Advertisement
Rationing System (রেশন কার্ডে রেশন তোলার নিয়ম)
Advertisement

বদলে যাচ্ছে রেশন ব‍্যবস্থা, নয়া নিয়মে কি করতে হবে, জেনে নিন।

নতুন নিয়ম জারি হচ্ছে রেশন ব্যবস্থায়। খাদ্য সুরক্ষা আইনের অধীনে (NFSA) Rationing System সিস্টেম এর মাধ্যমে দেশজুড়ে মানুষকে সরকারের তরফে নিয়মানুযায়ী খাদ্যশস্য সরবরাহ করা হয়। কেন্দ্র এবং রাজ্য বিভিন্নভাবে Rationing System এর মাধ্যমে সাধারণ মানুষকে খাদ্যশস্য দিয়ে সাহায্য করে। রেশন ব্যবস্থার ফলে মানুষ যথেষ্ট উপকৃত হয়। বিশেষ করে করোনা সংক্রমণের সময় লকডাউন চলাকালীন সাধারণ মানুষ খাদ্যশস্য পেয়ে উপকৃত হয়েছেন।

Advertisement

ফলে রেশন ব্যবস্থায় যে নতুন পরিবর্তন আসতে চলেছে, সেই বিষয়টি বিস্তারিত জেনে নেওয়া দরকার।
এবার থেকে আর Ration Card থেকে খাদ্যশস্য নিতে গেলে লাগবে না আঙুলের ছাপ। নয়া ব্যবস্থা হিসেবে রেটিনা স্ক্যান (Retina Scan) এর উপরেই ভরসা করা হচ্ছে। আগামী মাস থেকেই রাজ্যে রেটিনা টেস্ট পদ্ধতি চালু করা হবে বলেই জানা যাচ্ছে।

Advertisement

এখনো পর্যন্ত যা জানা গিয়েছে, এই নতুন বন্দোবস্ত চালু করার ক্ষেত্রে প্রথম রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গকেই ধরা হচ্ছে। রাজ্যের জেলা এবং শহরে যত রেশন ডিলার রয়েছেন, তাদের মধ্যে থেকে ৫টি দোকানে নতুন প্রকল্প চালু করার পরিকল্পনা করা হয়েছে। এই বিষয়ে Ration ডিলারদের উপযুক্ত প্রশিক্ষণ দেওয়া হবে বলেও জানা গিয়েছে। একটি বেসরকারি দায়িত্বপ্রাপ্ত সংস্থা মেশিন বসানোর সঙ্গে সঙ্গে যাবতীয় সুযোগ সুবিধার কথা জানাবে।

Advertisement

আবাস যোজনার নতুন লিস্ট, বাতিল হলো অনেক নাম, যোগ হলো নতুন নাম।

এর মধ্যেই বেশ কিছু Ration দোকানকে মডেল দোকান হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেক্ষেত্রে গ্রাহকদের রেটিনা স্ক্যান করে আধার নম্বর (Aadhaar Number) নিশ্চিতকরণ হতে চলেছে। Ration দোকানে এর আগে আধার নম্বর নিশ্চিত করার জন্য বায়োমেট্রিক পদ্ধতিতেই করা হতো। আঙুলের ছাপ দিয়ে সেই কাজ করতে গিয়ে গ্রাহকদের অনেক সময় সমস্যায় পড়তে হয়েছে। আর সেই কারণেই রেটিনা পরীক্ষা করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

রাজ্যের সমস্ত Ration দোকানগুলিকেই এই সিস্টেমের মধ্যে নিয়ে আসা হচ্ছে। রেটিনা স্ক্যান করার মাধ্যমে খাদ্যশস্য দেওয়ার প্রক্রিয়া চালু হলে পুরোপুরি স্বচ্ছতা আসবে বলেই মনে করা হচ্ছে।
যে বেসরকারি সংস্থা রেটিনা স্ক্যানিংয়ের মেশিন লাগাতে চলেছে, তারা খাদ্যশস্যের উপরে নির্ধারিত কমিশন পাবে।

EK24 News

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সাথে নতুন ব্যবসা করেই আয় করুন বার্ষিক আট লক্ষ টাকা।

রেশন ডিলারদের কথায়, এখানে প্রযুক্তির বিষয় রয়েছে। আমাদের প্রশিক্ষণের দরকার রয়েছে। গ্রাহকদের সুবিধার জন্য সমস্ত পদক্ষেপ করা হবে। সকলের কাছে যাতে স্বচ্ছভাবে রেশন পৌঁছয়, সেটা আমরাও চাই। প্রায় ২১ হাজার রেশন দোকানে রেটিনা স্ক্যান মেশিন বসানোর জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে।
Written by Rajib Ghosh.

Advertisement
Advertisement
Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement