National Achievement Survey School List 2021 – পশ্চিমবঙ্গের কোন কোন স্কুল পরীক্ষায় অংশগ্রহণ করবে, লিস্ট দেখুন

সারা দেশব্যাপী পড়ুয়াদের জন্য সহজ ও বোধমুলক প্রশ্ন নিয়ে ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে বা NATIONAL ACHIEVEMENT SURVEY (NAS) 2021 এর আয়োজন করা হয়েছে। CLASS III, CLASS V, CLASS VIII, এবং CLASS X শ্রেণীর পড়ুয়ারা এই পরীক্ষায় অংশগ্রহণ করবে। কোন কোন স্কুল এই পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য বিবেচিত হলো এবং পশ্চিমবঙ্গে মোট কতগুলো স্কুল অংশ নিচ্ছে , সেই নিয়ে রইলো বিস্তারিত বিবরণ।

Advertisement

আজ শিক্ষা দপ্তর থেকে একটি লিস্ট প্রকাশিত হয়েছে, ৮২৩ পাতার এই লিস্টে সমস্ত সিলেক্টেড স্কুলের নাম ও সমস্ত ডিটেইলস দেওয়া আছে। আপনারা এই পিডিএফ ফাইল টি ডাউনলোড করতে পারবেন নিচের লিঙ্ক থেকে, এবং সবগুলো নাম এক এক করে দেখা এবং আপনার স্কুল খুজে বের করা কার্যত সময় সাপেক্ষ ব্যাপার। তাই এক ক্লিকেই সহজে খুজে পেতে পারেন এই লিস্টে আপনার স্কুল আছে কিনা। National Achievement Survey School List

Advertisement

প্রথমে পিডিএফ ফাইল টি ডাউনলোড করে কম্পিউটার থেকে কন্ট্রোল + এফ প্রেস করুন, অথবা মোবাইলে ফাইলটি ওপেন হলে ডান দিকে উপরে সার্চ আইকনে প্রেস করুন। এরপর নিজের স্কুলের নাম সঠিক বানান সহ, কিম্বা ডাইস কোড কিম্বা সার্কেলের নাম যে কোনও একটা দিয়ে সার্চ করুন, ওঁই লিস্টে আপনার স্কুলের নাম থাকলে সেই পেজটি চলে আসবে, একই নামে একাধিক স্কুল থাকলেও কতগুলো স্কুল কিম্বা আইটেম ম্যাচ করেছে সেটা লেখা আসবে, পর পর দেখে নিতে পারবেন আপনার স্কুল আছে কিনা। কিম্বা আপনার সার্কেলে কোন কোন স্কুল বিবেচিত হলো সেটা জানতে সার্কেল কিম্বা মিউনিসিপালিটি কিম্বা ব্লক এর নাম দিয়ে সার্চ করুন। একে একে সব নাম পেয়ে যাবেন।

এই লিঙ্কে প্রেস করে ফাইল টি ডাউনলোড করুন।

Advertisement
শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment