Advertisement
Mutual Fund Investment Rules
Advertisement

Mutual Fund এর নতুন নিয়ম, না জানলে লস।

আপনি যদি মিউচুয়াল ফান্ড (Mutual Fund), শেয়ার মার্কেট SIP ও অনলাইনে টাকা বিনিয়োগ করেন, তবে এই আর্টিকেলটি আপনার জন্য। এই মুহুর্তে বিভিন্ন রকম বিনিয়োগের ক্ষেত্রে অন্তুন নতুন নিয়ম এসেছে, জেগুলো না জানলে আর্থিক ক্ষতি হতে পারে।

Advertisement

সম্প্রতি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (সেবি) ভারতীয় অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলিকে (AMCs) তাদের মিউচুয়াল ফান্ড (Mutual Fund) স্কিমগুলির সাথে বান্ডিলযুক্ত বীমা পণ্যগুলি (bundled insurance policy) অফার করতে বাধা দিয়েছে।

Advertisement

সাধারণত, SIP বীমা পরিকল্পনার অধীনে, মিউচুয়াল ফান্ডগুলি SIP Mutual Fund বিনিয়োগ শুরু করার জন্য বিনামূল্যে জীবন কভার অফার করে থাকে। দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের আকৃষ্ট করার জন্য ফান্ডগুলি স্কিমগুলির সঙ্গে আরও সুবিধা দিত। তবে এবার থেকে বদলে যাচ্ছে নিয়ম। অতিরিক্ত কোনো সুযোগ সুবিধা দেওয়া যাবে না ফান্ডগুলির পক্ষ থেকে।

Advertisement

সেবি চিঠি দিয়ে জানিয়েছে, “স্কিমগুলিতে বা যেগুলি নতুন চালু করার কথা সেখানে আর কোনো বান্ডিলযুক্ত সুবিধা থাকবে না”। মিউচুয়াল ফান্ড (Mutual Fund) হাউসগুলি নিজেদের জনপ্রিয়তা বাড়াতে কোনও অতিরিক্ত খরচ ছাড়াই বীমা সুবিধা যুক্ত করে এসেছিল এতদিন। এ বিষয়ে বিশেষজ্ঞরা পরামর্শ দেন, যে বিনিয়োগকারীদের সর্বদা তাদের বীমা এবং বিনিয়োগের প্রয়োজনীয়তাগুলি আলাদা করে বিবেচনা করা উচিত।

মিউচুয়াল ফান্ড প্রতিষ্ঠানগুলো এক দশকেরও বেশি সময় ধরে বান্ডিলড ইন্স্যুরেন্স এবং সিস্টেমেটিক ইনভেস্টিং প্ল্যান (SIP) বিক্রি করছে। SIP এর পরিমাণ এবং সময়কাল সাধারণত গ্যারান্টিযুক্ত সমষ্টির সাথে সম্পর্কিত। এই সুবিধার যোগ্য হওয়ার জন্য, কোম্পানিগুলি SIP পরিমাণের 100 থেকে 120 গুণের মধ্যে বিমার পরিমাণ সহ তিন বছরের ন্যূনতম SIP সময়কাল নির্ধারণ করে থাকে।

EK24 News

সরকারী অনুদান নিয়ে এই ব্যাবসা একবার শুরু করলে, তিন পুরুষ বসে খেতে পারবে।

কিন্তু কিছু ফান্ড ফার্ম গ্যারান্টিযুক্ত লক্ষ্যমাত্রা প্রদান করত। সাধারণত ৩ বছর ধরে জমানো টাকা SIP পরিমাণের ১০০ – ১২০-এর বেশি হয়ে যায়।
এরপর অনেক ফান্ড হাউস টার্গেট অ্যাসিউর্ড অ্যামাউন্ট অফার করত যা মৃত্যুর পর পাওয়া যায় এমন সুবিধাগুলো কমিয়ে দিত। বেশিরভাগ ক্ষেত্রে, ইক্যুইটি ও হাইব্রিড প্ল্যানে ব্যবহৃত SIP-গুলিতে ইন্স্যুরেন্স থেকে সুবিধা (Mutual Fund) পাওয়া যেত।

Advertisement

বিনিয়োগকারী ৫৫ বছর বয়সে পৌঁছলে বা বিনিয়োগকারী যেকোন কারণে Mutual Fund SIP বাতিল করলে, এই বীমাও বাতিল হয়ে যেত। তবে, কোনও বিনিয়োগকারী SIP শুরু করার ২ বছরের মধ্যে যদি আত্মহত্যা করেন, তখনই একমাত্র তাঁর উপর বিমা প্রযোজ্য হত।

বেশ কিছু জনপ্রিয় ভারতীয় মিউচুয়াল ফান্ড (Mutual Fund) সংস্থা বহু বছর ধরে এই ধরনের পলিসি বিনিয়োগকারীদের দিয়ে আসছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল নিপ্পন ইন্ডিয়া, অ্যাক্সিস, ডিএসপি, আদিত্য বিড়লা গ্রুপ, আইসিআইসিআই প্রুডেনশিয়াল, সানলাইফ, পিজিআইএম প্রভৃতি। যদিও আইসিআইসিআই প্রুডেনশিয়াল বর্তমানে SIP-র সঙ্গে বিমা পলিসি অফার করার স্কিমটি বন্ধ করে দিয়েছে।

দুর্দান্ত চাকরী, এডাল্ট ভিডিও দেখে প্রতি ঘন্টায় বেতন 1500 টাকা, আবেদন করুন

সেবি-র পক্ষ থেকে এই নতুন নিয়ম জারি করা হয় ১৭ জুন থেকে। আর এমন নির্দেশের পর ওই তারিখের আগে Mutual Fund বিনিয়োগকারীদের মনে একটাই প্রশ্ন, তাদের কী হবে। কারণ এখনও স্পষ্ট নয় যে এই নির্দেশ পাওয়ার আগে যাদের এমন অফার দেওয়া হয়েছিল তাদের জন্যও মিউচুয়াল ফান্ড সংস্থাগুলি কী ব্যবস্থা নেবে।
Written by Rupa Dutta.

Advertisement

লটারি কাটার গোপন কৌশল, লটারি জেতার 5 উপায় জেনে নিন।

Advertisement
Advertisement
One thought on “Mutual Fund – পুরো বদলে গেল, মিউচুয়াল ফান্ডে টাকা রাখার নিয়ম, না জানলে পথে বসবেন।”
  1. ‘পথে বসবেন’ not understand. Kindly clarify.
    যদি বীমা না হয় তাহলে ইন্সুরেন্স কাভারেজ পাওয়া যাবে না . এতে ফান্ড এর লাভ লস এর কি সম্পর্ক আছে বা টাকা ডুবে যাবে বুঝলাম না

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement