Old Note Sale – পুরনো নোট বিক্রি করে লক্ষ্মীলাভের দারুণ সুযোগ।
অনেকেরই শখ থাকে পুরনো কয়েন বা নোট জমানোর (Old Note Sale)। আপনার বাড়িতেই হয়তো রয়েছে পুরনো নোট বা কয়েন। সেই নোট থেকেই অনেক আয় হবে আপনার। কথায় আছে পুরনো চাল ভাতে বাড়ে। এবার ঠিক সে ভাবেই পুরনো নোট দামে বাড়ছে। এটা শুনতে খুব অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি।
আপনার কাছে কি এমন ৫ টাকার বিশেষ নোট আছে, যদি থাকে তবে আপনি পেয়ে যেতে ১ লাখ টাকা (Old Note Sale)। আর ৫ টাকার কয়েন থাকে তবে ঘরে বসেই ৪০,০০০ টাকা আয় করতে পারবেন। শুনে অবাক হলেন নিশ্চয়ই। এমন আরও পুরনো কয়েন বা নোট থেকে লাখ লাখ টাকা আয় করা সম্ভব। অনলাইন মার্কেটে এই সমস্ত পুরোনো নোটের কেনাবেচা থেকে নিলাম সবকিছুই হয়।
তবে ৫ টাকার যে কোনো নোট হলেই হবে না, কিছু নির্দিষ্ট বিশেষত্ব থাকলেই পুরনো নোট (Old Note Sale) থেকে বাড়ি বসে টাকা আয় করতে পারবেন আপনিও। নোটে একটি ট্র্যাক্টরের ছবি এবং ৭৮৬ নম্বর থাকতে হবে। ‘কয়েনবাজার ডট কম’ ওয়েবসাইটে এই সমস্ত পুরোনো নোটের বিনিময়ে টাকা পাওয়া যায়। ইদানিং পুরনো নোট এবং কয়েনের বাজার বেশ ভালই রয়েছে। যে সকল ব্যক্তিরা এই ধরনের নোট কিংবা কয়েন বিক্রি করে থাকেন তার বিনিময়ে তারা বেশ ভালো দাম পেয়ে থাকেন ক্রেতাদের কাছ থেকে।
এবার আপনার মনে হতেই পারে ৭৮৬ নম্বরটি শুধু কেন? এই নির্দিষ্ট নম্বরটির নোট কিন্তু খুব কম সংখ্যক ছাপানো হয়েছে। তার পাশাপাশি ৭৮৬ নম্বরটি (Old Note Sale) অত্যন্ত শুভ সংখ্যা বলে মনে করা হয়। বিশেষ করে মুসলিম ধর্মাবলম্বীদের কাছে। তবে হ্যাঁ, শুধু মুসলিমরা নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সমস্ত ধর্মের ক্ষেত্রেই এই ৭৮৬ সংখ্যাটিকে বেশ শুভ মনে করা হয়।
উদাহরণস্বরূপ, মুসলিম ধর্মে “বিসমিল্লাহ আল রহমান আল রহিম” কথাটির অর্থ দিয়ে ৭৮৬ নম্বরটিকে মানা হয়। হিন্দু ধর্মে ৭৮৬ নম্বরটিকে (Old Note Sale) ভগবান কৃষ্ণের সঙ্গে যুক্ত করা হয়েছে। যেমন- ভগবান কৃষ্ণের বাঁশির সাতটি সুরের অর্থ যেমন ৭, তাঁর মাতা দেবকীর অষ্টম পুত্র মানে ৮ এবং শ্রীকৃষ্ণের বাঁশি বাজানোর সময় উভয় হাতের তিনটি আঙুল মিলে তৈরি হয় ৬। এভাবেই বিভিন্ন ধর্মে ৭৮৬ নম্বরটির তাৎপর্যপূর্ণ প্রভাব রয়েছে।
লটারি কাটার গোপন কৌশল, এই নিয়মে একবার লটারি কেটে দেখুন, জ্যাকপট লেগে যাবে
কোনো ওয়েবসাইটে পুরনো নোট বিক্রি করতে চাইলে আপনাকে নির্দিষ্ট কিছু বিষয় মাথায় রাখতে হবে। কয়েন বাজার ওয়েবসাইটটি (Old Note Sale) চালু হলে হোম পেজে ক্লিক করে প্রথমেই নিজের ইউজার রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। এর ফলে আপনার ওয়েব অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে।
এরপর নোটটির দুদিকের স্পষ্ট করে ছবি তুলতে হবে। ওয়েবসাইটের আপলোড অপশনে গিয়ে সঠিকভাবে তোলা নোটের ছবি আপলোড করে দিলেই আগ্ৰহী ক্রেতা আপনার সঙ্গে যোগাযোগ করে নেবেন। এভাবেই বিক্রি করতে পারবেন আপনার কাছে থাকা নোটটি।
Written by Rupa Dutta.
Amar purono not o coin ache
Jiaganj Murshidabad
Old note and coin 1-2-5-10-50-100-ropiec
Coin 10p-1p-20p-25p-50p-1-2-5- B-1 vik takarcoin
25.20.1.pise.1ana
১টাকা ২টাকা ৫টাকা ১০টাকা ১ টাকা নোট
১কয়েন ২ টাকা কয়েন ৫ টাকা কয়েন ৫০পয়সা ২৫ পয়সা ১০পয়সা ২ আনা
ভিক্টোরিয়া ঈন্দাগান্ধী নেতাজী জহরলাল নেহরু
আমি বেচবো কিন্তু বেচার আগে কোনো টাকা আমি ক্যাশ বা অনলাইনে পেমেন্ট করতে পারবোনা যা কিছু হবে বেচার পরে
যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ খরচ করতে হবে তোমাদের
৯৬০৯২২৩৫৮০
Old coin and note 1-2-5-10-50-100-coin 1-2-10-20-25-50p. …..
1-2-5-10-50-100-ropics
Vi 1ropics 1943 1942 er
Yes
25pise
Ph no 6297547094
Amar old not ache
I have some old coins.1rs.Queen Victoria and V/Vl George and 2rs.1994.1995.1997.2000 years.5rs.Mata Vaishnodebi coins
25 paisa gund mark silver color and 20 paisa. now I can sale these coins my cont.no.9564546515/9933531062.
Mere paas v hai contact _7031630654
Hi
i have 786 note
Ph nambar -9002568089
2rupis coin India maps 1999to2003 15pis indragandgi 5praise 2pis mahatmagandhi 20paise1pis 1rupis 1994 1pis 5rupis matabosnodebicoin 1pis
Ok 1-2-5-10-20-100
Not cayen aachhe
Mani laya 8967351022 amar kachhe 5takar not o coin achhe
আমার অনেক পুরানো কয়েন আছে বিক্রি করতে হবে।। কি করব??
I have some old coin & note & 786 no note
I have some old coins I want to sell coins 1 victoria empress silver coins two annas india for contact whatsapp+8801947039921
5 , 100 takar note ache 786 serial number .M 6294894928
Beche debo
Amar purano note & coin accea
25pisr.1pise.20pise
Amar kache old coin and note ache ami sale korte chai…
1, 2 takar coin onek ache, onek purano year e, plz contact me
No – 6290182102
I have a some old coin and notes ( rs. 1,2,5,10) and many coins. Then I want to sale naw. Contact no. 9748613959
9609223580 phone number
আমার কাছে আছে কয়েন নোট অনেক রকমের কিন্তু নোট বা কয়েন বেচার আগে কোনো টাকা চাইবেন না বা অনলাইনে পেমেন্ট করতে পারবোনা কারণ আমি ঠকতে ঠকতে
আমার প্রয়োজন টা কয়েন নোট একটি হাতে তুলে দেব অন্যতম হাতে আপনারা তুলে দেবেন টাকা