Minimum Balance – মিনিমাম ব্যালেন্স সহ বদল হলো ব্যাঙ্কের একাধিক নিয়ম।
ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে? এবার একাউন্ট চালু রাখতে মিনিমাম ব্যালান্স (Minimum Balance) বাড়াতে হবে। বদল হচ্ছে আরো বেশ কিছু নিয়ম। যার ফলে গ্রাহকদের উপর চাপ আরো বাড়লো। অবশ্যই জেনে নিন এই নিয়মাবলী গুলি
ইতিমধ্যেই SBI, PNB সহ একাধিক সরকারী ব্যাঙ্ক ও পোষ্ট অফিস তাদের নিয়ম ৩১ শে মার্চ থেকেই পরিবর্তন করেছে। সব কিছু মিলিয়ে হিসেব করলে দেখা যাচ্ছে, আখেরে লস হচ্ছে গ্রাহকদের। সুদের হার কমছে, মেন্টেনেন্স চার্জ বাড়ছে, লকার নিতে গেলে ইন্সুরেন্স কিম্বা অন্য প্ল্যান করিয়ে দেওয়ার অযৌক্তিক নিয়ম খাড়া করছে।
আর এবার দেশের বিভিন্ন বিশেষ বিশেষ বেসরকারি ব্যাঙ্ক গুলির ক্ষেত্রে বদলে যাচ্ছে কিছু নিয়ম। বদলে গেল দেশের অন্যতম বেসরকারি ব্যাঙ্ক Axis Bank এর বেশকিছু নিয়ম। ন্যূনতম কত (Minimum Balance) টাকা রাখতে হবে আসুন দেখা যাক।
আগামী দিনে ব্যাঙ্কের এই নিয়মগুলির প্রভাব সেভিংস ও সেলারি একাউন্ট এর উপর পড়বে। অ্যাক্সিস ব্যাঙ্ক রুলস চেঞ্জে ব্যাংকের ন্যূনতম ব্যালেন্সের (Minimum Balance) সীমা পরিবর্তন হয়েছে। চলতিমাস অর্থাৎ এপ্রিল ২০২২ থেকেই কার্যকর হয়েছে ব্যাঙ্কের নতুন নিয়ম গুলি।
ব্যাঙ্ক সেভিংস অ্যাকাউন্টের জন্য গড় মাসিক ব্যালেন্সের সীমা ১০০০০ টাকা থেকে বাড়িয়ে ১২০০০ টাকা করেছে। Axis Bank এর ওয়েবসাইট বলছে ব্যাঙ্ক, মেট্রো, শহরের সহজ সঞ্চয় বা easy savings ও সমতুল্য স্কিমের সময়সীমা বাড়িয়েছে। এই পরিবর্তন কেবল সেই সব স্কিমগুলির ক্ষেত্রে প্রযোজ্য হবে যেখানে ১০০০০ টাকার গড় ব্যালেন্স প্রয়োজন। অর্থাৎ সহজ কথায় জাদের মিনিমাম ১০০০০ টাকা ব্যালেন্স রাখতে হত, এবার তাদের আরো ২ হাজার টাকা বেশি অর্থাৎ ১২০০০ টাকা রাখতে হবে।
বিনামূল্যে লেনদেনের সীমায় বদল এছাড়াও বিনামূল্যে নগদ লেনদেনের নিয়মেও পরিবর্তন এনেছে এই ব্যাঙ্ক। বর্তমানে চারবার ২ লাখ টাকা পর্যন্ত লেনদেন করতে দেয় এই ব্যাঙ্ক। যা চারটি ফ্রি লেনদেন বা ১.৫ লক্ষ টাকায় পরিবর্তিত হয়েছে এছাড়াও ব্যাঙ্ক গ্রাহকদের জানিয়েছে নন হুমকো থার্ড পার্টির নগদ সীমাতে কোন পরিবর্তন করা হয়নি।
ভিডিও দেখে আয় করুন মাসে 75000 টাকা, আবেদন করতে এখানে ক্লিক করুন
Axis Bank এ যদি আপনার কোন অ্যাকাউন্ট থাকে তবে আপনার ন্যূনতম ব্যালেন্স (Minimum Balance) রাখা প্রয়োজন। আপনি যদি একাউন্টে ন্যূনতম ব্যালেন্স সীমার থেকে কম টাকা রাখেন তাহলে আপনাকে জরিমানা দিতে হতে পারে। Axis Bank এর আগেও জানুয়ারিতে নিয়ম বদলেছিল। এর আগে Axis Bank ছাড়াও অন্যান্য ব্যাঙ্ক ১লা জানুয়ারি ২০২২ থেকে বিনামূল্যে লেনদেনের উপর চার্জ বাড়িয়েছে।
আরো পড়ুন, আমূল বদলে গেলো ব্যাংক খোলার সময়সূচী। জানুন নতুন সময়।
রিজার্ভ ব্যাঙ্কের অনুমতি পাওয়ার পরই এই ধরনের চার্জ বাড়ানোর পথে হেঁটেছে ব্যাঙ্কগুলি। ১লা জানুয়ারি ২০২২ থেকে বিনামূল্যে মাসিক লেনদেনের এবং ATM এর লেনদেনের উপর চার্জ বাড়ানোর অনুমতি দেয় কেন্দ্রীয় ব্যাংক এবং একে একে মাসিক লেনদেনের উপর চার্জ বাড়ায় ব্যাঙ্কগুলি। Minimum Balance
আর আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন, বিগত কয়েক বছর ধরে ধাপে ধাপে এই বিভিন্ন চার্জ (Minimum Balance) বেড়েছে। যার খেসারত দিতে হচ্ছে মূলত গ্রাহকদের। এই ব্যাপারে আপনার কি মত, নিচে কমেন্ট করে জানাবেন।
এই সরকারের সাধারণ মানুষের এই ভাবে পকেট কাটা ছাড়া আর কি কাজ আছে? ব্যাঙ্কের সুদ কমিয়ে মিনিমাম ব্যালেন্স বাড়িয়ে সব কিছুর চার্জ বাড়িয়ে মানুষকে আর বাঁচতে দেবেনা। এর পর নিত্যপ্রয়োজনীয় জিনিস পত্রের, ওষুধ পত্রের অগ্নিমূল্য তো আছেই।
ব্যাঙ্কে টাকা রেখে কী লাভ আর? ঘরে জমালেই ভালো। নিজের জমানো টাকা তুলবো, তাতেও কত শর্ত। রাখলাম না ওরকম ফালতু ব্যাঙ্কে টাকা! এই সরকার আর কয়েকবছর থাকলেই, এই দেশটার অবস্থাও শ্রীলঙ্কার মত হয়ে যাবে।
Right
Invest your money in MTF saving at 12% on savings and 15% on fixed
For details call 7557083112
RDQ TRADINGSWALA
Modi hain to sab kuch sambhav hain. ……. modi hatao , garib ko bachao .
একদম সঠিক কথা বলেছেন। একদিকে পুঁজিপতিদের লোন মুকুব হচ্ছে। পুঁজিপতিদের অনাদায়ী লোন বাড়ছে আর তার খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে।
All banking sector all government department 40% chor. Service is a not better. Who is a service delayed delay delay pay delay 1 table 2 table 3 table 4 table PNB Punjab National Bank of India Lalgarh branch
eta gorib der soson kora chara ar ki? jara minimumbalance maintenance korte pare na tara jorimana ki kore debe?
এটা গরীব মানুষের খুব খারাপ হোল। সরকার সবসময় চেষ্টা করবে কি করে গরীব লোকের উপকার করা যায়। না উল্টে বাঁশ দেওয়ার ব্যবস্থা করা হোল
ফেল কড়ি মাখো তেল।সুদ দিতে হবে না নূন্যতম ব্যালেন্স তুলে দেওয়া উচিত
খুউব খারাপ হয়েছে। আমি বেঙ্কে ১টাকা আর ১লাখ রাখি আমার কথা। কম ট্ৰাকে সুদ নাদিতে পার, কিন্তু পেনাল্টী কেন কাটবে? এরথেকে গরীবদের জন্য সরকার কি আর বাস খুজে পেলনা? খুবেই দুৰ্দিন।
চুরি, চুরি, চুরি, কে কত চুরি করতে পারে তার প্রতি যোগিতা চলছে এই দেশে। আই পি এলের মত একটা টুর্নামেন্ট করলে ভালোই হয়।
গ্রাহকদের শোষন করার নামান্তর মাত্র,এর বেশি কিছু বলতে চাই না।
ব্যাংকে টাকা রাখতে হলে এবং ব্যাংকের পরিষেবা নিতে গেলে গ্রাহকদের মূল্য দিতে হবে, ঠিক যেমন রাস্তায় টোল দিতে হয় রাস্তা ব্যবহার করার জন্য I গ্রাহক কাঁচামাল আর সরকার ব্যবসাদার I আমরা বোকার দল, সরকারের কাছে হাত পাতি I
এই সরকার আর কয়েক বছর দিল্লীর মসনদে থাকলে ভারতবর্ষ শ্রীলঙ্কার মতো হতে বাধ্য।
ব্যাঙ্ক গুলো বোধহয় আমাদের খুব বোকা ভাবছে।তেমন সরকার তেমন তার নিয়মকানুন।
6010 taka 21Feb 2022 _27april 2022 Credit card er Dou
Faile soho payment korte ho lo 42.200/ ektu bhul holaye bas amake sesh koredelo vai