Advertisement
National Education Policy In West Bengal
Advertisement

National Education Policy – ছাত্রছাত্রী দের পড়াশোনার বিরাট পরিবর্তন, জানুন বিস্তারিত।

আর্থিকভাবে সচ্ছল হলেই সন্তানদের বেসরকারি নামিদামি স্কুলে পড়ানোর একটা প্রবণতা রয়েছে রাজ্যবাসীর মধ্যে (National Education Policy). তাই বেসরকারি স্কুলগুলিতে আদৌ কি পড়ানো হচ্ছে, শিক্ষার মান কি রকম, সেখানে পড়াশোনা করার পরে কত শতাংশ পড়ুয়া জীবনে প্রতিষ্ঠিত হতে পারছেন, সেই সমস্ত দিকের খোঁজখবর না নিয়েই অধিকাংশ অভিভাবকরাই ভালো টাকা পয়সা কাছে থাকলেই গাড়িতে করে প্রতিদিন সন্তানকে ওই বেসরকারি স্কুলে দিয়ে আসেন, আবার গাড়ি চালিয়ে তিনি বা তার গাড়িচালক স্কুল থেকে সন্তানকে বাড়িতে নিয়ে আসেন।

Advertisement

এই ছবি এখন অহরহ দেখা যায়। আর পয়সাওয়ালা অভিভাবক অভিভাবিকারা মনে মনে নিজেদের গর্বিত বোধ করেন সন্তানকে বেসরকারি বড় স্কুলে পড়াচ্ছেন বলে। সেক্ষেত্রে অনেক সময় দেখা যায়, ওই স্কুল থেকে বেরিয়েও সেই সন্তান জীবনে প্রতিষ্ঠিত হতে পারেনি (National Education Policy). আবার কোনো পড়ুয়া গরিব ঘর থেকে এসে সরকারি স্কুল থেকে পড়াশোনা করে জীবনে অনেক বড় হয়েছে।

Advertisement

বেসরকারি স্কুলের সাথে টক্কর দেওয়ার জন্য এবার পশ্চিমবঙ্গের সরকারি স্কুলগুলিও নতুন শিক্ষা পদ্ধতি আনতে চলেছে। সরকারি স্কুলের পড়ুয়াদের Hub and Spoke Cluster Learning এর অধীনে নিয়ে আসা হবে। চালু হতে চলেছে Hubs of Learning পদ্ধতি। পশ্চিমবঙ্গ সরকারের তরফে গাইডলাইন জারি করা হয়েছে। সমস্ত স্কুলগুলিতে যাতে সমানভাবে পড়াশোনা হয়, তাই রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর এই উদ্যোগ গ্রহণ করেছে।

Advertisement

এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, কলকাতার ৭০ টি স্কুলে Hubs of Learning চালু হবে। সরকারি স্কুলের ধারাবাহিক শিক্ষার মানকে উন্নত করার জন্য ইতিমধ্যেই শিক্ষা দপ্তরের তরফে স্কুলগুলিকে চিঠি পাঠানো হয়েছে। শিক্ষার Hubs of Learning এর মূল উদ্দেশ্য হবে:
প্রতিটি স্কুলের ক্ষেত্রে অংশীদারিত্ব বাড়ানো।

বদলে যাচ্ছে মাধ্যমিক সিলেবাস! নবম ও দশম শ্রেণীর ছাত্ররা দেখুন।

Hubs of Learning বিষয়টা ঠিক কি:
রাজ্য সরকার একাধিক মেন্টর স্কুলগুলিতে রাখার সিদ্ধান্ত নিয়েছে। ওই স্কুলের অন্তত ২ বছরের জন্য এই মেয়াদ থাকবে। প্রতিটি স্কুল নিজেদের আশেপাশের আরো ১০টি স্কুলকে শিক্ষার মান উন্নত করতে সাহায্য করবে (National Education Policy). যখন ২ বছর পর কোনো পিছিয়ে পড়া স্কুল অন্যদের থেকে নিজেদের শিক্ষার মান সহ পরিকাঠামো উন্নত করবে তখন ওই স্কুল হবে মেন্টর স্কুল। এইভাবেই রাজ্য সরকারি স্কুলগুলিকে ধাপে ধাপে সামনে এগিয়ে নিয়ে আসা হবে।

EK24 News

শুরু হয়ে গেল মোকার খেল, দহনজ্বালা বাংলায়, দুর্যোগ শুরু।

সমস্ত স্কুলের পরিকাঠামোর দিকে বিশেষভাবে লক্ষ্য দেওয়া।
সমস্ত স্কুলের মধ্যে পারস্পরিক সহযোগিতা বজায় রাখা।
স্কুলের শিক্ষা ব্যবস্থাকে আরও বাড়িয়ে তোলা।
সমস্ত স্কুলের ছাত্র ছাত্রীদের একসঙ্গে পড়াশোনার অভ্যাস তৈরি করা।
স্কুলের শিক্ষকদের পড়ানোর দক্ষতাকে আরও বাড়িয়ে তোলা।
Hubs and Spoke Cluster Learning ৭০ টি স্কুলের এই সমস্ত প্রক্রিয়াকে বজায় রাখতে সাহায্য করবে।

Advertisement
Advertisement
Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement