Advertisement
Lpg Gas Price Drop (রান্নার গ্যাস)
Advertisement

আগের দামে পেয়ে যাবেন এবার রান্নার গ্যাস, জেনেনিন কিভাবে পেতে পারেন এত অল্প টাকায় গ্যাস।

বর্তমানে রান্নার গ্যাসের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির জেরে নাজেহাল অবস্থা প্রায় প্রতিটি মানুষেরই। বিশেষ করে মধ্যবিত্তের অবস্থা আরও খারাপ। প্রায় প্রতিনিয়ত গাসের দামের মূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষের কপালে পড়েছে চিন্তার ভাঁজ।

Advertisement

সারা দেশজুড়ে যখন রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির হয়েই চলেছে উত্তরোত্তর, তখনই আমরা আপনার জন্য নিয়ে এসেছি একটি সুখবর। আপনি এখন রান্নার গ্যাস কিনতে পারবেন প্রায় 300 টাকা কম দামে। আগের দামে পেয়ে যাবেন এবার গ্যাস।

Advertisement

রান্নার গ‍্যাসে 200 টাকার ভর্তুকি পেতে হলে কি করতে হবে, দেখে নিন, LPG Gas Subsidy

বর্তমানে কেন্দ্রীয় সরকারের উজ্জ্বলা প্রকল্পের আওতায় ভর্তুকি সহ সিলিন্ডার আর পাওয়া যাচ্ছে না। এই কারনে রান্নার গ্যাসের দাম কম হতে চলেছে। সরকারিভাবে বাজারে এসেছে কম্পোজিট গ্যাস সিলিন্ডার, যেখানে আপনি পেয়ে যাবেন 10 কেজি গ্যাস 750 টাকায়। যা কিনা বর্তমানে গ্যাসের মূল্যের চেয়ে প্রায় ৩০০ টাকা কম।

Advertisement

আবার অন্যদিকে এই গ্যাস এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়াও বেশ সহজ। সব মিলিয়ে এই গ্যাস ব্যবহার করলে উপকৃতই হবেন সাধারন মানুষ।

চলতি মাস থেকে বাড়ছে এই জিনিসগুলির মূল্য, না জানলে আপসোস করতে হবে।

এই কম্পোজিট গ্যাস বিক্রি করছেন Indane কোম্পানি। তবে বর্তমানে কেবল দিল্লি, লখনউ এবং মুম্বাইতে এই কম্পোজিট গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছে। তবে খুব শীঘ্রই অন্যান্য রাজ্যেও এই সিলিন্ডার বিক্রি করা হবে।
Written by Antara Banerjee

EK24 News
Advertisement
Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement