিংক নিলাম হাউসে এটি নিলামের জন্য যায় সেখানে এক লক্ষ 40 হাজার পাউন্ডে বিক্রি হয়। বিরল এই নোটের মূল্য তার মুদ্রিত মূল্যের 1400 গুন পর্যন্ত উঠেছে বলে জানা গিয়েছে।

Advertisement

পল বলেছেন, আমি বুঝেছিলাম আমার হাতে এমন একটা কিছু এসেছে যেটা অবিশ্বাস্যভাবে বিরল। যখন 1 লক্ষ 40 হাজার পাউন্ডে এটি উঠে যায় তখন বিশ্বাস করতে পারিনি। নিলামকারীরা এর মূল্য 30,000 পাউন্ড রেখেছিল। আমি ইতিমধ্যেই অবাক হয়ে গিয়েছিলাম। 28 শে এপ্রিল অনলাইনে (Online) Action-টি দেখেছিলেন বলে তিনি জানান। Old Note Sale

Advertisement

পলের কথায়, অক্সফামের (Oxfam) কাজের জন্য বিশ্বের সবচেয়ে দরিদ্র মানুষকে সাহায্যের তাগিদে এত অর্থ-সংগ্রহে ভূমিকা নিয়েছি, গর্ব হচ্ছে। 100 ফিলিস্তিন পাউন্ড বিশেষ কারণে এটি10 টির কম আছে বলে মনে করা হচ্ছে। Old Note Sale

Advertisement

কয়েনে বিষ্ণু দেবীর ছবি থাকলে এখানে ক্লিক করুন

এটির বিক্রি থেকে প্রাপ্ত আয় অক্সফামের দাতব্য কাজে যাবে। সারা বিশ্বের বহু লোকেরা বিরল এই Note-এর জন্য বিড করেছে। অক্সফামের রিটেল দিরেক্টর (Retail Director) জানান, এই ব্যাংক নোটটি দেখার জন্য পল এবং ব্রেন্টউড শপ (Shop Team) টিমের কাছে কৃতজ্ঞ। Old Note Sale

এবার প্রশ্ন হচ্ছে, আপনার নোট আপনি বেচবেন কোথায়? বর্তমানে আমাদের দেশে Indiamart, Coinbazaar, Olx এর মাধ্যমে পুরাতন কয়েন ও নোট কেনাবেচা হয়। আমাদের ওয়েবসাইটেও অনেকেই কমেন্ট করে নোট বা কয়েন বিক্রয় করতে পেরেছেন। তাই আপনার কাছে যদি পুরাতন নোট বা কয়েন থাকে তবে নিচে কমেন্টে বিস্তারিত জানান।
Written by Rajib Ghosh

Advertisement

পুরাতন নোট কয়েন বিক্রয়ের সেরা অ্যাপ, ক্লিক করুন

Leave a Comment