Advertisement
পোষ্ট অফিসে টাকা তোলার নিয়ম (Post Office Investment Rules)
Advertisement

পোষ্ট অফিসে বিনিয়োগ অপেক্ষাকৃত কম ঝুকি সাপেক্ষ এবং বেশি রিটার্নের নিশ্চয়তা দেয়। কিন্তু এবার পোষ্ট অফিসে বিনিয়োগ বা টাকা রাখার খত্রের নিয়ম বদল হতে চলেছে।

Advertisement

পোষ্ট অফিসে এবার অতিরিক্ত চার্জ

খরচ বাড়তে চলেছে দেশবাসীর। এবার থেকে টাকা তোলা, জমা দেওয়া, মিনি স্টেটমেন্ট নেওয়ার ক্ষেত্রে অতিরিক্ত চার্জ গুনতে হবে। অধিকাংশ দেশবাসীর পোষ্ট অফিসে অ্যাকাউন্ট রয়েছে। অনেকেই পোস্ট অফিস থেকে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে লাভজনক রিটার্ন পান বলে এখানে বিনিয়োগ করে থাকেন।

Advertisement

পোষ্ট অফিসের বিনিয়োগ একত্রে নিশ্চিন্ত, নিরাপদ এবং সুরক্ষিত। সেই কারণে দেশবাসী বিভিন্ন ব্যাংকে বিনিয়োগ করলেও পাশাপাশি পোষ্ট অফিসেও বিনিয়োগ করেন। ফলে পোষ্ট অফিসের ক্ষেত্রে কোনো নিয়ম পরিবর্তন হলে সেই ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণভাবে জেনে নেওয়া প্রয়োজন।

Advertisement

এবার যা জানা গিয়েছে, যে সমস্ত গ্রাহকদের ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে তাদের এবার ট্রানজাকশনের ক্ষেত্রে অতিরিক্ত চার্জ দিতে হবে। পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট এর সঙ্গে এই ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট যুক্ত করা যেতে পারে।

ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকে IPPB যাদের অ্যাকাউন্ট রয়েছে, এরপর থেকে নির্দিষ্ট ট্রানজাকশনের পরে যদি অতিরিক্ত লেনদেন করা হয় তাহলে প্রতি লেনদেন পিছু ২০ টাকা করে অতিরিক্ত চার্জ দিতে হবে। সঙ্গে জিএসটি চার্জ। আধার এনাবেল্ড পেমেন্ট সিস্টেমের AEPS-এর মাধ্যমে আধার কার্ডের মাধ্যমে টাকা তোলা বা জমা দেওয়া, মিনি স্টেটমেন্টে নেওয়া এই সমস্ত পরিষেবা এর অন্তর্ভুক্ত হতে চলেছে।

EK24 News

LIC Pension Plus – এককালীন টাকা রেখে সারাজীবন প্রতিমাসে 20000 টাকা পেনশন পান

নতুন নিয়মে IPPB এর AEPS Transaction-এর জন্য একটির বেশি Transaction করলে গ্রাহকদের অতিরিক্ত চার্জ দিতে হবে। সেই ক্ষেত্রে প্রতি লেনদেন পিছু ২০ টাকা করে চার্জ গুনতে হবে। তার সঙ্গে রয়েছে GST চার্জ।

Advertisement

RBI এর নির্দেশে এই নামি ব্যাংক কে জরিমানা ও লাইসেন্স বাতিল। বিরাট ধাক্কা গ্রাহকদের!

এরপর থেকে IPPB-র গ্রাহকরা নির্দিষ্ট যে ফ্রি ট্রানজাকশনের লিমিট রয়েছে তার ঊর্ধ্বে ট্রানজাকশন বিনামূল্যে করতে পারবেন না। অর্থাৎ সেক্ষেত্রে প্রতিটি Transaction পিছু কিন্তু খরচ করতে হবে। আধারের মাধ্যমে টাকা জমা বা তোলা, মিনি স্টেটমেন্ট নেওয়া এই সমস্ত পরিষেবার ক্ষেত্রেই টাকা গুনতে হবে।
Written by Rajib Ghosh.

Advertisement
Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement